Remove Holi Color

দোলের পর খুব সহজেই রং তুলে ফেলতে চান? খেলার আগেই তবে প্রয়োগ করুন ছোট্ট টোটকা

আজকাল কিছু রং এমন রাসায়নিক দিয়ে তৈরি হয়, যা বেশি ক্ষণ ধরে থেকে গেলে আপনার ত্বকের ক্ষতি করতে পারে। তাই এ বার নিজেকে রাঙিয়ে তোলার আগেই কয়েকটি টোটকা প্রয়োগ করে দেখুন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১১:৪৫
Share:

রং মাখার আগের সতর্কতা। ছবি: পিক্সাবে।

পুরনো পোশাক বেরিয়ে পড়েছে আলমারি থেকে। আবির আর রংও প্রস্তুত। এ বার রঙিন হওয়ার পালা। কিন্তু রং মাখার আগে যদি সতর্কতা অবলম্বন না করেন, দোলের পরে সেই রং তুলতে মাথার ঘাম পায়ে ফেলতে হবে। এ দিকে কারও অফিস-কাছারি, কারও বা ক্যামেরার সামনে আসার কথা হয়ে রয়েছে। তা ছাড়া আজকাল কিছু রং এমন রাসায়নিক দিয়ে তৈরি হয়, যা বেশি ক্ষণ ধরে থেকে গেলে, আপনার ত্বকের ক্ষতি করতে পারে। তাই এ বার নিজেকে রাঙিয়ে তোলার আগেই কয়েকটি টোটকা প্রয়োগ করে দেখুন। দোল-পরবর্তী সময়ে রং তোলার কাজটি খুব কষ্টসাধ্য হবে না।

Advertisement

রং খেলা শুরু করার আগে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে

১. রং খেলা শুরুর আগে সারা শরীরে প্রচুর পরিমাণে ময়েশ্চারাইজ়ার বা নারকেল তেল মেখে রাখুন। এর ফলে আপনার ত্বক এবং রঙের মাঝখানে একটি আস্তরণ তৈরি হবে, যা পরে সহজে রং ধুয়ে ফেলতে সাহায্য করবে।

Advertisement

২. পুরনো এবং আরামদায়ক পোশাক বেছে নিন, যেগুলিতে দাগ পড়ে গেলে অসুবিধা নেই। হালকা রঙের পোশাকে রঙের দাগ সহজেই ধরা পড়ে। পুরোপুরি না হলেও অনেকখানি ধুয়ে ফেলা যাবে সেই রং।

৩. রঙিন পাউডার এবং কণা যাতে চোখে না প্রবেশ করে, তার জন্য রোদচশমা পরে নেবেন। এতে সূর্যের কড়া রোদ থেকেও মুক্তি পাবেন।

নিজেকে রাঙিয়ে তোলার আগেই কয়েকটি টোটকা প্রয়োগ করে দেখুন। ছবি: গেটি ইমেজেস।

রং খেলার পরে কী ভাবে মুছবেন? ধাপে ধাপে নির্দেশিকা দেওয়া হল

১. প্রথমে ত্বক এবং পোশাক থেকে যতটা সম্ভব শুকনো রঙের গুঁড়ো নরম তোয়ালে বা ব্রাশ দিয়ে মুছে ফেলুন। গায়ের জোরে ঘষে ঘষে রং তুলতে গেলে চারদিকে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। উপরন্তু ত্বকে জ্বালা হতে পারে।

২. রং দূর করার জন্য খেলার পরেও তেল মালিশ করুন গোটা শরীরে। এর ফলে রঙের কণাগুলি ভেঙে গিয়ে তেলের সঙ্গে মিশে উঠে যেতে পারে। তবে, মৃদু ভাবে সারা গায়ে তেল মাখতে হবে, গায়ের জোরে নয়। এর ফলে ত্বকের উপরের স্তর থেকে রংগুলি বেরিয়ে যাবে। এর পর সহজেই তুলে ফেলতে পারবেন রং। তেল আসলে এখানে দ্রাবক হিসেবে কাজ করবে।

৩. শরীরে তেল মালিশ করার পরে হালকা গরম জল দিয়ে স্নান করে নিন। এতে অধিকাংশ রংই উঠে যাবে শরীর থেকে।

রং খেলা শুরুর আগে সারা শরীরে প্রচুর পরিমাণে ময়েশ্চারাইজ়ার বা নারকেল তেল মেখে রাখুন। ছবি: গেটি ইমেজেস।

৪. স্নানের সময় ক্লিনজ়ার ব্যবহার করুন, যা আপনার ত্বক থেকে অতিরিক্ত রং শোষণ করতে পারে। ক্লে ক্লিনজ়ারগুলিতে প্রায়শই সূক্ষ্ম কণা থাকে, যা হালকা এক্সফোলিয়েশনে সাহায্য করে। সেই ক্লিনজ়ারটি আপনার ত্বকে মাখলে রঙের একগুঁয়ে কণাগুলি আলগা হয়ে আসবে। ফলে সহজেই রং তুলে ফেলা যাবে।

৫. স্নানের পর নরম তোয়ালে দিয়ে গা মুছে নিন। এ বার প্রয়োজন ত্বকের আর্দ্রতা। এ ছাড়া রঙের কারণে গায়ে যে জ্বালা তৈরি হয়েছে, তা-ও দূর করতে হবে। আর তাই এ বার দরকার ময়েশ্চারাইজ়ার। হাত এবং মুখের মতো শরীরের যে যে জায়গা শুষ্ক হয়ে গিয়েছে, সেখানে মেখে নিন।

৬. এর পরেও যদি জেদি রং উঠতে না চায়, তা হলে একটি নরম এক্সফোলিয়েটিং গ্লাভস ব্যবহার করে তা দূর করার চেষ্টা করতে পারেন। খুব বেশি জোরে ঘষবেন না, এতে ত্বকে জ্বালা হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement