How to Fix Wi-Fi Problem

নতুন রাউটার কিনেও ওয়াই-ফাই এর সংযোগ ঠিক হচ্ছে না? কোন সাধারণ ভুলে এমন হতে পারে?

বাড়ির ওয়াই-ফাই সংযোগটি ঠিকমতো কাজ করছে না? রাউটার ভুল জায়গায় রাখার জন্যও সমস্যা হতে পারে। কোন সাধারণ ভুল এড়াবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১৯:৩৮
Share:

ওয়াই-ফাইয়ের সংযোগ মাঝেমধ্যেই দুর্বল হচ্ছে, কী ভাবে সমাধান করবেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।

স্মার্ট টিভি দেখাই হোক বা দৈনন্দিন অফিসের কাজ— বহু পেশাতেই ইন্টারনেট এখন জরুরি। সে জন্যই বাড়িতে ইন্টারনেটের সংযোগ নিয়েছেন, রাউটার বসিয়েছেন, যাতে বাড়ির যে কোনও প্রান্ত থেকেই ইন্টারনেটে কাজ করা যায়। সমস্যা হচ্ছে সেখানেই। ইন্টারনেট সংযোগ বাড়ির সর্বত্র সমান ভাবে পাওয়া যাচ্ছে না। অথচ পরিষেবা প্রদানকারী সংস্থা বলছে, তাদের দিকে কোনও ত্রুটি নেই। এই বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, অনেক সময় খুব সাধারণ ভুলেই এই ধরনের সমস্যা হতে পারে। সেটি হল রাউটার বসানোর ভুল।

Advertisement

আড়াল আছে কি?

রাউটার টেবিলে রাখলে বা দেওয়ালে ঝুলিয়ে দিলে ঘরের সৌন্দর্য নষ্ট হবে ভেবে সেটি কোনও টিভি ক্যাবিনেট, কাবার্ডে আড়ালে বা কম্পিউটার টেবিলের খোপে ভরে দিচ্ছেন? সমস্যা সেখানেও হতে পারে। রাউটার থেকে সিগন্যাল যাতে সর্বত্রই পৌঁছোয় সে জন্য সেটি উন্মুক্ত জায়গায় রাখা জরুরি। চারপাশ যত ফাঁকা থাকবে, রাউটারের সঙ্কেত ততই শক্তিশালী হবে।

Advertisement

চাপা দিতে গিয়ে বিপদ

খোলা জায়গায় রাউটার রাখলে ধুলো পড়ে বেশি, তাই অনেকে কাপড় বা কিছু চাপা দিয়ে রাখেন। এতে যন্ত্রটি দ্রুত গরম হয়ে যাবে, তার ফলে ইন্টারনেটে সংযোগে সমস্যা হতে পারে। তা ছাড়া, অনেকে টেবিলে রাউটারের পাশে কাগজপত্র, প্রয়োজনীয় নানা জিনিস রেখে দেন। এতে, বাতাস চলাচলে সমস্যা হলেও ইন্টারনেটের সংযোগ পেতে অসুবিধা হতে পারে। রাউটার উন্মুক্ত জায়গায় রাখুন, সেটি ঢাকা দেওয়ার চেষ্টা করা অনুচিত।

সমস্যা আর কোথায়

রাউটারের আশপাশে ধাতব ওয়ার্ড্রোব, আলমারি, বা বড় কোনও জিনিস, অ্যাকোয়ারিয়াম থাকলে সিগন্যাল সেখানে ধাক্কা খেয়ে ফিরে আসতে পারে। আয়না, ধাতব ক্যাবিনেট, আলমারি, ফ্রিজ এই ধরনের বড় জিনিসের থেকে দূরত্ব রেখেই রাউটার বসানো ভাল।

বৈদ্যুতিক য্ন্ত্র

মাইক্রোঅয়েভ অভেন, এয়ার ফ্রায়ারের মতো যন্ত্রের আশপাশে ওয়াই-ফাই থাকলেও সমস্যা দেখা দেয়। রান্নাঘর এবং আনুষঙ্গিক বৈদ্যুতিন সরঞ্জাম থেকে রাউটার দূর রাখাই ভাল।

আপডেট জরুরি

বিভিন্ন অ্যাপ যেমন নির্দিষ্ট সময় অন্তর আপডেট করতে হয়, তা রাউটারের ক্ষেত্রেও জরুরি। অনেক সময় পুরনো সফটওয়্যারের কারণে ইন্টারনেট সংযোগ ঠিকমতো আসে না বা গতি কমে যায়। তা ছাড়া সপ্তাহে একদিন করে বেশ কিছুক্ষণের জন্য রাউটার বন্ধ রাখা জরুরি। কোনও বাড়িতেই নিয়ম করে রাউটার বন্ধ হয় না, ফলে সেটি গরম হয়ে ওঠে। ইন্টারনেট সংযোগ আচমকা বিচ্ছিন্ন হলে অনেক সময়ই রাউটার কিছুক্ষণ বন্ধ করে তার পরে চালালে সমস্যার সমাধান হয়ে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement