Lifestyle News

শব্দ দেখার খেলা, বুঝে নিন আপনি আসলে কেমন মানুষ

চুলের রং, চোখের গঠন, পছন্দের রং দেখে সেই মানুষের প্রকৃতি সম্বন্ধে কিছুটা আন্দাজ তো পাওয়াই যায়। বিভিন্ন সাইকোলজিক্যাল গেমও অনেক সময়ই মানুষের প্রকৃতি প্রায় নির্ভুলভাবে জানান দিতে পারে। নতুন এই সাইকোলজিক্যাল গেমেও পেতে পারেন মনের হদিস।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৭ ১২:০৭
Share:
০১ ০৮

চুলের রং, চোখের গঠন, পছন্দের রং দেখে সেই মানুষের প্রকৃতি সম্বন্ধে কিছুটা আন্দাজ তো পাওয়াই যায়। বিভিন্ন সাইকোলজিক্যাল গেমও অনেক সময়ই মানুষের প্রকৃতি প্রায় নির্ভুলভাবে জানান দিতে পারে। নতুন এই সাইকোলজিক্যাল গেমেও পেতে পারেন মনের হদিস।

০২ ০৮

উপরের অক্ষর ঠাসা প্লেটটির দিকে নজর রাখুন। মন দিয়ে অক্ষরগুলি দেখুন। আপাত ভাবে ছন্নছাড়া এই ১৪৪টা অক্ষরের মধ্যে লুকিয়ে আছে অনেক অর্থপূর্ণ শব্দ (Word)। কোন শব্দবন্ধটি প্রথম নজরে আসছে আপনার? যে শব্দটি প্রথম আপনি দেখবেন, তা দিয়ে কিছুটা হলেও চেনা যাবে আপনার প্রকৃতি। দেখতে থাকুন কোন শব্দ প্রথম দেখলে কেমন হবে আপনার চরিত্র।

Advertisement
০৩ ০৮

লায়ন(LION): যদি আপনি প্রথমে লায়ন দেখে থাকেন, তার মানে আপনি খুব পরোপকারী। সকলের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই আপনার প্রকৃতি। পশুপাখিদের আপনি ভালবাসেন। কিন্তু পাশাপাশি আপনি খুব একাকিত্বে ভোগেন। আপনি সব সময় চান কেউ আপনার পাশে থেকে আপনাকে সাহায্য করুক।

০৪ ০৮

ফ্রুট(FRUIT): আপনিও মানুষকে সাহায্য করতে ভালবাসেন। অনেক সময় এই স্বভাবের কারণে আপনাকে বিপদেও পড়তে হয়েছে। সহজেই মানুষকে বিশ্বাস করেন। এর সুযোগ নিয়ে কেউ কেউ আপনাকে ঠকাতেও পিছপা হয় না।

০৫ ০৮

নেচার(NATURE): মুখে উপর সত্যি কথা স্পষ্টভাবে জানিয়ে দিতে ভালবাসেন আপনি। যে কোনও সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনি দৃঢ়চেতা।

০৬ ০৮

কফি(COFFEE): স্বপ্ন দেখেন আপনি। শুধু তাই নয়, নিজের স্বপ্নকে সফল করতে অনেক দূর পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখেন। আপনি আঁকতে ভালবাসেন। হৈহুল্লোড়ে মেতে থাকতে ভালবাসেন।

০৭ ০৮

রেনবো(RAINBOW): স্বভাবে আপনি একটু লাজুক। চুপচাপ থাকেন। যদিও নিজের পরিচিত ও পছন্দের গণ্ডিতে আপনি ভালভাবে মিশে যান। আপনি নিজের কাজ নিয়ে আত্মবিশ্বাসী।

০৮ ০৮

রুট(ROOT): স্বাধীনচেতা আপনি। নিজের জীবনে অন্য কারও হস্তক্ষেপ পছন্দ করেন না। বেড়াতে ভালবাসেন। মাঝে মধ্যে নতুন কিছু আবিষ্কারের নেশাও পেয়ে বসে আপনাকে। অন্য মানুষকে দুর্দান্ত ভাবে প্রভাবিত করার অদ্ভুত ক্ষমতা রয়েছে আপনার মধ্যে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement