Bizarre

নিজেকে বিয়ে করে পর দিনই বিচ্ছেদ ঘোষণা করলেন তরুণী! কিন্তু কারণটা কী?

ফেব্রুয়ারি মাসে সোফি মউরে নামে এক প্রভাবী নিজেই চাউর করেন বিয়ের কথা। তার পরই এল বিচ্ছেদের ঘোষণা। কিন্তু এমন সিদ্ধান্ত কেন নিলেন তরুণী?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ মার্চ ২০২৩ ১৮:৫২
Share:

ইনস্টাগ্রামে বেশ ভালই নামডাক সোফির। অনুরাগীর সংখ্যাও ১ লক্ষের কাছাকাছি। ছবি: টুইটার।

নিজেকেই সবচেয়ে ভালবাসেন। তাই অন্য কারও সঙ্গে নয়, নিজেকেই বিয়ে সারলেন তরুণী। তবে রাত না গড়াতেই সিদ্ধান্ত বদল। ডিভোর্স চাইছেন তিনি। ফেব্রুয়ারি মাসে সোফি মউরে নিজেই চাউর করেন বিয়ের কথা। বিয়ের সাদা পোশাক পরা ছবি ভাগ করে নিয়েছিলেন সোফি। ছবির ক্যাপশনে সোফি লেখেন, ‘‘আজকে আমার জীবনের সবচেয়ে বড় দিন! বিয়ের পোশাক কিনেছি, নিজের হাতে বিয়ের কেকও বানিয়েছি।’’

Advertisement

সমাজমাধ্যমে এই ছবি দেওয়া মাত্রই চর্চা শুরু হয়ে যায়। কেউ সোফিকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত, কেউ আবার বলছেন, ‘‘সবটাই প্রচারের আলোয় থাকার কৌশল।’’

ইনস্টাগ্রামে বেশ ভালই নামডাক সোফির। অনুরাগীর সংখ্যাও ১ লক্ষের কাছাকাছি। নিজ জীবনে বেশ প্রতিষ্ঠিত তিনি। তবে বাবা-মা সোফির বিয়ে দিতে চান, যাতে একবারেই মত ছিল না সোফির।

Advertisement

শেষমেশ বাবা-মায়ের চাপে বিয়ের সিদ্ধান্তটা নিয়েই ফেলেন সোফি। এক গ্রাফিকশিল্পী বন্ধুর সাহায্য নিয়ে নিমন্ত্রণপত্র পাঠিয়ে দেন বন্ধুবান্ধব-আত্মীয়দের। তবে কাকে বিয়ে করছেন! সবার প্রশ্নের উত্তরে সে দিন একটাই কথা বলেছিলেন সোফি, ‘‘পাত্র কে, সেটা সারপ্রাইজ়।’’ তার পরে নিজেই সমাজমাধ্যমে খোলসা করেন সবটা।

তবে বিয়ের পরের দিনেই বিচ্ছেদের কথা ঘোষণা করলেন সোফি। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘‘আমার বিবাহবিচ্ছেদ চাই। এক দিন আগেই আমি নিজেকে বিয়ে করেছি। তবে বিয়ে বিষয়টি আমি আর নিতে পারছি না!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন