Colleagues

Work: কর্মক্ষেত্রে নজর কাড়বেন কী ভাবে? জেনে নিন কয়েকটি উপায়

কয়েকটি চিরাচরিত উপায় রয়েছে। শু‌ধু কর্মক্ষেত্রে কেন, যে কোনও জায়গায় নজর কাড়তে সাহায্য করবে আপনাকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ জুলাই ২০২১ ২১:২৪
Share:

প্রতীকী ছবি।

মন দিয়ে কাজ করলে সকলে পছন্দ করবেন। ঠিক খেয়াল করবেন আপনার গুণ। এ কথা ভেবে চলতে ভাল লাগে। তবে তা যে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় নয়, তাও সকলেরই জানা। প্রত্যেকেই চান নিজেকে কাজের জায়গায় যোগ্য এবং বুদ্ধিমান প্রমাণ করতে। আবার সহকর্মীদের কাছে গ্রহণযোগ্যও হয়ে উঠতে চান বেশির ভাগে।

Advertisement

কিন্তু কাজ ছাড়া আর কোথায় মন দিতে হবে নিজের দিকে সকলের নজর কাড়তে? যাতে কর্মক্ষেত্রে অধিকাংশের মনেই জায়গা করে নিতে পারেন?

প্রতীকী ছবি।

কয়েকটি চিরাচরিত উপায় রয়েছে। শু‌ধু কর্মক্ষেত্রে কেন, যে কোনও জায়গায় নজর কাড়তে সাহায্য করবে আপনাকে।

Advertisement

১) উদ্যোগী হতে হবে। যে খোলা মনে সব কাজে এগিয়ে আসে, তাকে চারপাশের মানুষ খেয়াল করতে বাধ্য।

২) সকলের সঙ্গে মিলেমিশে চলুন। কথা বলুন। যত মানুষের সঙ্গে মিশবেন, ততই চিনবেন আপনাকে সকলে। বাকিদেরও নজরে পড়বেন।

৩) কারও নামে নিন্দা করার আগে ভেবে দেখুন। যত অন্যের বিষয়ে খারাপ কথা বলবেন, ততই শত্রুও বাড়াবেন। তাতে নিজেরই ক্ষতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন