Money Plant Cure

শীতের শুরুতেই মানিপ্লান্টের পাতা শুকিয়ে হলুদ! মাত্র ৫ টোটকা প্রয়োগেই ফের সতেজ হবে গাছ

শীতের সময়ে অন্যান্য গাছের মতো মানি প্লান্টও নিস্তেজ হয়ে আসে। হলদেটে ভাব চলে আসে পাতাগুলিতে। অবহেলা করলে বেশি দিন বাঁচানো যাবে না সেই গাছ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ১৮:৩১
Share:

মানি প্লান্টের পাতা হলুদ হয়ে আসছে? ছবি: সংগৃহীত।

বাগানে, ছাদে, জানালায় বা ঘরের ভিতরে অনেকেই মানি প্লান্ট রাখেন গৃহসজ্জার জন্য। কিন্তু শীতের সময়ে অন্যান্য গাছের মতো মানি প্লান্টও নিস্তেজ হয়ে আসে। হলদেটে ভাব চলে আসে পাতাগুলিতে। অবহেলা করলে বেশি দিন বাঁচানো যাবে না সেই গাছ। যদিও খুব বেশি রক্ষণাবেক্ষণের দাবি নেই মানিপ্লান্টের, তবু ন্যূনতম যত্নের প্রয়োজন তো রয়েছেই। আর শীতের সময়ে সে প্রয়োজনীয়তা খানিক বেড়ে যায়।

Advertisement

শীতের সময়ে মানিপ্লান্ট রক্ষা করতে হলে ঘরোয়া কয়েকটি কৌশল শিখে নিন

১. পাতা হলুদ হতে দেখলেই অনেকে জল ঢেলে ঢেলে গাছ বাঁচাতে চেষ্টা করেন। কিন্তু অতিরিক্ত জলে মাটি পচে গিয়ে মানিপ্লান্ট বাঁচানো যাবে না, উল্টে মরেই যাবে। মাটি পুরোপুরি শুকিয়ে গেলে জল দিতে হবে। জলের পরিমাণও মেপে নিতে হবে।

Advertisement

মানিপ্লান্টের যত্ন নেবেন কী ভাবে? ছবি: সংগৃহীত।

২. সূর্যালোকেই প্রাণশক্তি পায় গাছ। তবে সরাসরি রোদে রাখলে হিতে বিপরীত হতে পারে। এমন জায়গায় মানিপ্লান্ট রাখুন, যেখানে সূর্যালোক প্রবেশ করবে জানলার কাচ বা দরজার কাচ দিয়ে। ঘরে যেখানে আলো ভাল পড়ে, সেখানে গাছটি রাখুন। সরাসরি রোদেও রাখবেন না, আবার অন্ধকার কোনাতেও রাখবেন না।

৩. ভাত রাঁধার ফ্যান ফেলে না দিয়ে ঠান্ডা করে গাছের গোড়ায় দিয়ে দিন। এতে রয়েছে কার্বোহাই়ড্রেট এবং একাধিক পুষ্টি উপাদান, যা গাছে পুষ্টির সরবরাহ করবে। সপ্তাহে এক বার এই পদ্ধতি প্রয়োগ করে গাছের যত্ন নিন।

৪. চা খাওয়ার পর পাতাগুলি ফেলে না দিয়ে রোদে রেখে শুকিয়ে নিন। তার পর মাটির সঙ্গে মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিন। মাসে এক বার এই পদ্ধতি প্রয়োগ করতে পারেন।

৫. ছানার জল বা চিনি ছাড়া ঘোলের সঙ্গে জল মিশিয়ে পাতলা করে নিন। এর পর মানিপ্লান্টের মাটিতে ঢেলে দিন। মাসে এক বার এই কৌশলে গাছের যত্ন নিতে পারেন। এতে মানিপ্লান্টে প্রোবায়োটিকের গুণাগুণ পৌঁছোবে। মাটির ব্যাক্টেরিয়াগুলি সক্রিয় হয়ে উঠবে। তাতে গাছে সতেজ ও সবুজ পাতা গজানো শুরু হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement