হোয়াট্সঅ্যাপ চ্যাটের গ্রুপ অ্যাডমিন হলে তার নাম ঠিক করাটাও আপনার দায়িত্ব। গ্রুপের কোনও খটোমটো নাম রাখবেন না।
অনুমতি না নিয়ে গ্রুপে বেশির ভাগের অপরিচিত কাউকে অ্যাড করবেন না।
আগে থেকে না জানিয়ে কোনও গ্রুপ থেকে সরে যাবেন না।
অনুমতি ছাড়া কখনও কোনও কথোপকথনের স্ক্রিন শট নেবেন না।
গ্রুপে কখনও অপ্রয়োজনীয় মেসেজ পাঠাবেন না। এতে অনেকে বিরক্ত হতে পারেন।
গ্রুপ চ্যাটে সংক্ষিপ্ত মেসেজ পাঠান। মনে রাখবেন, আপনার মতো গ্রুপের অন্যরাও ব্যস্ত মানুষ।
নিজের সুখ-দুঃখের কথা বা ব্যক্তিগত বিষয় গ্রুপে শেয়ার করবেন না।
গ্রুপের সদস্য হলে আলোচনায় অংশ নিন। মৌন সদস্য হয়ে থাকবেন না।