Mutual Fund

আয়কর বাঁচাতে চান? আপনার জন্য আদর্শ হতে পারে এই ১০ ট্যাক্স সেভিং ফান্ড

চোখ বুলিয়ে নিন। নতুন আর্থিক বছর আসছে। আয়কর বাঁচানোর কথা সকলেই ভাবছেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ মার্চ ২০২১ ১৬:০৫
Share:
০১ ১১

নতুন আর্থিক বছর আসছে। আয়কর বাঁচানোর কথা সকলেই ভাবছেন। এ ব্যাপারে এই ১০টি ট্যাক্স সেভার ফান্ডের কথা বিবেচনা করে দেখতে পারেন। চোখ বুলিয়ে নিন।

০২ ১১

কোয়ান্ট ট্যাক্স প্ল্যান। এর ক্রিসিল রেটিং ৩ স্টার এবং গত ৩ বছরে বৃদ্ধির হার ১৯.৯৩ শতাংশ।

Advertisement
০৩ ১১

কানাড়া রোবেকো ইক্যুইটি ট্যাক্স সেভার ফান্ডের ক্রিসিল রেটিং ৫ স্টার। এর গত ৩ বছরে বৃদ্ধির হার ১৭.৪৯ শতাংশ।

০৪ ১১

ক্রিসিল রেটিংয়ে ৫ স্টার পেয়েছে বিওআই এএক্সএ ট্যাক্স অ্যাডভান্টেজ ফান্ড। গত ৩ বছরে এর বৃদ্ধির হার ১১.৮৩ শতাংশ।

০৫ ১১

জেএম ট্যাক্স গেইন ফান্ড-এরও ক্রিসিল রেটিং ৫ স্টার। বৃদ্ধির হার গত ৩ বছরে ১২.৯৮ শতাংশ।

০৬ ১১

ইউটিআই লংটার্ম ইক্যুইটি ফান্ড ক্রিসিল রেটিংয়ে পেয়েছে ৪ স্টার। ১১.৬৬ শতাংশ হল এর গত ৩ বছরে বৃদ্ধির হার।

০৭ ১১

ক্রিসিল রেটিংয়ে ৪ স্টার পেয়েছে অ্যাক্সিস লংটার্ম ইক্যুইটি ফান্ড-ও। গত ৩ বছরে যার বৃদ্ধির হার ১৪.৮১ শতাংশ।

০৮ ১১

ইউনিয়ন লংটার্ম ইক্যুইটি ফান্ড-এর ক্রিসিল রেটিং ৪ স্টার। গত ৩ বছরে এর বৃদ্ধির হার ১২.৪০ শতাংশ।

০৯ ১১

মিরে অ্যাসেট ট্যাক্স সেভার ফান্ড-এর ক্রিসিল রেটিং ৪ স্টার। গত ৩ বছরে এর বৃদ্ধির হার ১৬.৪২ শতাংশ।

১০ ১১

ক্রিসিল রেটিংয়ে ৪ স্টার পেয়েছে কোটাক ট্যাক্স সেভার স্কিম-ও। গত ৩ বছরে যার বৃদ্ধির হার ১২.৯৭ শতাংশ।

১১ ১১

বিএনপি পরিবাস লংটার্ম ইক্যুইটি ফান্ড-এর ক্রিসিল রেটিং ৪ স্টার। গত ৩ বছরে বৃদ্ধির হার ১১.৯৩ শতাংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement