ছবি : সংগৃহীত।
মোবাইল স্ক্রল করছেন। কখনও ভেসে উঠছে রিল, কখনও ছবি, কখনও খবর কিংবা কারও ব্যক্তিগত কোনও মতামত। কোনওটি দেখে মন ভাল হল, আবার কোথাও থামতে বাধ্য হলেন বিরক্ত হয়ে। ঠিক কী কারণে মেজাজ বিগড়ে গেল তা হয়তো মনে করতে পারলেন না। তবে বেশ বুঝতে পারলেন, ওই বিরক্তির কারণ কোনও ছবি, ভিডিয়ো বা কোনও খবরের শিরোনাম, যা হয়তো আপনার মনকে উত্ত্যক্ত করার জন্যই তৈরি করা হয়েছে! অনলাইন দুনিয়ায় এই ধরনের ফাঁদকে বলা হয় ‘রেজ বেট’। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস জানিয়েছে, এ বছরের সেরা শব্দ ওটিই।
বছরের সেরা শব্দ বা ‘ওযার্ড অফ দ্য ইয়ার’ কী হবে, তা নির্ভর করে সারা বছর কোন শব্দ জীবনের সঙ্গে সবচেয়ে বেশি জড়িয়ে থেকেছে তার উপর। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাদের বাৎসরিক সেরা শব্দ বাছাইয়ের ক্ষেত্রেও বরাবর সেই বিষয়টিকেই গুরুত্ব দিয়ে এসেছে। আর এ বছরও সে কথা মাথায় রেখেই তাদের বাৎসরিক শব্দ চয়নে উঠে এসেছে ‘রেজ বেট’ শব্দটি।
‘রেজ’ শব্দটির অর্থ হল প্রচণ্ড রাগ। আর ‘বেট’ শব্দটির অর্থ হল ফাঁদ বা টোপ। ইন্টারনেটে এ ধরনের বহু বিষয়বস্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা কোনও ব্যক্তিকে খুব রাগিয়ে দিতে পারে কিংবা বিরক্তি বোধ করাতে পারে।
এটি হয়তো কোনও ব্যক্তি অথবা সংস্থা তৈরিই করছে তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করার জন্য। তাতে কার মনের ভিতরে কী প্রভাব পড়ল, তা নিয়ে তারা মোটেই চিন্তিত নয়। তাদের উদ্দেশ্য থাকে একটাই— নিজেদের কার্যসিদ্ধি করা! নিজেদের লক্ষ্য পূরণ করা!
সমাজমাধ্যমে মুখ গুঁজে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিচ্ছে যে দুনিয়া সেখানে এই ধরনের ঘটনা মানসিক স্বাস্থ্যের উপরেও প্রভাব ফেলছে। সম্ভবত সে কথা মাথায় রেখেই এই শব্দবন্ধটিকে ২০২৫ সালের সেরা শব্দের তকমা দিয়েছে অক্সফোর্ড, যা বর্তমান সমস্যা সম্পর্কে সমাজকে ওয়াকিবহাল হতেও সাহায্য করবে।