Life style news

মশা মারার রাসায়নিকে এগিয়ে আসছে ছেলেদের বয়ঃসন্ধি, বাড়ছে ক্যানসারের সম্ভাবনা!

মশানাশক রসায়নে বয়ঃসন্ধি এগিয়ে আসছে ছেলেদের। বাড়ছে শুক্রাশয়ে ক্যানসারের সম্ভাবনা। সতর্কবার্তা দিল চিনের ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের গবেষক জিং লিউয়ের নেতৃত্বে বিজ্ঞানীদের একটি দল মানুষের উপরে পতঙ্গনাশক এবং কীটনাশকের ক্ষতিকারক প্রভাব বিবেচনা করতে একটি গবেষণা চালান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৭ ২০:৩২
Share:

প্রতীকী ছবি।

মশানাশক রসায়নে বয়ঃসন্ধি এগিয়ে আসছে ছেলেদের। বাড়ছে শুক্রাশয়ে ক্যানসারের সম্ভাবনা। সতর্কবার্তা দিল চিনের ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের গবেষক জিং লিউয়ের নেতৃত্বে বিজ্ঞানীদের একটি দল মানুষের উপরে পতঙ্গনাশক এবং কীটনাশকের ক্ষতিকারক প্রভাব বিবেচনা করতে একটি গবেষণা চালান। তাতেই উঠে আসে এই তথ্য। তবে শুধু মশানাশক রাসায়নিকই নয়, বিজ্ঞানীরা জানাচ্ছেন, পাইরেথ্রয়েডস দিয়ে তৈরি সমস্ত পতঙ্গনাশক এবং কীটনাশকই একই ক্ষতি করে ছেলেদের। মশা দূর করতে বাজার চলতি যে সমস্ত রাসায়নিক কিনতে পাওয়া যায়, তার মূল উপাদান এই পাইরেথ্রয়েডস নামক রাসায়নিক। অন্যান্য পতঙ্গনাশক বা কীটনাশকের ব্যবহার গৃহস্থালির বাড়িতে খুব একটা নেই, কিন্তু প্রায় সব বাড়িতেই মশানাশক রসায়ন ব্যবহার করা হয়। তাই সবচেয়ে ক্ষতি এই মশানাশক রাসায়নিক থেকেই হচ্ছে বলে বিজ্ঞানীদের দাবি।

Advertisement

আরও পড়ুন: দুঃশ্চিন্তা দূর করতে নিজের মাথাকে নির্দেশ দিন এ ভাবে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement