বাড়ি সাজুক ফুলের গয়নায়

এই গরমে বাড়ি সাজাবেন কোন-কোন ফুলগাছ দিয়ে এবং তার যত্নই বা কীভাবে করবেন, রইল তা নিয়ে কিছু পরামর্শ।বাড়ি সাজানোর জন্য ফুলগাছের চেয়ে ভাল অ্যাকসেসারি বোধ হয় আর কিছু হয় না। বিশেষ করে গরমকালে। গ্রীষ্মের সন্ধেয় আপনার বাড়ি বেলি, জুঁই, গোলাপ, জিনিয়া, রজনীগন্ধা, সূর্যমুখীর শোভায় হয়ে উঠুক মনোরম।

Advertisement
শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৭ ০০:০০
Share:

বাড়ি সাজানোর জন্য ফুলগাছের চেয়ে ভাল অ্যাকসেসারি বোধ হয় আর কিছু হয় না। বিশেষ করে গরমকালে। গ্রীষ্মের সন্ধেয় আপনার বাড়ি বেলি, জুঁই, গোলাপ, জিনিয়া, রজনীগন্ধা, সূর্যমুখীর শোভায় হয়ে উঠুক মনোরম। গোলাপ, বেলি আর জুঁই বছর-বছর লাগানোর দরকার হয় না। ফুল ফোটা শেষ হয়ে গেলে গাছটা ছেঁটে দেওয়া হয়। পুরনো গাছের শিকড় কেটে নতুন করে বসানো হয়। এই সময় থেকে নতুন করে গাছগুলোর যত্নআত্তি শুরু হয়। এই দুটি গাছের যত্নের খুব একটা প্রয়োজন হয় না। টবে লাগিয়ে খোল দিলেই হল।

Advertisement

এই সিজনের ফুল হল সূর্যমুখী। আগে টবে বীজ ছড়িয়ে চা়রা তৈরি করে নিন। বীজ কিনে বড় টবের মধ্যে ছড়িয়ে রাখুন। টব প্রতিদিন ভেজাতে হবে। এভাবে ভেজা অবস্থায় সাত দিন রাখতে হবে। তা হলে ওখান থেকে চারা বেরোবে। মাটি শুকিয়ে গেলে কিন্তু ফেটে যাবে, তখন ওখান থেকে আর চারা বেরোবে না। চারা একটু বড় হলে আলাদা আলাদা টবে বসিয়ে দিলে, গাছের গ্রোথ ভাল হয়। ফুলও ভাল হয়। সূর্যমুখী দু’ধরনের হয়, দেশি ও হাইব্রিড। দেশি সূর্যমুখী আয়তনে খুব বড় হয়। মাটি সব সময় পাওয়া যায় না বলে অনেকে ঘেঁষ (পাথুরে কয়লার ছাই) দিয়ে গাছ লাগান। তবে চারাটা তোলার জন্য কিন্তু মাটি লাগবে, ওটা ঘেঁষে হবে না। চারা বেরিয়ে গেলে, ঘেঁষে বসানো যেতে পারে। তবে ঘেঁষ যেন ভেজা থাকে, সেটা খেয়াল রাখবেন। সকাল-বিকেল জল দিতে পারলে ভাল। সাত দিন পর থেকে গাছে খোল দিন। খোল দেওয়ার আগে সাত দিন ভিজিয়ে রাখতে হবে। খোল ভিজিয়ে রাখার পর উপর থেকে খোলের পাতলা জলটা দিলে গাছের বৃদ্ধি এবং ফুল ভাল হয়।

তথ্য: মৌসুমি মিত্র

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন