হার্ট শেপের স্টাফ টয়। পেয়ে যাবেন ৫০-১০০ টাকার মধ্যে।
ফটোফ্রেম। বাজেট সেই ১০০। নিজেদের ছবি বা হাতে লেখা কোনও মেসেজ রাখতে পারেন এতে।
ফুল উপহারের তালিকায় সবসময়ই প্রথম সারিতে থাকে। পকেট বুঝে সিদ্ধান্ত নিন কটা গোলাপ কিনবেন।
বোতলবন্দি করুন আপনার ভালবাসার বার্তা। খরচ পড়বে ৮০ টাকার আশেপাশে।
স্মার্ট চাবির রিং উপহার দিতে পারেন। খরচ পড়বে ৫০ টাকার মতো। তাতে পছন্দ মতে প্রিয়জনের নাম বা ছবিও খোদাই করে দিতে পারেন। তাতে অবশ্য বাজেট কিছুটা বাড়বে।
ছিমছাম বাঁশের ট্রে দিতে পারেন প্রিয় মানুষকে। ১০০ টাকা বাজেট রাখলেই কিনতে পারবেন।
এই বাজেটেই কিনে দিন বান্ধবীর পছন্দের কস্টিউম জুয়েলারি।
ভ্যালেন্টাইনস্ ডে-র আদর্শ গিফট বেলুন। দাম শুরু মাত্র ১০ টাকা থেকে।