Ravichandran Ashwin

লায়নের মতো হতাশা দেখাতে পারতাম না, তোপ অশ্বিনের

ব্রিসবেনে বাদ পড়ার পরে লায়নের সাক্ষাৎকার ছড়িয়ে পড়ে। যেখানে তিনি ২০১২ সালের পরে প্রথম ঘরের মাঠে টেস্ট থেকে বাদ পড়েছিলেন। তিনি যে প্রচণ্ড ক্ষুব্ধ সেটা সাক্ষাৎকারে স্পষ্ট বোঝা যাচ্ছিল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ০৬:৫৪
Share:

অকপট: ফের বিতর্কিত মন্তব্য করলেন অশ্বিন। — ফাইল চিত্র।

ভারতীয় দলে থাকার সময় প্রথম একাদশে সুযোগ না পেলে নিজের হতাশা দেখাতে পারতেন না। যে রকম চলতি অ্যাশেজ় সিরিজ়ে ব্রিসবেনে দিনরাতের টেস্টে খেলতে না পেরে দেখাতে পেরেছেন অস্ট্রেলিয়ার স্পিনার নেথান লায়ন। তোপ প্রাক্তন ভারতীয় স্পিনার আর. অশ্বিনের।

একটি পডকাস্টে অশ্বিন বলেছেন, ‘‘নেথান লায়ন ভাগ্যবান। কেউ যদি দলে সুযোগ না পায় তা হলে তার আবেগ ঠিক সে রকমই হয় যে রকম লায়ন দেখিয়েছে গোটা দুনিয়ার সামনে। ও সেটা দেখানোর মঞ্চটা পেয়েছে, তাই দেখিয়েছে। অস্ট্রেলীয় দল এতে কিছু মনে করবে না। অ্যাডিলেড টেস্টেও ও খেলতে পারে। তাই আমি লায়নের জন্য খুশি,’’ বলেছেন অশ্বিন। তিনি আরও বলেছেন, ‘‘মানুষের আবেগ তো থাকবেই। সেটা তারা দেখাবে, সেটাই স্বাভাবিক। কিন্তু আমি আবেগ দেখাতে পারতাম না। কারণ দেখালে আমারই ক্ষতি হত। কেন সেটা করতে চাইব? তবে নেথান লায়নকে আমি খুব সম্মান করি।’’

ব্রিসবেনে বাদ পড়ার পরে লায়নের সাক্ষাৎকার ছড়িয়ে পড়ে। যেখানে তিনি ২০১২ সালের পরে প্রথম ঘরের মাঠে টেস্ট থেকে বাদ পড়েছিলেন। তিনি যে প্রচণ্ড ক্ষুব্ধ সেটা সাক্ষাৎকারে স্পষ্ট বোঝা যাচ্ছিল। অশ্বিন বলেছেন, ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্কৃতিতে অনেক পার্থক্য রয়েছে। অস্ট্রেলিয়ায় ক্রিকেটাররা নিজের মনের কথা খোলাখুলি বলতে পারেন, তার কী ফল হতে পারে তা নিয়ে না ভেবেই। ভারতীয় খেলোয়াড়েরাও পারেন, কিন্তু তার ফলাফল কী হবে সেটাও মাথায় রাখতে হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন