bizarre

Bizarre Fashion: চুল থেকে চশমা! উত্তর কোরিয়ার আম জনতার সাজে রয়েছে কিছু অদ্ভুত নিষেধাজ্ঞা, কেন জানেন

অন্য দেশে যে সব পোশাক, বেশির ভাগ মানুষ পরেন, তার অনেকগুলিই উত্তর কোরিয়ায় নিষিদ্ধ। কারণ এগুলি নাকি দেশের সংস্কৃতিকে দূষিত করছে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২১ ১২:৫২
Share:
০১ ১১

বহু দেশের রক্ষণশীল শাসনব্যবস্থায় অনেক পোশাক নিষিদ্ধ। কারণটা মোটামুটি একই। ওই পোশাকগুলি দেশের সংস্কৃতির পরিপন্থী। উত্তর কোরিয়াতেও অনেক ধরনের পোশাকই নিষিদ্ধ। যদিও তার সব ক’টির কারণ এক নয়।

০২ ১১

তবে শুধু পোশাক নয়, অনেক ধরনের সাজের কায়দাই উত্তর কোরিয়ায় নিষিদ্ধ। রইল সেই তালিকা।

Advertisement
০৩ ১১

নামজাদা কোম্পানির টিশার্ট: নামজাদা টিশার্ট প্রস্তুতকারী কোম্পানিগুলির অনেকগুলিই ইউরোপ এবং আমেরিকার। সেই সব কোম্পানির টিশার্ট বাদ। তবে দেশে তৈরি টিশার্ট পরা যেতে পারে।

০৪ ১১

আঁটো জিন্স: উত্তর কোরিয়ার শাসকের মতে, এটি দেশের সংস্কৃতির পরিপন্থী। একেবারেই পশ্চিমী সংস্কৃতির অঙ্গ এই ধরনের পোশাক। তাই উত্তর কোরিয়ার শাসক কিম জং এই ধরনের প্যান্ট নিষিদ্ধ ঘোষণা করেছেন।

০৫ ১১

অবিবাবিত মেয়েদের বড় চুল: বিয়ে হয়নি? তা হলে বড় চুল রাখা যাবে না। মেয়েদের জন্য এমন নিয়ম উত্তর কোরিয়ায়।

০৬ ১১

ফুটো করানো: নাক বা ঠোঁট ফুটো করানো একেবারে নিষিদ্ধ। খুব বেশি হলে কানে ফুটো করানো যেতে পারে। তাও একটির বেশি নয়।

০৭ ১১

ছেঁড়া জিন্স: আঁটো জিন্সের মতো নিষিদ্ধ ছেঁড়া জিন্স। কারণও সেই এক। এটি পশ্চিমের সংস্কৃতির অঙ্গ।

০৮ ১১

চুলে রং: ২৮ রকমের চুলের কায়দা বলা আছে দেশের নিয়মে। তার মধ্যে থেকেই পুরুষদের যে কোনও একটি বাছতে হয়। এর বাইরে নতুন কোনও রকমের কায়দায় চুল কাটা যায় না। রং তো মোটেই নয়।

০৯ ১১

চামড়ার ট্রেঞ্চ কোট: এই বিশেষ ধরনের কোট পরেন খোদ কিম জং নিজে। ফলে দেশের আরও কারও এই ধরনের কোট পরার অধিকার নেই।

১০ ১১

মাও জে দংয়ের মতো স্যুট: এই ধরনের স্যুটও কিম জং পরেন। তাই দেশের বাকি কারও এই স্যুট পরার অনুমতি নেই।

১১ ১১

চশমা: যে কোনও চশমার উপর নিষেধাজ্ঞা নেই বটে, তবে সেই চশমার সঙ্গে যেন কিম জংয়ের চশমার কোনও মিল না থাকে। বিশেষ করে রঙে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement