marriage

Wedding: জোর করে লাড্ডু খাওয়াতে গেলেন বর, বিয়ের মণ্ডপেই সপাটে চড় কষালেন কনে!

ভিডিয়োতে দেখা যাচ্ছে কনেকে জোর করে লাড্ডু খাওয়াচ্ছেন হবু বর! ক্ষেপে গিয়ে বরের গালে চড় মারতে দেখা গেল কনেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২২ ২১:২৮
Share:

বর-কনের মারামারি! ছবি: সংগৃহীত।

অনেকের কাছে বিবাহের দিন মানে প্রিয়জনকে আনুষ্ঠানিক ভাবে কাছে পাওয়া। কিন্তু গোল বাধলে সেই বিবাহবাসরই হয়ে যেতে পারে কুরুক্ষেত্র। সাম্প্রতিক এক ভিডিয়ো অন্তত তেমন কথাই বলছে।

Advertisement

ভিডিয়োয় দেখা যাচ্ছে, পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন বর-কনে। বরের পরনে ঘিয়ে রঙা শেরওয়ানি আর হবু স্ত্রীর পরনে লাল শাড়ি। প্রথমে বরের মুখে লাড্ডু গুঁজে দেওয়ার চেষ্টা করেন কনে। দৃশ্যত তাতে বিরক্ত হন বর। এর পর তিনি নিজেই জোর করে লাড্ডু খাওয়ানোর চেষ্টা করেন কনেকে। মুখে চেপে ধরেন লাড্ডু। আর তাতেই রেগে যান কনে। সপাটে চড় কষান বরের গালে। নেটমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে ভিডিয়োটি। তবে জানা যায়নি বর-কনের পরিচয়। দেখুন তাঁদের কাণ্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement