Nagaland Minister on Valentine’s Day

জীবনে প্রেম না থাকা ‘স্বাধীনতা’! প্রেম দিবসে সঙ্গীহীনদের বার্তা মন্ত্রীর

টেমজেন সমাজমাধ্যমে যথেষ্ট জনপ্রিয়। ভালোবাসা দিবসে যাঁরা অবিবাহিত বা সঙ্গীহীন, তাঁদের জন্য বার্তা দিয়ে আবারও সমাজমাধ্যমে ভালবাসা কুড়িয়েছেন মন্ত্রী টেমজেন।

Advertisement

সংবাদ সংস্থা

কোহিমা শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০১
Share:

টেমজেন নাগাল্যান্ডের উচ্চশিক্ষা ও উপজাতি বিষয়ক মন্ত্রী। ফাইল চিত্র ।

জীবনে প্রেম না থাকা স্বাধীনতা। এবং সেই স্বাধীনতাকে উপভোগ করা উচিত। প্রেম দিবসে প্রেম না থাকা সঙ্গীহীন মানুষদের জন্য এমনই বার্তা দিলেন নাগাল্যান্ডের মন্ত্রী টেমজেন ইমনা আলং। নিজের টুইটার হ্যান্ডল থেকে এই বার্তা দিয়েছেন টেমজেন।

Advertisement

মন্ত্রী লিখেছেন, ‘‘স্বাধীনতা একটি উপহার। যা সবার জন্য নয়। আসুন আমাদের এই দিনটিকে উদ্‌যাপন করি। সঙ্গীহীনদের শুভেচ্ছা!’’

প্রেম দিবসের দিন সকালে টেমজেন এই টুইটটি করেছেন। এখনও পর্যন্ত সাড়ে পাঁচ লক্ষ মানুষ এই টুইটটি দেখেছেন। বহু মানুষ এই টুইটে প্রতিক্রিয়াও জানিয়েছেন।

Advertisement

টেমজেন সমাজমাধ্যমে যথেষ্ট জনপ্রিয়। ভালবাসা দিবসে যাঁরা অবিবাহিত বা সঙ্গীহীন, তাঁদের জন্য বার্তা দিয়ে আবারও সমাজমাধ্যমে ভালবাসা কুড়িয়েছেন মন্ত্রী টেমজেন।

টেমজেন নাগাল্যান্ডের উচ্চশিক্ষা ও উপজাতি বিষয়ক মন্ত্রী। একই সঙ্গে তিনি নাগাল্যান্ডের রাজ্য বিজেপির সভাপতি।

গত বছরের জুলাই মাসে, বিয়ে না করার বার্তা দিয়েও একটি টুইট করেছিলেন মন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন