ভারতে এল ইউএম-এর নতুন রেনেগেড কম্যান্ডো ক্রুজার।
ক্লাসিক ও মোজাভি— এই দু’টি মডেলে পাওয়া যাবে বাইকটি।
ভারতের বাজারে ক্লাসিকের দাম প্রায় ১.৮৯ লক্ষ এবং মোজাভির দাম প্রায় ১.৮০ লক্ষ।
আমেরিকার মোজাভি মরুভূমির নাম অনুসারে বাইকটির এমন নাম রাখা হয়েছে। বাইকের রং এবং ডিজাইনের সঙ্গেও মিল রয়েছে মরুভূমির।
২৭৯ সিসি-র ইঞ্জিন রয়েছে এই বাইকে। দু’টি বাইকের ইঞ্জিনেই রয়েছে ৬-স্পিড ট্রান্সমিশন বক্স।
অত্যন্ত শক্তিশালী এর ইঞ্জিন ৭ হাজার আরপিএম-এ ২৩ এনএম টর্ক উৎপাদন করতে পারে। খুব দ্রুত গতি বাড়াতে সক্ষম এর ইঞ্জিন।
সংস্থার তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই বাইকের প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। এ মাসের মধ্যে শুরু হবে ডেলিভারিও।
উত্তরাখণ্ডের কাশীপুরে তৈরি হয়েছে এই বাইক তৈরির কারখানা। দেশের ৬০টি শহরে খোলা হয়েছে শো-রুমও।