First Date Safety Tips

নতুন মানুষের সঙ্গে প্রথম বার দেখা করতে যাচ্ছেন? চোখ বন্ধ করে ভরসা নয়, ৫ নিয়মই আপনার সুরক্ষাকবচ!

নতুন মানুষের সঙ্গে প্রথম বার দেখা করতে যাচ্ছেন? আপনার অভিজ্ঞতা সুখকর হবে না কি না, তা আপনার হাতে নেই। কিন্তু অচেনা মানুষের সামনে নিজেকে সুরক্ষিত রাখাটা আপনার হাতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ২০:১৩
Share:

প্রথম বার ডেট-এ যাচ্ছেন? ছবি: সংগৃহীত।

প্রথম বার চোখে চোখ রাখা, প্রথম বার ভাগ করে খাবার খাওয়া, প্রথম বার সামনাসামনি হাসতে দেখা, অচেনা মানুষটিকে প্রথম বার চেনার চেষ্টা করা— প্রথম বার দেখা করা বা ডেটের প্রথম দিনটি এমনই সুন্দর হতে পারে। আবার একই সঙ্গে এই সমস্ত মুহূর্তই হয়ে উঠতে পারে ভয়াবহ। আপনার অভিজ্ঞতা সুখকর হবে কি না, তা আপনার হাতে নেই। কিন্তু অচেনা মানুষের সামনে নিজেকে সুরক্ষিত রাখাটা আপনার হাতে রয়েছে। রসায়ন যতটা গুরুত্বপূর্ণ, নিজের সুরক্ষাও ঠিক ততটাই জরুরি। তাই আগে থেকেই কয়েকটি পদক্ষেপ করতে হবে। নিজের নিরাপত্তা নিশ্চিত করার পর খোলা মনে আড্ডাও দিতে পারবেন নতুন মানুষটির সঙ্গে।

Advertisement

নিজেকে নিরাপদ রাখতে পাঁচটি কৌশল মেনে চলুন

নিরিবিলি নয়, ভিড়ে দেখা করুন

Advertisement

প্রথম বার অচেনা মানুষের সঙ্গে দেখা করবেন। তাঁর মানসিকতা সম্পর্কে সম্পূর্ণ ধারণা আপনার নেই। চেনার জন্য খানিক সময় দেওয়া উচিত। আর প্রথম ডেটে সেটি সম্ভব নয়। যদি তিনি বিপজ্জনক মানুষ হন, তা হলে নিরিবিলি জায়গায় দেখা করা উচিত নয়। দেখা হোক এমন জায়গায়, যেখানে আশপাশে মানুষ রয়েছে— রেস্তরাঁ, কফিশপ বা বড় পার্ক অথবা রাস্তায়। যাতে বিপদে পড়লে সহজেই সাহায্য পেতে পারেন।

নিজের অবস্থান সম্পর্কে অবগত করুন

বন্ধু বা পরিবারের কাউকে সব কিছু জানিয়ে যাওয়া উচিত। কোথায় যাচ্ছেন, কার সঙ্গে দেখা হচ্ছে আর কখন ফিরবেন। চাইলে মোবাইলে লোকেশনও শেয়ার করে রাখতে পারেন। এতে নিশ্চিন্তে সময় কাটাতে পারবেন।

নিজে যাতায়াত করুন

যাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, তিনি কি আপনাকে বাড়ি থেকে তুলবেন আবার পৌঁছেও দেবেন? প্রথম দিনই এতটা বিশ্বাস করে ফেলা উচিত নয়। ধরা যাক, তার আগে বেশ কিছু দিন একে অপরের সঙ্গে কথা বলেছেন ফোনে। কিন্তু ততটুকু পরিচয় যথেষ্ট নয়। নিজের গাড়ি বা অ্যাপ ক্যাবে যাতায়াত করুন। নিজে যাতায়াত করলে নিয়ন্ত্রণ থাকবে আপনারই হাতে। জোর করে আপনাকে কোথাও নিয়ে যেতে পারবে না কেউ।

খাবার বা পানীয়ের দিকে নজর রাখুন

যা খাবেন বা পান করবেন, তা নিজের চোখের সামনে রাখবেন। নিজেই অর্ডার করবেন, দরকারে নিজে হাতে কাউন্টার থেকে নিয়ে আসবেন। অচেনা ব্যক্তির হাতে দেওয়া কিছু নেবেন না। অ্যালকোহল থাকলে সতর্ক থাকুন, কেউ যেন কিছু মিশিয়ে না দিতে পারেন।

খাবার বা পানীয়ের দিকে নজর রাখুন। ছবি: সংগৃহীত।

সন্দেহের উদ্রেক হলে বেরিয়ে পড়ুন

নতুন মানুষটির কোনও কথা বা আচরণে অস্বস্তি তৈরি হলে দেরি না করে বেরিয়ে পড়ুন। নিজের নিরাপত্তা সবার আগে।

প্রথম ডেট মানে নতুন পথচলার স্বপ্ন। কিন্তু নিজের নিরাপত্তা যেন অবহেলিত না হয়। ছোট ছোট পন্থায় সাবধানতা অবলম্বন করলেই খারাপ অভিজ্ঞতার সম্ভাবনা কমবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement