হাত ব্যাগে কী ভাবে জিনিস রাখলে সবটাই হাতের কাছে মিলবে? ছবি: এআই সহায়তায় প্রণীত।
ছোট্ট একটি ব্যাগ। সেই ব্যাগ উপুড় করলে এত জিনিস পাওয়া যাবে যে, গুনে শেষ করা যাবে না। মহিলাদের হাতব্যাগ খামোখাই ভারী হয় না। সেই ব্যাগে এমন অনেক জিনিসই মিলতে পারে, যা দেখলে মনে হবে, গোটা সংসারই যেন ব্যাগে ভরে ফেলেছেন।
মুশকিল হল, এত জিনিস হাতব্যাগে রাখা হলেও, অনেকে দরকারের সময় দরকারি জিনিসটি খুঁজে পান না। ব্যাগ হাতড়ালে বেরিয়ে আসে অপ্রয়োজনীয় জিনিসগুলি।এমন সমস্যার সম্মুখীন কি আপনিও? তা হলে বরং জেনে নিন, হাতব্যাগ কী ভাবে গোছালে প্রয়োজনের জিনিসটি নিমেষে বার করে ফেলতে পারেন।
১। টোট ব্যাগ, স্লিং ব্যাগ, ছোট, বড়, মাঝারি— যে মাপের বা ধরনের হাতব্যাগই বাছুন না কেন, ভাল হয় তাতে নানা ধরনের খাপ থাকলে। একাধিক খাপে জিনিসপত্র গুছিয়ে রাখা যায়। সে ক্ষেত্রে জিনিস খুঁজে পাওয়া সহজ হয়।
২। নিরাপত্তা এবং চট করে খুঁজে পাওয়ার জন্য চাবি, মোবাইল ব্যাগের ভিতরের খাপে ভরে নিন। প্রসাধনী বা অন্য নানা জিনিস হাতের কাছে পেতে নির্দিষ্ট খোপে রাখুন। একগাদা জিনিস না নিয়ে প্রয়োজনীয়টুকুই ব্যাগে রাখুন। এতে জিনিস খুঁজতে ব্যাগ হাতড়াতে হবে না।
৩। ব্যাগ বড় হলে আর অনেক জিনিস রাখতে হলে ছোট ছোট ব্যাগে বা পাউচে জিনিসগুলি গুছিয়ে নিন। মোবাইল চার্জার, হেডফোন ছোট পাউচে ভরে নিন। অনেকে স্যানিটারি ন্যাপকিন, শৌচালয়ে ব্যবহারের জীবাণুনাশক স্প্রে ব্যাগে রাখেন। সেগুলি নির্দিষ্ট খোপে বা নির্দিষ্ট ব্যাগে ভরে রাখুন। কোথায় কোনটি রাখছেন, মনে রাখুন। একই ভাবে টুকিটাকি প্রসাধনী, গয়না রাখতে হলে সেটি ছোট কোনও বাক্সে ভরে নিন। এতে সব জিনিস ঠিকমতো থাকবে, বার করতে সুবিধা হবে। ওষুধ থাকলে সেটিও নির্দিষ্ট প্যাকেট বা বাক্সে রাখুন।
৪। হাতব্যাগ এত ভারী হল যে বইতে গিয়ে কাঁধ ব্যথা হচ্ছে, সেটি কাজের কথা নয়। হাতব্যাগে এমন জিনিস রাখা দরকার, যা একান্ত প্রয়োজনীয়। তা ছাড়া বিভিন্ন জিনিস ব্যবহার করতে করতে এমন কিছুও এই ব্যাগে ঠাঁই পায়, যেগুলি প্রয়োজনের নয়। তাই নিয়ম করে ব্যাগ পরিষ্কার করা জরুরি। অনেক সময় এই ব্যাগ থেকেই বেরোতে পারে আধ-খাওয়া বাদামের প্যাকেট, পুরনো পানের মতো অনেক কিছুই।
৫। প্রয়োজন অনুযায়ী ব্যাগ বদলান। বেড়াতে গেলে হাতের কাছে বেশি জিনিস লাগে। আবার অফিসের ব্যাগেও ল্যাপটপ, চার্জার-সহ অনেক কাজের জিনিস রোজের দরকার হয়। সেই মতো ব্যাগ বাছাই জরুরি। আর দু’তিন সপ্তাহ অন্তর ব্যাগ পরিষ্কার করলে ব্যাগ যেমন ভাল থাকবে, তেমনই সব জিনিস চট করে খুঁজেও পাবেন।