সারমেয়র বাড়ি কেমন হবে? ছবি: সংগৃহীত।
ছোট ফ্ল্যাটের দু’কামরার ঘরেই সংসার। বাড়ির সদস্যদের একজন আবার চারপেয়ে। প্রয়োজনীয় আসবাব রাখার পরেই চলাফেরার জায়গা হয় না, সেখানে আদরের ‘কুট্টুস’-এর আলাদা ঘর বা ‘বাড়ি’ হবে কী ভাবে?
স্থানাভাবে পোষ্য নিয়ে নাজেহাল হন অনেকেই। প্রশস্ত ঘর, উঠোন এখন অতীত। বরং শহর থেকে শহরতলিতে দু’কামরা, বড় জোর তিন কামরার ঘরেই দিনযাপন করে বহু পরিবার। সেই ফ্ল্যাটেই যদি চারপেয়ে সদস্যও থাকে, তখন তার ঘর, বিছানা কোথায় থাকবে, তা নিয়ে ভাবতে হয় বইকি! তবে এই ভাবনারও সমাধান হতে পারে সহজ উপায়ে। আর তা করতে পারে টেবিল। ভাবছেন, কী ভাবে?
বই রাখার টেবিলের নীচে
টেবিলের নীচেই হোক পোষ্যর ঘর। ছবি: সংগৃহীত।
কুট্টুসের সঙ্গে বাড়ির ছোট্ট সদস্যের বড্ড ভাব। খুদের বই রাখার টেবিলেরও নীচের অংশও হতে পারে সারমেয়র ঘর। এমন টেবিল কিন্তু অনলাইনে খোঁজ করলেই পেতে পারেন। চাইলে বানিয়েও নিতে পারেন। পোষ্যের আকার অনুযায়ী টেবিল হবে। টেবিলের নীচের অংশ সুন্দর করে ঘিরে ভিতরে বিছানা দিয়ে দিন। তবে হ্যাঁ, হাওয়া চলাচলের জন্য কৌশলে জানলা করতে হবে। না হলে নীচের অংশটি জাল দিয়েও ঘিরে দিতে পারেন।
সাইড টেবিলও হতে পারে পোষ্যের ঘর
এই ভাবেও পোষ্যের ঘর বানানো যায়। ছবি:সংগৃহীত।
বসার ঘর বা শোয়ার ঘরের সাইড টেবিলের নীচের অংশও পোষ্যের ঘর হতে পারে। টেবিলের উপরে এমন জিনিস রাখুন যা ভঙ্গুর নয় বা পোষ্যের জন্য ক্ষতিকর নয়। ভিতরের অংশে সারমেয়র ব্যবহারের উপযোগী গদি লাগিয়ে দিন। ছোট আকারের কুকুরের জন্য এটি কিন্তু ভাল উপায়। অনলাইনেই এমন জিনিস কিনতে পাওয়া যায়।
পোষ্যের ঘরই হোক টেবিল
বড়সড় সারমেয়র জন্য এমন ঘরও ভাল। ছবি:সংগৃহীত।
ল্যাব্রাডরের মতো সারমেয় আছে বাড়িতে। ল্যাব্রাডর কিন্তু যথেষ্ট লম্বাচওড়া হয়। তার জন্য একটু বড় আকারের ঘর লাগবে। কাঠ এবং ধাতুর ব্যবহারে তৈরি পোষ্যের জন্য এমন টেবিল কিনতে পাওয়া যায়, আবার তা বানিয়ে নেওয়া যায়। জিনিসটি দেখলে মনে হবে বেশ বড় আকারের টেবিল। ধাতব রড দেওয়া জানলা এবং দরজাও থাকবে এতে। তবে খেয়াল রাখা প্রয়োজন, টেবিল-ঘর তৈরির সরঞ্জাম যেন পোষ্য-বান্ধব হয়। যে ল্যামিনেট বা রং ব্যবহার করা হবে, তা যেন কুকুরের জন্য বিষাক্ত না হয়, খেয়াল রাখতে হবে।
কর্নার টেবিল
এই ভাবেও পোষ্যের ঘর বানানো যায়। ছবি: সংগৃহীত।
বাড়ি বা ঘরের কোণটিও কাজে লাগাতে পারেন পোষ্যের ঘর তৈরির জন্য। একই সঙ্গে সেটি হয়ে উঠতে পারে কর্নার টেবিল। ছোট থেকে মাঝারি আকৃতির পোষ্যের জন্যই এটি উপযুক্ত। তবে খেয়াল রাখা দরকার। ঘেরা চৌহদ্দির মধ্যে যেন সারমেয়র কোনও রকম অস্বস্তি না হয়। সেখানে যেন পোষ্য ঠিক ভাবে ঢুকতে, বেরোতে এবং থাকতে পারে।