Reverse Shopping

পুনঃক্রয়ের প্রচারে দোকানের নামই উল্টে দিল ক্রীড়াসামগ্রী নির্মাতা সংস্থা, কী এই ‘রিভার্স শপিং’?

বৈদ্যুতিন সরঞ্জাম থেকে জুতো, পোশাক কিংবা ক্রীড়াসামগ্রী, বিভিন্ন সংস্থাই এখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ‘রিভার্স শপিং’ পরিষেবা দেওয়া শুরু করেছে গ্রাহকদের। রইল এই ব্যবস্থার খুঁটিনাটি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২২ ১৭:৩২
Share:

বিনিমিয়ের বিকিকিনি। ছবি: সংগৃহীত

পুরনো হয়ে গিয়েছে পছন্দের ব্যাগ কিংবা জুতো? ব্যবহার করার মতো ঝকঝকে নেই, আবার ফেলেও দিতে ইচ্ছা করছে না? উপায় হতে পারে ‘রিভার্স শপিং’ বা ‘পুনঃক্রয়’। বৈদ্যুতিন সরঞ্জাম থেকে জুতো, পোশাক কিংবা ক্রীড়াসামগ্রী, বিভিন্ন সংস্থাই এখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই পরিষেবা দেওয়া শুরু করেছে গ্রাহকদের।

Advertisement

কী এই বন্দোবস্ত?

যে যে সংস্থা এই বন্দোবস্ত রাখে, তাদের দোকানে গ্রাহকেরা বিভিন্ন পুরোনো জিনিসপত্র নিয়ে জমা করতে পারেন। সেই সংস্থা ওই জিনিসগুলি ফিরিয়ে নিয়ে তার বদলে টাকা দেয় গ্রাহককে। কিছু কিছু ক্ষেত্রে পুরাতন জিনিসের বদলে নতুন কোনও জিনিস কেনারও সুযোগ পান গ্রাহক। ফেরত আসা জিনিসপত্রগুলি মেরামত করে নতুনের মতো করে ফের বিক্রয়যোগ্য করে তোলে সংস্থা। কিছু ক্ষেত্রে আবার উপাদানগুলি থেকে কাঁচামাল সংগ্রহ করে তৈরি করে নতুন জিনিসও। নিজের জিনিস নতুন রূপে ফেরত পাওয়ার সুযোগও থাকে কোনও কোনও সংস্থায়।

Advertisement

কী কী সুবিধা?

রিভার্স শপিং বা পুনঃক্রয় পদ্ধতিতে জিনিসের অপচয় অনেক কম হয় বলে মত বিশেষজ্ঞদের। কমে আবর্জনার পরিমাণও। গোটা বিশ্বেই যেখানে আবর্জনা প্রক্রিয়াকরণ ও পরিবেশরক্ষার দিকে জোর দেওয়া হচ্ছে সেখানে এই ব্যবস্থা হতে পারে সাফল্যের চাবিকাঠি। তা ছাড়া খরচাপাতির দিক থেকেও বিষয়টি সাশ্রয়ী।

কতটা ভরসাযোগ্য এই ব্যবস্থা?

যে যে সংস্থা এই পদ্ধতিতে কেনাকাটা করছে, তার অনেকগুলিই সংস্কার করা জিনিসগুলির উপর ‘ওয়ারেন্টি’ বা ‘গ্যারান্টি’ দেয়। বিভিন্ন নামীদামি ব্র্যান্ডও ঝুঁকছে এই ব্যবস্থার দিকে। সম্প্রতি ক্রীড়াসামগ্রী নির্মাতা সংস্থা ‘ডেকাথলন’ এই বিষয়টির প্রচারে বেলজিয়ামের তিনটি শহরে বদলে ফেলেছে নিজেদের বিপণির নাম। ‘রিভার্স’ কেনাকাটার প্রচারে দোকানের নামই উল্টে দিয়েছে সংস্থাটি। ইভিয়ার, নামুর ও ঘেঁট শহরে সংস্থার নাম উল্টে রাখা হয়েছে ‘এনওএলএইচটিএসিইডি’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement