Summer Recipes

গরমে শরীর ঠান্ডা রাখতে কী রান্না করবেন? রইল এমন দুই রেসিপি

খাবার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা ভাল। কিন্তু স্বাস্থ্যের কথা মাথায় রেখেও রান্না করতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২১ ১৩:৫৬
Share:

আম ডাল। ছবি: শাটারস্টক

গরমকালে শরীরের নানা সমস্যা। কিন্তু সেগুলোর হাত থেকে মুক্তি পাওয়ার উপায় রয়েছে আমাদের বাঙালির হেঁসেলেই। এক সময় নিয়ম করে রোজকার রান্নার পদ বদলাত মরসুমি শাক-সব্জি অনুযায়ী। কিন্তু এখন অনেকেই ঝুঁকছেন বিদেশী রান্নার দিকে। খাবার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা ভাল। কিন্তু স্বাস্থ্যের কথা মাথায় রেখেও রান্না করতে হবে। তার জন্য কিন্তু স্থানীয় এলাকায় যে মরসুমী ফল-সব্জি পাওয়া যাচ্ছে, সেগুলো দিয়েই রান্না করা ভাল।

Advertisement

বাঙালি রান্নায় এমন অনেক পদ আছে যেগুলো গরমে শরীর ঠান্ডা রাখে। সেগুলো তৈরি হয় মরসুমী ফল-সব্জি দিয়েই। রইল তেমনই দুই রেসিপি।

আম-ডাল
কাঁচা আম এখন বাজারে সহজলভ্য। টক খেলে গায়ে রোদ লাগে না, এমন কথা মা-ঠাকুমারা বলতেন। কথাটা ভুল নয়। শরীর ঠান্ডা করতে সাহায্য করে কাঁচা আম। তাই কী ভাবে বানাবেন আম-ডাল, জেনে নিন।

Advertisement

উপকরণ
১/২ কাপ মুগ বা মসুর ডাল
১টা ছোট সাইজের কাঁচা আম
১/৪ কাপ পেঁয়াজকুঁচি
২ টেবিল চামচ মিহি করা আদাকুঁচি
২ টেবিল চামচ মিহি করা রসুনকুঁচি
১/৪ চাচামচ হলুদগুঁড়ো
২ টেবিল চামচ সর্ষের তেল
১/৪ চা চামচ গোটা জিরে
৬ কাপ জল
নুন আন্দাজমতো


প্রণালী
ভাল করে জল দিয়ে ডাল ধুয়ে নিন। ৩-৪ বার ধুলে ভাল।
এবার একটি পাত্রে ১ টেবিল চামচ করে আদাকুঁচি, রসুনকুঁচি এবং পুরো পেঁয়াজকুঁচি দিয়ে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিন।
ডাল সেদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে একটু ঘুটুনি দিয়ে ডালটা ভাল করে ঘুটে নেবেন। এবার আমটা টুকরো করে কেটে ডালের মধ্যে দিন। সঙ্গে দিন নুন। পরিমাণমতো গরম জল দিয়ে গ্যাস আবার চালু করুন।
এবার অল্প আঁচে ডাল জ্বাল দিতে হবে। ঘন হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন।
অন্য একটি পাত্রে তেল গরম করে জিরে ফোঁড়ন দিন। তাতে বাকি আদা-রসুনকুঁচিটা দিয়ে ভেজে নিন। তারপর তাড়াতাড়ি ডালটা এই পাত্রে ঢেলে নিন। গরমকালের জন্য ডাল একটু পাতলা রাখাই ভাল। তাই যদি মনে হয়ে খুব ঘন হয়ে আসছে, তাহলে ডালে আরেকটু জল মিশিয়ে নিন।
গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

বেগুন, বড়ি দিয়ে মাছের ঝোল।

আলু, বেগুন আর বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল
গরমে পাতলা মাছের ঝোল খেতেই সবচেয়ে আরাম লাগে। সামান্য পেটের সমস্যা হলেও এই রেসিপি দারুণ উপকারী

উপকরণ
৪টে কাতলা মাছের পেটি
৪টে লম্বা করে কাটা আলু
২টা লম্বা করে কাটা বেগুন
১০-১২টা কলাই ডালের বড়ি
৪টে টমেটোবাটা
২ চাচামচ আদাবাটা
২টো পেঁয়াজবাটা
৮টা কাঁচালঙ্কা
২ চাচামচ গোটা জিরে
৩ চাচামচ ধনেগুঁড়ো
১/২ চাচামচ দারুচিনিগুঁড়ো
১ চাচামচ কাশ্মীরী লঙ্কাগুঁড়ো
৫ টেবিল চামচ সর্ষের তেল
১ চাচামচ হলুদগুঁড়ো
নুন আন্দাজমতো

প্রণালী
একটি পাত্রে তেল গরম করুন। গরম হয়ে গেলে বড়ি, আলু এবং বেগুন আলাদা আলাদা করে সামান্য ভেজে তুলে সরিয়ে রাখুন।
একই পাত্রে আরেকটু তেল গরম করে নিয়ে মাছের পেটিগুলো দু’পিটই লালচে করে ভেজে তুলে রাখুন।
একই পাত্রে জিরে ফোঁড়ন দিয়ে বাকি গুঁড়োমশলাগুলো দিয়ে দিন। তারপর টমেটোবাটা আর পেঁয়াজবাটা দিয়ে ভাল করে নাড়তে থাকুন। কিছুক্ষণ কষিয়ে নিলে দেখবেন তেল ছাড়ছে।
এরপর কাটা সব্জি আর বড়ি দিয়ে কষানো মশলা মিশিয়ে দিন ভাল করে। পাত্রে পরিমাণমতো গরম জল ঢেলে ৫ থেকে ৭ মিনিট অল্প আঁচে ফুটতে দিন। এই সময় কড়াই ঢেকে রাখুন।
এরপর মাছগুলো দিয়ে দিন। কাঁচা লঙ্কাগুলো চিরে উপর থেকে ফেলে আরও কিছুক্ষণ ফুটতে দিন। পরিবেশনের জন্য ধনেপাতাকুঁচি ছড়িয়ে দিতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন