‘সেফ ড্রাইভ সেভ লাইফ’-এর বার্তা দিতে জায়গায় জায়গায় নানা কর্মসূচি হচ্ছে। দুর্ঘটনাও আকছার হচ্ছে। এ বার বাজারে এল এমন হেলমেট যা দুর্ঘটনার কবলে পড়লে আরোহীকে শুধু প্রাথমিক ভাবে রক্ষা করবে না, অ্যাম্বুল্যান্সও ডেকে দিতে পারে। জেনে নেওয়া যাক খুঁটিনাটি।
‘সেফ ড্রাইভ সেভ লাইফ’-এর বার্তা দিতে জায়গায় জায়গায় নানা কর্মসূচি হচ্ছে। দুর্ঘটনাও আকছার হচ্ছে। এ বার বাজারে এল এমন হেলমেট যা দুর্ঘটনার কবলে পড়লে আরোহীকে শুধু প্রাথমিক ভাবে রক্ষা করবে না, অ্যাম্বুল্যান্সও ডেকে দিতে পারে। জেনে নেওয়া যাক খুঁটিনাটি।
হেলমেটটি তৈরি পাকিস্তানে। তবে, ভারতীয় বাজারেও মিলবে এই হেলমেট। পোশাকি নাম হেলি।
দেখতে বাজারি আর পাঁচটা হেলমেটের মতো হলেও এতে রয়েছে স্পিকার, মাইক্রোফোন, ব্লুটুথ রিসিভার, জিপিএস ট্র্যাকার এবং একটি হার্ট রেট মনিটর।
ব্লুটুথ রিসিভার থাকায়, এই হেলমেট পরে থাকলে ফোন এলে কানে আর মোবাইল ধরার প্রয়োজন নেই। জিপিএস ট্র্যাকার থাকায় রাস্তা হারিয়ে ফেলার সমস্যাতেও পড়তে হবে না চালককে।
আরোহী দুর্ঘটনায় পড়লে হেলির এসওএস মোডের মাধ্যমে সরাসরি ফোন চলে যাবে তাঁর পরিবার এবং অ্যাম্বুল্যান্সের কাছে।
২০১৩ সালে এমনই এক স্মার্ট হেলমেট বাজারে এসেছিল। তবে তার মূল্য ছিল এক হাজার ডলার। কিন্তু, এখন মাত্র তিন সাড়ে তিন হাজার টাকায় হেলির এই হেলমেট পেয়ে যাবেন বাইকাররা।