dental care

ব্রেন স্ট্রোক রুখতে চান? বিশেষ যত্ন নিন দাঁতের

এ বার ব্রেন স্ট্রোক রুখতে যাবতীয় নিয়ম মেনে চলার সঙ্গে দাঁতের যত্ন নেওয়ার কথাও জানাচ্ছেন গবেষকরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৯ ১১:৪১
Share:

মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মৃত্যু ঘনাতে পারে যে কোনও সময়। ছবি: শাটারস্টক।

ব্রেন স্ট্রোক রুখে দিতে যত্ন নিতে হবে দাঁতের! এমনটাই দাবি বিজ্ঞানীদের।

Advertisement

সাধারণত, অনিয়ন্ত্রিত জীবনযাপন, মানসিক উদ্বেগ, রক্তচাপের অসুখ থাকলে ব্রেনস্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায় অনেকটাই। মস্তিষ্কের স্বাভাবিক রক্ত সঞ্চালন কোনও ভাবে বাধাপ্রাপ্ত হলেই ব্রেন স্ট্রোকের শিকার হই আমরা। ব্রেন স্ট্রোক রুখতে কিছু প্রয়োজনীয় স্বাস্থ্যকর অভ্যাসের শরণ নিতে পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা।

তবে এ বার যাবতীয় নিয়ম মেনে চলার সঙ্গে দাঁতের যত্ন নেওয়ার কথাও জানাচ্ছেন গবেষকরা। জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এর আগেও দাঁত অপরিষ্কার রাখার সঙ্গে স্ট্রোকের সম্পর্ক ব্যাখ্যা করেছিলেন। ৫০-৬০ বছর বয়সী ব্রেন স্ট্রোকে আক্রান্ত ৩৫৮ জনের উপর পরীক্ষা চালিয়েছিলেন তাঁরা। তাতে দেখা যায়, এঁদের মধ্যে অধিকাংশই দাঁতের সমস্যায় ভুগছেন।

Advertisement

আরও পড়ুন: ওষুধ ছাড়াই টনসিলের ব্যথাকে জব্দ করুন এ সব উপায়ে

অপরিষ্কার দাঁত থেকে হৃদরোগের আশঙ্কাও বহু গুণ বেড়ে যায়।

এ বার ফের তেমনই যুক্তির কথা শোনালেন মার্কিন যুক্তরাষ্ট্রের ‘হার্ভার্ড মেডিকেল স্কুল’-এর অধ্যাপকরাও। বিজ্ঞানীদের দাবি, মাথার সঙ্গে দাঁতের শিরা-উপশিরার যোগ রয়েছে। অপরিষ্কার দাঁতের ফাঁকে জন্ম নেওয়া ক্ষতিকারক ব্যাকটিরিয়া মস্তিষ্কের শিরায় রক্ত সঞ্চালনে বাধা দেয়। আর এতেই ব্রেন স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায় কয়েক গুণ। রক্ত সঞ্চালন ঠিক ভাবে না হওয়ার কারণে মস্তিষ্কে রক্তক্ষরণের মতো অসুখ ধেয়ে আসে।

আরও পড়ুন: সারা ক্ষণ এক জায়গায় বসে কম্পিউটারে কাজ? হাড় ও স্নায়ুর ক্ষতি এড়াবেন কী ভাবে

গবেষণায় নেতৃত্ব দেওয়া হার্ভার্ড মেডিকেল স্কুলের বিজ্ঞানী রবার্ট এইচ স্মার্লিংয়ের কথায়, কেবল স্ট্রোক নয়, অপরিষ্কার দাঁত থেকে হৃদরোগের আশঙ্কাও বহু গুণ বেড়ে যায়। প্রায় ৬৫ হাজার হৃদরোগীদের পর্যবেক্ষণের পর হার্ভার্ড মেডিকেল স্কুলের বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন।

সুতরাং মারণ অসুখ ব্রেন স্ট্রোক ঠেকাতে নিয়মিত দাঁতেরও যত্ন নিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন