Whatsapp New Feature

হোয়াট্‌সঅ্যাপে নতুন ফিচার আসছে ‘ক্লোজ ফ্রেন্ডস’, কী চমক থাকবে তাতে?

হোয়াট্‌সঅ্যাপে বিশেষ মানুষকে কোনও বার্তা দিতে চান? আসছে নতুন ফিচার। আপনার বার্তা দেখলেই বোঝা যাবে, সেটি শুধু পছন্দের মানুষজনের জন্যই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৪
Share:

পছন্দের মানুষকে বার্তা দিতে নতুন ফিচার হোয়াট্‌সঅ্যাপে। ফাইল চিত্র।

গোপন কথাটি গোপনেই রবে। সাহায্য করবে হোয়াট্‌সঅ্যাপ। শুধু অন করতে হবে একটি ফিচার, তা হলেই আপনার বিশেষ বার্তা পৌঁছে যাবে বিশেষ মানুষের কাছে।

Advertisement

সম্প্রতি এক নতুন ফিচার নিয়ে আসার ঘোষণা করে দিয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্ম। ইনস্টাগ্রামের ‘ক্লোজ় ফ্রেন্ডস স্টোরিজ়’-এর মতো হোয়াট্‌সঅ্যাপেও আসছে ‘ক্লোজ় ফ্রেন্ডস’ ফিচার। নতুনত্ব কী থাকবে তাতে?

হোয়াট্‌সঅ্যাপ বিটার আইওএস ২৫.২৩.১০.৮০ ভার্সনে পরীক্ষামূলক ভাবে এই নতুন ফিচারটির সুবিধা-অসুবিধা দেখা হচ্ছে। ফিচারটির আসল উদ্দেশ্য হল গোপনীয়তা রক্ষা করা। হোয়াট্‌সঅ্যাপে যে স্টেটাস আপনি দেন তা চাইলে সকলের সঙ্গে শেয়ার না-ও করতে পারেন। সে ক্ষেত্রে ‘ক্লোজ় ফ্রেন্ডস’ ফিচার অন থাকলে, কেবলমাত্র আপনার পছন্দের বন্ধু বা ঘনিষ্ঠমহলে সেই স্টেটাস শেয়ার করা যাবে। অর্থাৎ, শুধুমাত্র আপনার বাছাই করা বন্ধুরাই সেই স্টেটাস দেখতে পাবেন, আর কেউ নয়।

Advertisement

সুবিধা কী কী হবে?

বর্তমানে হোয়াট্‌সঅ্যাপে স্টেটাস শেয়ার করার জন্য তিনটি অপশন আছে— 'মাই কনট্যাক্টস', 'মাই কনট্যাক্টস এক্সেপ্ট' এবং 'অনলি শেয়ার উইথ'। শেষের অপশনটিরই আরও উন্নত ভার্সন হল ‘ক্লোজ় ফ্রেন্ডস’। আপনি যদি চান খুব কাছের মানুষেরাই আপনার স্টেটাসটি দেখতে পাবেন, তা হলে কনট্যাক্ট লিস্ট থেকে তাঁদের একটা তালিকা বানিয়ে নিতে হবে। প্রতি বার স্টেটাস দেওয়ার সময়ে বা কিছু নির্দিষ্ট স্টেটাস পোস্ট করার সময়ে সেই তালিকাটি বেছে নিলেই হবে। শুধু তাঁরাই দেখতে পাবেন আপনার স্টেটাস।

এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা আরও ব্যক্তিগত কোনও কনটেন্টও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবেন।

ইনস্টাগ্রামের মতোই, 'ক্লোজ ফ্রেন্ডস'-এর সঙ্গে শেয়ার করা স্টেটাসের রং আলাদা হবে। তাতে আলাদা মার্কারও থাকবে। ফলে যাঁরা দেখতে পাবেন, তাঁরা বুঝবেন যে তাঁদের জন্যই বিশেষ বার্তা দিয়েছেন আপনি।

‘ক্লোজ় ফ্রেন্ডস’ তালিকা থেকে কাউকে বাদ দিলে, তিনি আর আপনার নতুন কোনও আপডেট দেখতে পাবেন না।

ফিচারটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। খুব তাড়াতাড়িই বিটা ভার্সনে চলে আসবে বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement