Food

Food Delivery App: কলকাতায় বসেই কেনা যাবে লখনউয়ের কবাব, হায়দরাবাদের বিরিয়ানি! চালু হচ্ছে নয়া পরিষেবা

একটি খাবার সরবরাহকারী সংস্থা পরীক্ষামূলক ভাবে চালু করছে আন্তঃরাজ্য খাবার পরিবহণ পরিষেবা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২২ ১৪:৪০
Share:

এক শহরে বসে অন্য শহরের খাবার খাবেন? ছবি-প্রতীকী

কলকাতায় বসেই খেতে ইচ্ছা করল হায়দরাবাদের বিরিয়ানি কিংবা কর্মসূত্রে মুম্বইতে গিয়ে মনে হল কলকাতার রসগোল্লা খাবেন, এ বার পূরণ হতে পারে সেই সাধও। একটি খাবার সরবরাহকারী সংস্থা পরীক্ষামূলক ভাবে চালু করছে আন্তঃরাজ্য খাবার পরিবহণ পরিষেবা। ফলে এক শহরে বসে অর্ডার দেওয়া যেতে পারে অন্য শহরের খাবার।

Advertisement

ফুড ডেলিভারি অ্যাপ ‘জোমাটো’ কিছু কিছু রেস্তরাঁর সঙ্গে চুক্তির ভিত্তিতে চালু করছে এই পরিষেবা। নাম রাখা হয়েছে, ‘ইন্টারসিটি লেজেন্ডস’। সূত্রের খবর, দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তের শহরের নির্দিষ্ট কিছু রেস্তরাঁর খাবার আনানো যাবে এই পরিষেবায়। সময় লাগবে অন্তত এক দিন। খাবারের বরাত দেওয়ার পর তা বায়ুরোধক পাত্রে ভরে সড়ক বা বিমানপথে তা পাঠিয়ে দেওয়া হবে। বিশেষ কিছু খাবার হিমায়িত করা হতে পারে বলেও জল্পনা। তবে গোটা বিষয়টি নিয়ে এখনও সরকারি ভাবে কিছু জানাননি জোমাটো কর্তৃপক্ষ। সব গ্রাহকের অ্যাপেও চালু হয়নি এই পরিষেবা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন