ভক্তদের দাবি, তিনি যেন বলি সুন্দরী দীপিকা পাড়ুকোনের প্রতিচ্ছবি। অভিনেত্রীর চেহারার সঙ্গে সাদৃশ্য রয়েছে তাঁর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরির পাশাপাশি অপ্রত্যাশিত ভাবেই নজর কেড়েছিলেন এই তরুণী। তিনি পাকিস্তানের বাসিন্দা, ক্রিকেটের অনুরাগী-সমর্থক ফারিয়াল ওয়াকার। সমাজমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে পাকিস্তানি তরুণীর সৌন্দর্য।
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ফারিয়ালের নানা অভিব্যক্তির ভিডিয়ো দেখে তাঁর অনুগামীরা বলতে শুরু করেছেন, ফারিয়ালের চেহারার সঙ্গে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মিল নজরকাড়া। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাকিস্তান ছিটকে গেলেও এই পাক সুন্দরীকে নিয়ে চর্চা অব্যাহত।
সেই ম্যাচের পরে তাঁর সাক্ষাৎকারের একটি ভিডিয়ো হঠাৎ করেই নেটাগরিকদের মনোযোগ আকর্ষণ করে। আয়োজক দেশ হলেও এই সিরিজ় থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পরাজয়ে সে দেশের সমর্থকদের মধ্যে নেমে এসেছে হতাশা। রবিবারের ম্যাচে ভারতের কাছে পাকিস্তান হারলেও দলের পরাজয়ের দুঃখকে তাঁর আবেগঘন এবং প্রাণবন্ত প্রতিক্রিয়া দিয়ে চাপা দিয়ে দিয়েছিলেন ফারিয়াল। ফারিয়ালের সেই হাসিমুখ দর্শকদের মুগ্ধ করেছিল।
দীপিকা পাডুকোন মানেই গ্ল্যামার আর সারল্যের এক উদাহরণ। দীর্ঘাঙ্গী, মরাল গ্রীবা, সুডৌল পা, শরীরের সব কিছুই যেন প্রয়োজনের একচুলও এ দিক-ও দিক হয়নি। তার সঙ্গেই স্বপ্নালু চোখের সৌন্দর্য, গালে টোল ফেলা হাসির সারল্য।
গায়ে জড়ানো পাকিস্তানের পতাকা। গালে সবুজ-সাদা রং দিয়ে আঁকা ভালবাসার চিহ্ন। মাথায় পালক ও পুঁতি দিয়ে তৈরি আদিবাসী আমেরিকানদের ঐতিহ্যবাহী শিরবন্ধনী। পরনে সাদা রঙের শার্ট ও চোখে চশমা। এই পোশাকেই ক্যামেরায় ধরা পড়েছিলেন ফারিয়াল। হাসলে তাঁর দুই গালে পড়ে টোলও।
ফারিয়ালকে বলতে শোনা গিয়েছিল, ‘‘পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছে। তাই আমরা দুঃখিত। তা সত্ত্বেও আমরা দলের পাশেই থাকব। পরবর্তী কালে দল আরও ভাল খেলুক এটাই চাই।’’
সমাজমাধ্যম ব্যবহারকারীরা ফারিয়ালের ভিডিয়ো দেখে শুধু দীপিকা নন, আরও এক বলি অভিনেত্রীর সঙ্গে তাঁর চেহারার মিল খুঁজে পেয়েছেন। তিনি কৃতি শ্যানন। ভিডিয়ো দেখে কেউ কেউ মজা করে লিখেছেন, ‘‘দীপিকা পাড়ুকোন প্রো ম্যাক্স লাইট ২.০!’’ আবার কেউ বলছেন, ‘‘তোমার হাসি তোমার হতাশার কথা বলে দিচ্ছে।’’
মহম্মদ রিজ়ওয়ান, শাহিদ আফ্রিদি এবং বিরাট কোহলির ভক্ত ফারিয়াল নিবেদিতপ্রাণ ক্রিকেটপ্রেমী এবং এক জন শিক্ষাবিদ। ক্রিকেটের প্রতি তাঁর ভালবাসা ছোটবেলা থেকেই।
সৌদি আরবে জন্ম এবং দুবাইয়ে বেড়ে ওঠা পাকিস্তানি বংশোদ্ভূত ফারিয়াল কখনও ভাবেননি এ ভাবে প্রচারের আলোয় আসবেন। গত কয়েক দিন ধরে তাঁকে নিয়ে যে চর্চা শুরু হয়েছে সেই নিয়ে সম্প্রতি মুখ খুলছেন সংবাদমাধ্যমে। ‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তাঁর প্রতিক্রিয়া।
তিনি বলেন, ‘‘গোটাটাই অবাস্তব মনে হচ্ছে। আমি গত কয়েক বছর ধরে টিকটকে ভিডিয়ো তৈরি করছি। তাতে কিন্তু গত কয়েক দিনে যা ঘটেছে তা এক প্রকার উন্মাদনারই নামান্তর। আমি অভিভূত এবং আমি এর ইতিবাচক দিকটাই গ্রহণ করছি।’’
বলিউডি অভিনেত্রীদের সঙ্গে তুলনা টানার বিষয়টিও উপভোগ করছেন এই তরুণী। সেই বিষয়ে প্রতিক্রিয়াও দিয়েছেন তিনি। বলেছেন, ‘‘যাঁদের সঙ্গে তুলনা টানা হয়েছে তাঁদের অনেককেই বছরের পর বছর ধরে টিভিতে দেখছি। আমি তাঁদের প্রত্যেককে ভালবাসি, বিশেষ করে দীপিকা। আমি দীপিকার বড় ভক্ত। তাঁর মতো সুন্দরীর সঙ্গে আমার তুলনা করা হচ্ছে, এটি আমার কাছে সৌভাগ্যের।’’
ভারতের প্রসঙ্গ উঠবে আর তাতে ভারতীয় ক্রিকেট দলের উল্লেখ থাকবে না তা কি হয়! ফারিয়ালের গলায় কোহলির জন্য উচ্ছ্বাস ধরা পড়েছে সাক্ষাৎকারে। তিনি বলেছেন, ‘‘আমি বিরাটের বিশাল ভক্ত। তাঁর ব্যাটিং স্টাইল ও টেকনিক এক কথায় অসাধারণ।’’
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি সম্পর্কেও নিজের ভালবাসার কথা ব্যক্ত করেছেন সুন্দরী এই টিকটকার। সাত-আট বছর বয়স থেকেই ক্রিকেটের প্রতি ভালবাসা জন্মায় তাঁর। টিভিতে আফ্রিদির খেলা দেখে তাঁর জন্য গলা ফাটান তিনি। ফারিয়াল জানিয়েছেন, যখনই আফ্রিদি মাঠে নামেন, তাঁর হৃৎস্পন্দন থেমে যেত।
পাক সুন্দরীর পছন্দের তালিকায় রয়েছেন মহম্মদ রিজ়ওয়ান, বাবর আজ়ম এবং সাইম আইয়ুব। তবে এই তালিকার সবচেয়ে উপরে তিনি রেখেছেন রিজ়ওয়ানকেই।
বর্তমানে আরআইটি দুবাই বিশ্ববিদ্যালয়ে কর্মরত ফারিয়াল ওই প্রতিষ্ঠান থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। শিক্ষার্থীদের সাফল্যের জন্য কাজ করাই তাঁর পেশাগত লক্ষ্য। তবে পেশাগত জীবনের বাইরে ক্রিকেটের প্রতি তাঁর গভীর টান।