আইপিএলের গ্ল্যামারাস অ্যাঙ্কররা

অন্যান্য সিজনের মতো এই সিজনেও থাকবে ফুল অফ এন্টারটেইনমেন্ট। একের পর এক চৌকা আর ছক্কা হাতিয়ে ক্রিকেটাররা যেমন বিনোদন দেন, আইপিএল সঞ্চালকদের কথা কি ভুলে গেলে চলে? অর্চনা বিজয় থেকে ময়ন্তি ল্যাঙ্গারের মতো সঞ্চালকরা কথার জাদুতে আর অভিনব পরিবেশনায় মাঠের গ্ল্যামার আরও কয়েক কাঠি বাড়িয়ে তোলেন। আইপিএল ৯-এও কি এঁদের মধ্যেই কোনও হট অ্যান্ড সেক্সি সঞ্চালক থাকছেন?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৬ ১৫:৪৯
Share:

অন্যান্য সিজনের মতো এই সিজনেও থাকবে ফুল অফ এন্টারটেইনমেন্ট। একের পর এক চৌকা আর ছক্কা হাতিয়ে ক্রিকেটাররা যেমন বিনোদন দেন, আইপিএল সঞ্চালকদের কথা কি ভুলে গেলে চলে? অর্চনা বিজয় থেকে ময়ন্তি ল্যাঙ্গারের মতো সঞ্চালকরা কথার জাদুতে আর অভিনব পরিবেশনায় মাঠের গ্ল্যামার আরও কয়েক কাঠি বাড়িয়ে তোলেন। আর মন্দিরা বেদী? আইপিএল-এ সঞ্চালনা না করলেও ক্রিকেট আর গ্ল্যামারের কথা কি তাঁকে বাদ দিয়ে বলা সম্ভব? আইপিএল ৯-এও কি এঁদের মধ্যেই কোনও হট অ্যান্ড সেক্সি সঞ্চালক থাকছেন?

Advertisement

আরও পড়ুন: সত্যি! চামচ দিয়ে এত সহজে ব্রণ নিরাময় করা যায় !

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement