কয়েকটি ব্যাক-‘প্যাক’

সপ্তাহে ঠিক তিন দিন এই রূপটান ব্যবহার করলে গ্ল্যামার উপচে পড়বে পিঠের উপত্যকায়।

Advertisement
শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৮ ০৮:০৭
Share:

আটা, মধু, দুধ, চিনি মিশিয়ে প্যাক তৈরি করুন। পিঠে দশ মিনিট লাগিয়ে রেখে দিন। শুকিয়ে টানটান লাগলে ঘষে ধুয়ে টোনার ও ময়শ্চারাইজ়ার লাগান। শুষ্ক ত্বকের ক্ষেত্রে এই পেস্টে গ্লিসারিন মেশাবেন। সপ্তাহে ঠিক তিন দিন এই রূপটান ব্যবহার করলে গ্ল্যামার উপচে পড়বে পিঠের উপত্যকায়।

Advertisement

সারা রাত মসুর ডাল ভিজিয়ে রাখুন। সকালে চার চামচ ডালে দু’চামচ দই আর এক চামচ লেবুর রস দিয়ে একসঙ্গে পেষাই করুন। মিশ্রণটি পিঠে, ঘাড়ে লাগিয়ে, আধ ঘণ্টা পর স্নান সারুন। পিঠ হবে নরম।

শসা, টম্যাটোর সঙ্গে চন্দন গুঁড়ো ভাল করে ব্লেন্ড করে নিন। এই রসালো প্যাক সারা পিঠ, ঘাড় ও হাতে লাগান। প্যাক শুকানোর পর পাঁচ মিনিট রাখবেন। তার পর হ্যান্ডলুফায় ভেষজ বডি ওয়াশ বা বেবি সোপ মাখিয়ে, ঘষে তুলে ফেলুন। পিঠের ট্যান পিঠটান দেবে।

Advertisement

মাথা টেপা, সুড়সুড়ি দেওয়ার মতোই পিঠের এই কেয়ারি করার বিষয়টিও নিজের থেকে অন্য কেউ অনেক বেশি ভাল করবে। তাই এমন কাউকে পেলে, ভুলেও হাতছাড়া করবেন না।

না পেলে পার্লার ভরসা। চাইলে মাসে বা দু’মাসে এক বার স্টিম বাথ, বডি পলিশিংয়ের মতো বিশেষ যত্নও নিতে পারেন। এতে ব্ল্যাকহেড্‌স, অ্যাকনে বেশ কয়েক মাস দূরে থাকবে।

মডেল: শতরূপা, ছবি: দেবর্ষি সরকার।
মেকআপ: উজ্জ্বল দত্ত, পোশাক: কোমল সুদ (ড্রেস), সারঙ্গ (শাড়ি), ভি কাট (ব্লাউজ়)।
জুয়েলারি: সাক্ষী ঝুনঝুনওয়ালা, লোকেশন: সুইসোতেল, রাজারহাট, ফুড পার্টনার: ৬ বালিগঞ্জ প্লেস, রাজারহাট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন