জানেন কি ইচ্ছা থাকলেও কেন ছাড়তে পারছেন না ফেসবুক?

আজকাল ফেসবুকের নাম শুনলেই কি আপনার বিরক্তি লাগছে? মাঝেমাঝেই ভাবছেন এবার প্রোফাইলটা উড়িয়েই দেবেন? বিরক্তির চোটে বেশ কয়েকবার ডিঅ্যাক্টিভেটও করেছেন প্রোফাইল। কিন্তু, খুব জোর এক দিন সাতেক। তার পরেই বুক ধরফর, মন উচাটন, ছটফটে আঙুল টুকটুক করে সেই মুখপুস্তিকায় লগ ইনটা করেই ফেলে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৫ ১১:১৪
Share:

আজকাল ফেসবুকের নাম শুনলেই কি আপনার বিরক্তি লাগছে? মাঝেমাঝেই ভাবছেন এবার প্রোফাইলটা উড়িয়েই দেবেন? বিরক্তির চোটে বেশ কয়েকবার ডিঅ্যাক্টিভেটও করেছেন প্রোফাইল। কিন্তু, খুব জোর এক দিন সাতেক। তার পরেই বুক ধরফর, মন উচাটন, ছটফটে আঙুল টুকটুক করে সেই মুখপুস্তিকায় লগ ইনটা করেই ফেলে। নিজের অজান্তেই ব্রাউসারে ফেসবুক শব্দটা ঠাইপ করে ফেলেন। ঘাবরাবেন না। আপনি একাই শুধু ‘অবলাকান্ত’ নন, ইচ্ছা থাকলেও আপনার মত আরও অনেকেই ফেসবুকের মোহমায়া কাটিয়ে উঠতে পারে না।

Advertisement

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা হাজারো খারাপ লাগা সত্ত্বেও মুখ পুস্তিকার অমোঘ আকর্ষণ কাটিয়ে উঠতে না পারার মূল কারণটা খুঁজে বের করে ফেলেছেন। এই গবেষণার মূল গবেষক এরিক বাউমারের কথায় ‘‘যারা আগে থেকেই ধরেই রাখেন যে এ ভারী নেশার বস্তু, তাদের এই অভ্যাস বা নেশা কাটাতে অনেক বেশি সময় লাগে।’’ অনেকেই আবার অন্যরা কী করছেন জানতে মুখিয়ে থাকেন। লুকিয়ে লুকিয়ে এর ওর প্রোফাইলে উঁকি মারাটা এতটাই রোজকার অভ্যাসে নিয়ে আসেন যে, এই সোশ্যালমিডিয়া ছেড়ে থাকাটা তাদের পক্ষে ভারী কষ্টের হয়ে পরে। অনেকে আবার একাকীত্ত্ব মনখারাপের থেকে পালাতে সেই সেই ফিরে ফিরে ফেসবুকের শরনাপন্ন হন। যাদের জীবনে টেকনোলজির প্রভাব খুব বেশি তারাও বারবার ফেসবুকে ফিরে ফিরে আসেন।

পড়ুন অচেনা ফ্রেন্ড রিকোয়েস্ট? ফেক প্রোফাইল চিনবেন কী ভাবে

Advertisement

দৈনন্দিন জীবনে ছোটবড় সবক্ষেত্রে এমনকি, সামাজিক যোগাযোগটা বজায় রাখতেও আমাদের জীবনটা এখন ভীষণ রকম ফেসবুক নির্ভর। গবেষকরা জানাচ্ছেন, ফেসবুকের সভ্গে সংযোগ বিচ্ছিন্ন হলে অনেকেরই মনে হতে থাকে, জীবনটাই বুঝি থমকে গেল। তাই প্রোফাইল ডিঅ্যাক্টিভেট করেও ফিরে আসতে হয়ে ফেসবুকের কাছেই।



(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন