পারফিউমের গন্ধ সারা দিন ধরে রাখবেন কী ভাবে? জেনে নিন

সকালে উঠে স্নান করে পারফিউম বা বডি স্প্রে লাগানোর পর বেশ ফ্রেশ লাগে। শরীরের সুগন্ধে মনও ফুরফুরে থাকে। কিন্তু কিছুক্ষণ যেতেই হালকা হতে থাকে সুগন্ধ। জেনে নিন কী ভাবে দিনের শেষ পর্যন্ত ধরে রাখবেন পারফিউমের সুগন্ধ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৬ ১২:২৪
Share:

সকালে উঠে স্নান করে পারফিউম বা বডি স্প্রে লাগানোর পর বেশ ফ্রেশ লাগে। শরীরের সুগন্ধে মনও ফুরফুরে থাকে। কিন্তু কিছুক্ষণ যেতেই হালকা হতে থাকে সুগন্ধ। জেনে নিন কী ভাবে দিনের শেষ পর্যন্ত ধরে রাখবেন পারফিউমের সুগন্ধ।

Advertisement

১। স্নানের ঠিক পর: স্নানের পরই পারফিউম বা ব়ডি স্প্রে লাগান। জামা কাপড় পরার আগে।

২। ময়াশ্চারাইজ: পারফিউম লাগানোর পর ময়শ্চারাইজার লাগিয়ে নিলে সুগন্ধ থাকবে অনেক ক্ষণ। ত্বকের যে অংশে পারফিউম বা সুগন্ধী লাগিয়েছেন তার উপর নন-সেন্টেড ময়শ্চারাইজার লাগিয়ে নিন।

Advertisement

৩। ঠান্ডা জায়গা: স্নানের পর মাখতে হবে বলে অনেকেই পারফিউম বাথরুমে রাখেন। আলো জ্বাললে, স্নান করলে গরম বাষ্পে সুগন্ধ নষ্ট হয়ে যায়। অন্ধকার, ঠান্ডা, শুকনো জায়গায় পারফিউম রাখুন। এতে সুগন্ধ ধরে রাখতে পারবেন।

৪। ভেসলিন: পারফিউম লাগানোর আগে কব্জি বা ত্বকের অন্যন্য অংশে ভেসলিন লাগিয়ে নিন। এতে আর্দ্র ত্বকে সুগন্ধ লক হয়ে যাবে।

৫। ঘষবেন না: অনেকেই পারফিউম স্প্রে করার পর দুই কব্জি ঘষে নেন, বা আঙুলের মাথা দিয়ে কানের পিছনে ঘষতে থাকেন। এ ফলে পারফিউমের উপরিভাহ উবে যায়। ফলে সুগন্ধ দীর্ঘস্থায়ী হয় না।

আরও পড়ুন: মুখে দুর্গন্ধ? এই অসুখগুলোয় ভুগছেন না তো?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন