গত এক বছর ধরেই ওজন কমানোর জন্য ভারতীয়দের মধ্যে জিএম ডায়েট মেনে চলার হিড়িক পড়ে গিয়েছে। এই ডায়েটে যে এক সপ্তাহেই কমিয়ে ফেলা যায় ৩-৪ কেজি। এমন চটজলদি উপায়ে রোগা হওয়া গেলে তা হিড়িক তুলবে নাই বা কেন? মাত্র ১ সপ্তাহ মেনে চললেই কেল্লাফতে। আর তাতেই আরও বেশি সমস্যায় পড়ছেন ভারতীয়রা। কারণ এই জিএম ডায়েট যেমন অস্বাস্থ্যকর, তেমনই সুস্থ শরীররে অসুস্থ করে তুলতে এর জুড়ি মেলা ভার। তবে তার আগে জেনে নিতে হবে কী এই জিএম ডায়েট।