Holi

জেনে নিন দোলের কোন রঙে মিশে থাকে কোন রাসায়নিক

ফিক সিগন্যালের মতোই টকটকে লাল, উজ্জ্বল সবুজ বা ক্যাটক্যাটে হলুদ যে কোনও ভাইব্র্যান্ট কালার তৈরি করা হয় বিভিন্ন ক্ষতিকর রাসায়ানিক থেকে।

Advertisement
সুমা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১১:০৯
Share:
০১ ০৭

ট্রাফিক সিগন্যালের মতোই টকটকে লাল, উজ্জ্বল সবুজ বা ক্যাটক্যাটে হলুদ যে কোনও ভাইব্র্যান্ট কালার তৈরি করা হয় বিভিন্ন ক্ষতিকর রাসায়ানিক থেকে। অন্য দিকে শিমুল, পলাশ, জবা বা অপরাজিতা ফুল থেকে তৈরি রং হয় কিছুটা ফ্যাকাশে আর ম্যাড়ম্যাড়ে। এক নজরে জেনে নেওয়া যাক দোল খেলার উজ্জ্বল রঙের উপাদান।

০২ ০৭

টকটকে লাল রং তৈরির প্রধান উপাদান মার্কারি সালফাইড।

Advertisement
০৩ ০৭

কালো ও বাঁদুরে রং-এ ব্যবহার করা হয় লেড অক্সাইড।

০৪ ০৭

উজ্জ্বল সবুজ রঙে আছে কপার সালফেট ও ম্যালাসাইট গ্রিন।

০৫ ০৭

চকচকে রুপোলি রঙে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম ব্রোমাইড।

০৬ ০৭

আসমানি নীল রঙে আছে বিষাক্ত প্রুসিয়ান ব্লু সহ আরও নানান ক্ষতিকর রাসায়ানিক।

০৭ ০৭

বেগুনি বা পার্পল রং তৈরি হয় ক্রোমিয়াম আয়োডাইড ও জেন্টিয়ান ভায়োলেট দিয়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement