মেদিনীপুর মেডিক্যাল

নতুন ইউনিটে কাজে গতি আনার নির্দেশ

মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) ও ডায়ালিসিস ইউনিটের কাজে গতি আনার নির্দেশ দিলেন স্বাস্থ্য দফতরের ‘মাল্টি ডিসিপ্লিনারি কমিটি’-এর চেয়ারম্যান সুব্রত মৈত্র। আগামী জুন মাসের মধ্যে ডায়ালিসিস ইউনিটের কাজ ও সিসিইউ ইউনিটের কাজ জুলাই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন। সুব্রতবাবুর নেতৃত্বে ‘মাল্টি ডিসিপ্লিনারি কমিটি’-এর এক প্রতিনিধি দল শুক্রবার হাসপাতাল পরিদর্শনে আসে। দুপুরে মেডিক্যালে এক বৈঠক হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৫ ০২:৪৭
Share:

প্রতিনিধি দলের বৈঠক। — নিজস্ব চিত্র।

মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) ও ডায়ালিসিস ইউনিটের কাজে গতি আনার নির্দেশ দিলেন স্বাস্থ্য দফতরের ‘মাল্টি ডিসিপ্লিনারি কমিটি’-এর চেয়ারম্যান সুব্রত মৈত্র। আগামী জুন মাসের মধ্যে ডায়ালিসিস ইউনিটের কাজ ও সিসিইউ ইউনিটের কাজ জুলাই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন। সুব্রতবাবুর নেতৃত্বে ‘মাল্টি ডিসিপ্লিনারি কমিটি’-এর এক প্রতিনিধি দল শুক্রবার হাসপাতাল পরিদর্শনে আসে। দুপুরে মেডিক্যালে এক বৈঠক হয়।

Advertisement

পরে সুব্রতবাবু বলেন, “এই দু’টি ইউনিটের কাজ শেষ হলে মেদিনীপুরে চিকিত্‌সার মান আরও উন্নত হবে। কাজের গতি ঠিকই রয়েছে। তবে পূর্ত দফতরকে আরও একটু তত্‌পর হতে হবে।’’

ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, স্বাস্থ্যের হাল ফেরাতে সব রকম পদক্ষেপ করবেন। সেই মতো মেদিনীপুর মেডিক্যালে সিসিইউ ও ডায়ালিসিস ইউনিট রয়েছে। তবে সেখানে শয্যা সংখ্যা নামমাত্র। সিসিইউতে ৬টি শয্যা রয়েছে। ডায়ালিসিস ইউনিটে ৪টি শয্যা রয়েছে। এই দু’টি ইউনিটেই শয্যা সংখ্যা বাড়বে। সিসিইউতে শয্যা সংখ্যা বেড়ে ২০টি হওয়ার কথা। ডায়ালিসিস ইউনিটে ১০টি হওয়ার কথা। এখন এই পরিকাঠামো গড়ে তোলার কাজই চলছে। পাশাপাশি, ‘ইমার্জেন্সি অবজার্ভেশন ওয়ার্ড’-এর পরিকাঠামোও আরও ভাল করে গড়ে তোলার কথা।

Advertisement

এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন হাসপাতালের অধ্যক্ষ তমালকান্তি ঘোষ, হাসপাতাল সুপার যুগল কর প্রমুখ। হাসাপাতাল পরিষেবা নিয়ে রোগীর পরিবারের অভিযোগ নতুন নয়। সুব্রতবাবু বলেন, “সিনিয়র ডাক্তাররা যাতে সময় মতো আসেন, সেই দিকটি অধ্যক্ষকে দেখতে বলেছি। হয়তো খুব বেশি কড়া হওয়া যাবে না। তবে কর্মসংস্কৃতি ফেরাতেই হবে।” পাশাপাশি তিনি কর্মী নিয়োগের ব্যাপারে স্বাস্থ্য দফতরে সুপারিশ করার আশ্বাসও দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন