Earphone

Earphones: দু’দিন ব্যবহার করেই ইয়ারফোনের সাদা তার নোংরা? পরিষ্কার করবেন কী ভাবে?

স্পিরিট বা অ্যালকোহল জাতীয় কোনও কিছু দিয়ে এই তার পরিষ্কার করবেন না। সেগুলি রবারের সঙ্গে বিক্রিয়া করে তার গলিয়ে দিতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ জুলাই ২০২১ ০৯:৩৮
Share:

সাদা ইয়ারফোন নোংরা হলেই অস্বস্তি! ছবি: সংগৃহীত

সাদা ইয়ারফোন নিয়ে জেরবার হন অনেকেই। কারণ অল্প দিন যেতে না যেতেই নোংরা হয়ে যায় এই ইয়ারফোন। কালচে ইয়ারফোন বা কালচে তার অন্যের সামনে ব্যবহার করতে সংকোচ হয়। আবার পরিষ্কার করতে গেলেও ভয়, বিগড়ে না যায়!

Advertisement

শুধু ইয়ারফোন বা ইয়ারপডই নয়, অনেকের ফোনের চার্জারের তারও সাদা। তা নিয়েও একই রকমের অস্বস্তি।

সবচেয়ে বড় প্রশ্ন এগুলি পরিষ্কার হবে কী দিয়ে? শুধু জল, নাকি সাবান, নাকি অন্য কিছু?

Advertisement

সাদা ইয়ারফোন বা চার্জারের তার পরিষ্কার করার উপায় রইল এখানে।

• সাদা রবারের ইয়ারফোন বা চার্জারের তার পরিষ্কার করার সবচেয়ে ভাল উপাদান হল, বাসন ধোওয়ার তরল সাবান।

• এই তরল সাবান জলে মিশিয়ে নিন। যাতে অল্প ফেনা হয়, সেই পরিমাণে মেশান।

• জলের পরিমাণ বেশি হলে কাজ হবে না।

• আবার সাবানের পরিমাণ বেশি হলে তারের গায়ে সাবানের ছোপ থেকে যাবে।

• এ বার ওই মিশ্রণে নরম কাপড় ভিজিয়ে নিন। সেই কাপড় দিয়ে মুছে পরিষ্কার করুন সাদা তার।

• খেয়াল রাখবেন, ইয়ারফোন বা চার্জারের তারের খোলা প্রান্তে যেন জল না লাগে। কাপড় দিয়ে মাঝখানটাই পরিষ্কার করুন।

সাদা তার হবে আগের মতো ঝকঝকে।

• ইয়ারফোন বা চার্জারের তারটিকে জলে ডোবাবেন না। বা কলের তলায় ধরবেন না। তাতে ভিতরে জল ঢুকে যন্ত্রটি নষ্ট হতে পারে।

• স্পিরিট বা অ্যালকোহল জাতীয় কোনও কিছু দিয়ে এই তার পরিষ্কার করবেন না। সেগুলি রবারের সঙ্গে বিক্রিয়া করে তার গলিয়ে দিতে পারে।

• ইয়ারফোনের স্পিকার দু’টির বাইরেও ময়লা জমতে পারে, সেই অংশ এ ভাবে পরিষ্কার করা যাবে না। তার জন্য দাঁত মাজার শুকনো ব্রাশ ব্যবহার করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন