Lifestyle News

মাত্র ১ লক্ষ টাকায় বালিতে সেরে আসতে পারেন হনিমুন

সম্প্রতি ইন্দোনেশিয়ার বালি আইল্যান্ডে নিজেদের সেকেন্ড হনিমুন সেরে এলেন বিপাশা বসু, কর্ণ সিং গ্রোভার। তাঁদের মতো অনেক সেলেবই এখন নিভৃতে কিছু দিন ছুটি কাটানোর জন্য বেছে নিচ্ছেন বালি। শুধু সেলেবরাই নন, এই তালিকায় রয়েছেন সাধারণ মানুষও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৬ ১৭:০৬
Share:

সম্প্রতি ইন্দোনেশিয়ার বালি আইল্যান্ডে নিজেদের সেকেন্ড হনিমুন সেরে এলেন বিপাশা বসু, কর্ণ সিং গ্রোভার। তাঁদের মতো অনেক সেলেবই এখন নিভৃতে কিছু দিন ছুটি কাটানোর জন্য বেছে নিচ্ছেন বালি। শুধু সেলেবরাই নন, এই তালিকায় রয়েছেন সাধারণ মানুষও। সদ্য বিবাহিত ভারতীয়দের কাছে হনিমুন ডেস্টিনেশন হিসেবে ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে বালি। চট করে কিছু দিন বিদেশে ছুটি কাটিয়ে আসার জায়গা হিসেবে ব্যাংকক, তাইল্যান্ডকে পিছনে ফেলে এগিয়ে আসছে বালি। কেন জানেন? কারণ, এই আইল্যান্ড শুধু অপূর্ব সুন্দরই নয়, আপনার বাজেটের মধ্যেও। দু’জনের জন্য মাত্র ১ লক্ষ টাকা খরচ করলেই এক সপ্তাহ কাটিয়ে আসতে পারেন বালিতে। জেনে নিন কোথায় কোথায় ঘুরবেন, কত খরচ হতে পারে।

Advertisement

আরও পড়ুন: বিশ্বের অন্যতম রোমাঞ্চকর কিছু রেস্তোরাঁ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement