Lifestyle News

বাড়িতেই বানিয়ে নিন নিজের ডিওডরান্ট

গরম পড়তে শুরু করেছে। ঘামের দুর্গন্ধ দূরে রাখতে, নিজেকে ফ্রেশ রাখতে নিয়মিত ডিওডরান্ট লাগানো যেমন প্রয়োজন, তেমনই এর মধ্যে লুকিয়ে রয়েছে কিছু বিপদও। বাজারচলতি অধিকাংশ ডিওডরান্টের মধ্যেই থাকে অ্যালুমিনিয়াম, প্যারাবেন, প্রপাইলেন গ্লাইকল, থালেটস ও ট্রাইক্লোসান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:৩৬
Share:

গরম পড়তে শুরু করেছে। ঘামের দুর্গন্ধ দূরে রাখতে, নিজেকে ফ্রেশ রাখতে নিয়মিত ডিওডরান্ট লাগানো যেমন প্রয়োজন, তেমনই এর মধ্যে লুকিয়ে রয়েছে কিছু বিপদও। বাজারচলতি অধিকাংশ ডিওডরান্টের মধ্যেই থাকে অ্যালুমিনিয়াম, প্যারাবেন, প্রপাইলেন গ্লাইকল, থালেটস ও ট্রাইক্লোসান। প্রতি দিন ডিও়়ডরান্ট ব্যবহার করলে ব্রেস্ট ক্যানসার, শিশুদের জন্মগত ত্রুটি, অ্যালার্জি, হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

Advertisement

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বিপদ এড়াতে তাই বাড়িতেই বানিয়ে নিন প্রোবায়োটিক ডিওডরান্ট। অরগ্যানিক উপাদান দিয়ে তৈরি এই ডিওডরান্ট ব্যবহার করুন নিয়মিত।

উপকরণ

Advertisement

কোকো বাটার: ১ টেবল চামচ

নারকেল তেল: ১ টেবল চামচ

শিয়া বাটার: ১ টেবল চামচ

বি ওয়াক্স: ১ টেবল চামচ

অ্যারারুট পাউডার: আড়াই টেবল চামচ

বেকিং সোডা: ১ টেবল চামচ

ভিটামিন ই অয়েল: ১/৪ চা চামচ

এসেনশিয়াল অয়েল: ১৫ ফোঁটা

পাউডার প্রোবায়োটিক: ২টো ক্যাপসুল

আরও পড়ুন: শিশুদের শ্বাসকষ্টের অন্যতম কারণ পরিশুদ্ধ জল, বলছেন বিজ্ঞানীরা

বানানোর পদ্ধতি

কোকো বাটার, নারকেল তেল, শিয়া বাটার ও বি ওয়াক্স একদম কম আঁচে গলিয়ে নিন। আঁচ থেকে নামিয়ে নিয়ে অ্যারারুট পাউডার ও বেকিং সোডা মিশিয়ে নিন। যতক্ষণ না গুঁড়ো পুরোপুরি মিশে যায় ততক্ষণ স্প্যাটুলা দিয়ে না়ড়তে থাকুন। ভাল ভাবে মিশে গেলে ভিটামিন ই অয়েল ও এসেনশিয়াল অয়েল মেশান। ঠান্ডা করে নিন। যখন জমে পুডিংয়ের মতো তলতলে হবে তখন প্রোবায়োটিক ক্যাপসুল মিশিয়ে দিন।

ডিওডরান্টা কন্টেনারে ঢেলে রেফ্রিজরেটরে রেখে জমতে দিন। ৩-৪ মাস পর্যন্ত এই ডিওডরান্ট ব্যবহার করতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন