Meta AI Image Feature

মনের মতো ছবি বানিয়ে নিন হোয়াট্‌সঅ্যাপে, গুগ্‌ল হাতড়াতে হবে না, মেটা এনেছে নতুন ফিচার

মনের মতো ছবি পাওয়া যাবে মাত্র কয়েক সেকেন্ডে। বিষয়বস্তু লিখে ‘সেন্ড’ করে দিলেই হবে। মেটা এআই একেবারে আপনার পছন্দমতো ছবি এনে হাজির করবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ১৮:৩৯
Share:

হোয়াট্‌সঅ্যাপে কী ভাবে ছবি তৈরি করবেন? ছবি: ফ্রিপিক।

ছবি খুঁজতে আর গুগ্‌ল হাতড়াতে হবে না। হোয়াট্‌সঅ্যাপ খুললেই হবে। শুনতে অবাক লাগছে তো? এত দিন ছবি পাঠানোর জন্য হোয়াট্‌সঅ্যাপ ব্যবহার করতেন, এ বার ছবি বানাতেও এই মেসেজিং অ্যাপকে কাজে লাগাতে পারেন। মনের মতো ছবি পাওয়া যাবে মাত্র কয়েক সেকেন্ডে। বিষয়বস্তু লিখে ‘সেন্ড’ করে দিলেই হবে। মেটা এআই একেবারে আপনার পছন্দমতো ছবি এনে হাজির করবে।

Advertisement

নতুন ফিচার হোয়াট্‌সঅ্যাপে

এআই চ্যাটবটের নাম শুনেছেন? শুনলেও কি এই সব ‘কঠিন প্রযুক্তি’কে পাত্তা দেননি? এখন তো আপনার প্রিয় মেসেজিং অ্যাপের মধ্যেই এটি হাজির! মেটা এআই হোয়াট্‌সঅ্যাপে চালু হয়ে গিয়েছে অনেক দিন। যে কোনও প্রশ্নের উত্তর কয়েক সেকেন্ডে দিয়ে দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত এই চ্যাটবট। এমনকি আপনার সঙ্গে গল্পগাছাও করতে পারেন। যত দিন যাচ্ছে, ততই চ্যাটবটকে আরও উন্নত করে তুলছে মেটা। কেবল গল্প করা বা প্রশ্নের উত্তর দেওয়া নয়, যে কোনও সাহায্য পেতেই হাত বাড়িয়ে দিতে পারেন চ্যাটবটের দিকে। কোনও জায়গার ছবি খুঁজতে বা ছবি তৈরি করতেও সাহায্য করে পারে মেটা এআইয়ের চ্যাটবট। ‘এআই ইমেজ জেনারেশন’ ফিচার চলে এসেছে হোয়াট্‌সঅ্যাপে। ধরুন, আপনি মনে মনে কোনও প্রাকৃতিক দৃশ্য ভাবছেন। সেই দৃশ্যে কী কী থাকবে তা ভেবে লিখে ফেলুন চ্যাটে। কয়েক সেকেন্ডের মধ্যে ঠিক আপনার ভাবনার সঙ্গে মিলিয়েই একটি ছবি বানিয়ে হাজির করবে চ্যাটবট। যদি পছন্দ না হয়, তা হলে বিষবস্তু আরও স্পষ্ট ভাবে লিখে তাকে জানান। কোনও রকম বিরক্তি প্রকাশ না করেই, যত বার বলবেন ও যে ভাবে বলবেন, সে ভাবেই ছবি বানিয়ে দেবে চ্যাটবট।

Advertisement

কী ভাবে ছবি তৈরি হবে?

মেটা এআই থেকে ছবি পেতে হলে কয়েকটি কাজ করতে হবে।

১) মেটা আইয়ের চ্যাটবাক্স খুলে সেখানে ‘ইমাজিন’ লিখে তার পরে ছবির বিষয়বস্তু লিখুন।

২) ছবি ঠিক কেমন ভাবে তৈরি হবে তা ধাপে ধাপে লিখে পাঠিয়ে দিন।

৩) ইংরেজি, ফরাসি, হিন্দি, ইন্দোনেশীয়, পর্তুগিজ, স্প্যানিশ, তাই-সহ আরও অনেক ভাষাতেই লিখে পাঠাতে পারেন মেটা এআইকে।

৪) ছবির বিষয় লিখে ‘সেন্ড’ ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যেই ছবি তৈরি হয়ে চলে আসবে আপনার চ্যাটবাক্সে।

ছবি আপডেটের জন্য

এআই চ্যাটবটে আসা ছবিটিকে যদি অন্য ভাবে বানাতে চান, তা হলে ছবিতে ক্লিক করে মেনু অপশনে যান।

সেখানে ‘রিপ্লাই’ অপশনে গিয়ে ছবিটি আপডেট করার জন্য অনুরোধ করুন।

নতুন ছবি কেমন হবে তা লিখে পাঠিয়ে দিলে, সেই ছবিটিকে আবার আপনার পছন্দমতো বদলে নতুন করে পাঠাবে মেটা।

সমস্ত অ্যান্ড্রয়েড ফোনেই চলে এসেছে এই ফিচার। হোয়াট্‌সঅ্যাপ আপডেট করে নিলেই ব্যবহার করতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement