Home Decor

বাড়ি থেকেই কাজ? মন ভাল রাখার জন্য টেবিলে যে গাছগুলি রাখতে পারেন

কাজের টেবিলে গাছ রাখলে মন শান্ত হয়। কাজেও বেশি মনোযোগ দেওয়া যায়। তাই টেবিলে গাছ সাজানোর চল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ মে ২০২১ ১৬:০৪
Share:

প্রতীকী ছবি। ছবি: সংগৃহিত

বাড়ি থেকে অনেককে কাজ করতে হচ্ছে এখন। তাই একটা আলাদা টেবিল চেয়ার করে নিয়েছেন প্রায় প্রত্যেকেই। কাজের জরুরি জিনিস ছাড়াও টেবিলে আরও কিছু জিনিস দিয়ে সাজিয়ে রাখতে পারেন। তাতে প্রত্যেক দিন সকালে কাজে বসতে উৎসাহ পাবেন। টেবিল সাজানোর এক অন্যতম উপায় গাছ। দেখতে সুন্দর, সবুজ রং দেখলে প্রাণ জুড়িয়ে যাবে, মন শান্ত হবে, কাজে মনোযোগ বেশি দিতে পারবেন।

Advertisement

কোন গাছ টেবিলে রাখার পক্ষে উপযুক্ত? ঘরের জানলা দিয়ে আপনার টেবিলে কতটা আলো আসে, তার উপর নির্ভর করবে সেটা। শুধু সৌন্দর্য চাই, নাকি বায়ু বিশোধক গাছ চাই, সেগুলো আগে ঠিক করে নিন।

যদি টেবিলে কম আলো আসে, তা হলে ব্যাম্বু প্ল্যান্ট, জি জি প্ল্যান্ট। স্নেক প্ল্যান্টের মতো গাছ রাখতে পারেন। তবে টেবিলে যদি আরেকটু বেশি আলো হয়, তা হলে মানি প্ল্যান্ট বা অন্য লতা বাহারী গাছও ভাল মানাবে।

Advertisement

বায়ু বিশোধক গাছ খুজলে স্পাইডার প্ল্যান্ট, জেড বা এরিকা পাম গাছ রাখতে পারেন। এগুলো দেখতেও দারুণ।

তবে যদি মনে হয় খুব বেশি যত্ন করতে পারবেন না, শুধু সৌন্দর্যের জন্য গাছ রাখতে চান তাহলে অ্যালো ভেরা বা অন্য কোনও ছোট ছোট সাক্যুলেন্ট লাগাতে পারেন। এগুলো অল্প জলে দিব্যি বড় হয়। এবং আপনার ইনস্টাগ্রামের ছবির জন্যেও আদর্শ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন