towel

ওষুধের মতো তোয়ালেরও মেয়াদ ফুরোয়, কখন বুঝবেন বাতিল করার সময় হয়েছে?

যত্নে ব্যবহার করলেও, একটি তোয়ালে ৪-৫ বছর ধরে ব্যবহার করা কি আদৌ ঠিক? ওষুধের যেমন মেয়াদ আছে, প্রসাধনী যেমন মেয়াদ ফুরোলে ব্যবহার করা ঠিক নয়, তেমনই তোয়ালে বদলেরও দরকার আছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ২০:১৬
Share:

কত দিন অন্তর তোয়ালে বদলাবেন? ছবি: সংগৃহীত।

স্নান হোক বা হাত মোছা, কিংবা শরীরচর্চা— তোয়ালের দরকার হয় সব সময়েই। কেউ কেউ তোয়ালের পরিচ্ছন্নতার ব্যাপারে একেবারেই উদাসীন, অনেকে আবার তোয়ালেও যত্ন করে রাখতে ভালবাসেন। তাঁরা গর্ব ভরে বলেনও, ৫ বছর হয়ে গেল একটাই তোয়ালে ব্যবহার করে চলেছেন, সে তোয়ালে এখনও ছেঁড়েনি। রং চটেনি।

Advertisement

তবে যত্নে ব্যবহার করলেও, একটি তোয়ালে ৪-৫ বছর ধরে ব্যবহার করা কি আদৌ ঠিক? ওষুধের যেমন মেয়াদ আছে, প্রসাধনী যেমন মেয়াদ ফুরোলে ব্যবহার করা ঠিক নয়, তেমনই তোয়ালে বদলেরও দরকার আছে।

তোয়ালের মূল কাজ হল জল শোষণ করা। এর ফলে তোয়ালে দীর্ঘ সময় ভেজা বা স্যাঁতসেঁতে থাকে। বিশেষত স্নানঘরের স্যাঁতসেতে আবহে এতে নানা রকম ব্যাক্টেরিয়া এবং ছত্রাক বাসা বাঁধে। সাবান দিয়ে ধোয়ার পরেও অনেক সময় এই ধরনের জীবাণু তোয়ালের তন্তুর মধ্যে রয়ে যায়। বিশেষত রোদে শুকোনোর পরেও তোয়ালে থেকে বিশ্রী গন্ধ ছড়ালে বুঝতে হবে, সেটি জীবাণুমুক্ত নয়। সেই তোয়ালে দিয়ে গা-মাথা মুছলে ত্বকের সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।

Advertisement

আবার বার বার ব্যবহার এবং কাচার ফলে তোয়ালের স্থায়িত্ব কমতে থাকে। তার জল শোষণের ক্ষমতা কমে যায়। তোয়ালে আর আরামদায়ক থাকে না। ফলে সেটিকে বদলে ফেলার দরকার হয়।

স্নানের তোয়ালে (২-৩ বছর)

স্নান করে গা মোছার জন্য যে তোয়ালে ব্যবহার করা হয়, তাতে ঘাম না থাকলেও, জল থাকে। ভিজে তোয়ালে স্নানঘরেই গুটিয়ে রাখলে সেখানে বাসা বাঁধতে পারে অসংখ্য রোগজীবাণু। অনেকে ভিজে তোয়ালে না ধুয়ে বাইরে শুকোতে দেন। কিন্তু স্বাস্থ্যের খেয়াল রাখতে হলে স্নানের পর তোয়ালে ভাল করে জলে ধুয়ে নিয়ে নিংড়ে খোলা হাওয়ায় শুকোতে দেওয়া দরকার। রোদে শুকোলে তোয়ালেতে জীবাণু বাসা বাঁধতে পারবে না। কিন্তু ভিজে থাকলেই এতে দুর্গন্ধ হবে। পরিচ্ছন্নতা বজায় রাখতে হলে স্নান করে গা মোছার তোয়ালে ৩-৪ দিন অন্তর সাবান দিয়ে কেচে শুকোনো উচিত। এই ভাবে তোয়ালে পরিষ্কার রাখলে এটি ২-৩ বছর পর্যন্ত ব্যবহার করা যেতে পারে।

জিমের তোয়ালে (১-২ বছর)

জিমে শরীরচর্চার পরে ঘাম মোছার জন্যও তোয়ালে দরকার হয়। স্নান এবং জিমের তোয়ালে আলাদা হওয়াই ভাল। ঘাম মোছার ফলে তোয়ালেতে ব্যাক্টেরিয়া বাসা বাঁধতে পারে। সেই কারণে এই তোয়ালে প্রতি বার ব্যবহারের পরে সাবান দিয়ে কাচা উচিত। কেচে তা স্নানঘরে রাখা খারাপ অভ্যাস। বরং খোলা হাওয়ায় তা শুকিয়ে নিতে হবে। এগুলি ১-২ বছর ব্যবহার করে ফেলে দিতে হবে। কারণ, নিয়মিত কাচার ফলে এই ধরনের তোয়ালে দ্রুত নষ্ট হয়ে যায়।

হাত মোছার তোয়ালে ( দেড় বছর)

হাত মোছার তোয়ালের দরকার হয় সব সময়। স্নানের জন্য ব্যবহার করা তোয়ালের চেয়ে এটি আকারে অনেক ছোট হয়। এই ধরনের তোয়ালেতে তেল, ময়লা লাগে প্রতিদিন। সে কারণে এটি নিয়মিত কাচা দরকার। ভাল হয় গরম জলে সাবান দিয়ে এটি কাচলে। না হলে এই ধরনের তোয়ালে তেলচিটে হয়ে যেতে পারে। দেড় বছর পর্যন্ত এর মেয়াদ, তা-ও যদি নিয়ম করে সেটি কাচা হয় তবেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement