Astrology Prediction

কেউ এক বার, কেউ দু’বার, কেউ প্রেমে পড়েন বার বার! সম্পর্কে জড়িয়ে পড়ার আগে উনিশ-বিশ ভাবে না যে সব রাশি

জ্যোতিষশাস্ত্র বলছে, কোনও মানুষ জীবনে কত বার প্রেমে পড়বেন, তা তাঁর রাশি থেকে নির্ধারণ করা সম্ভব। জ্যোতিষের হিসাবে, কোনও রাশির জাতক-জাতিকারা জীবনে এক বারই প্রেমে পড়েন। আবার কোনও কোনও রাশির জাতক-জাতিকারা প্রেমে পড়েন বার বার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ১০:৩২
Share:
০১ ১৬

ভালবাসা খুবই সুন্দর এক অনুভূতি। এক জন মানুষকে চেনা, তাঁকে জানা এবং বোঝার চেষ্টা করার মতো জিনিস পৃথিবীতে কমই রয়েছে। যদিও সেটা তখনই সুন্দর হয়, যখন পছন্দের মানুষও তাল মিলিয়ে চলার চেষ্টা করেন, ভালমন্দের খেয়াল রাখেন।

০২ ১৬

সম্পর্কে দু’জন মানুষের মধ্যে বোঝাপড়া না থাকলে তিক্ততা বাড়তে বাধ্য। পরে সেই সম্পর্ক টেকানো মুশকিল হয়ে যায়। সব সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায় না। সুন্দর সম্পর্কের সুখও পান না সকলে।

Advertisement
০৩ ১৬

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এক এক রাশি প্রেমের ব্যাপারে এক এক রকম হয়। কিছু রাশির জাতক-জাতিকারা প্রেমে পড়েন ঘন ঘন, আবার কেউ হন আবেগপ্রবণ। প্রেমে অধৈর্যও হন অনেকে। কেউ কেউ আবার সাত জন্মের সঙ্গী খোঁজেন।

০৪ ১৬

জ্যোতিষশাস্ত্র বলছে, কোনও মানুষ জীবনে কত বার প্রেমে পড়বেন, তা তাঁর রাশি থেকে নির্ধারণ সম্ভব। জ্যোতিষের হিসাবে, কোনও রাশির জাতক-জাতিকারা জীবনে এক বারই প্রেমে পড়েন। আবার কোনও কোনও রাশির জাতক-জাতিকারা প্রেমে পড়েন বার বার। একনজরে দেখে নেওয়া যাক, কোন রাশির জাতক-জাতিকারা কত বার প্রেমে পড়েন।

০৫ ১৬

মেষ: মেষ রাশির জাতক-জাতিকাদের কাছে ভালবাসার মূল্য অনেক। এঁরা প্রেমিক হিসাবে দারুণ। সঙ্গী বা সঙ্গিনী তো বটেই, পরিবার এবং বন্ধুদের প্রতি ভালবাসাও এদের কাছে সমান গুরুত্বপূর্ণ। ভালবাসার ক্ষেত্রে এঁরা কখনও দ্বিধা করেন না। ভালবাসা প্রকাশ করার ক্ষেত্রেও দক্ষ হন। তবে এঁরা প্রেমে একনিষ্ঠতায় বিশ্বাসী। তাই জীবনে এক বারই প্রেমে পড়র সম্ভাবনা থাকে এঁদের। বার বার প্রেমে পড়ায় বিশ্বাসী নন মেষ রাশির জাতক-জাতিকারা।

০৬ ১৬

বৃষ: এই রাশির জাতকেরাও প্রেমের গুরুত্ব বোঝেন। প্রেমে পড়তে বেশি সময়ও নেন না এঁরা। তবে প্রেম নিয়ে এঁরা যে সব সময় খুব ভাবুক, তেমনটাও নয়। প্রতিকূল পরিস্থিতিতে প্রেম ছেড়ে নিজেদের স্বাচ্ছন্দ্যকেই বেছে নেন এঁরা। জ্যোতিষের হিসাব বলছে, জীবনে কমপক্ষে দু’বার প্রেমে পড়ার সম্ভাবনা থাকে বৃষ রাশির জাতক-জাতিকাদের।

০৭ ১৬

মিথুন: মিথুনের জাতক-জাতিকারা খুব দ্রুত প্রেমে পড়েন। মিথুন রাশি খুব ভাল বক্তা। ফলে অনেক ক্ষণ একসঙ্গে কাটালে এদের কথার প্রেমেও পড়তেই হবে। মিথুন রাশি প্রেমের কথা বলতে বেশি পছন্দ করেন সামনাসামনি। তবে কখনও কখনও একটি সম্পর্কে থাকাকালীনই অন্য একটি সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে এঁদের। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, জীবনে কমপক্ষে ৪ বার প্রেমে পড়ার সম্ভাবনা থাকে মিথুনের জাতক-জাতিকাদের।

০৮ ১৬

কর্কট: কর্কট নিখুঁত প্রেমিক। যাঁকে ভালবাসেন তাঁর ব্যাপারে যত্নশীল। তবে কর্কট রাশির অহংবোধ একটু বেশি। সঙ্গীর কাছ থেকে উচ্চ এবং কাল্পনিক প্রত্যাশা রাখেন এঁরা। যখন এই ধরনের প্রত্যাশা পূরণ হয় না, তখন তাঁরা কষ্ট পান। জ্যোতিষ অনুযায়ী, জীবনে অন্তত এক বার কর্কট রাশির জাতক-জাতিকাদের হৃদয় ভাঙে। এর পর প্রেমে পড়ার জন্য যথেষ্ট সময় নেন এঁরা।

০৯ ১৬

সিংহ: প্রেমের ক্ষেত্রে সিংহ রাশির জাতক-জাতিকারা দুষ্টু। তবে মনের মানুষকে খুব ভাল ভাবে যাচাই করে তবেই প্রেমের ব্যাপারে এগোন এঁরা। সিংহ রাশির প্রশংসা করলে খুব ভাল, যদি ভুলেও তার মানসিকতায় আঘাত করা হয়, তা হলে সম্পর্ক সেখানেই শেষ। বার বার প্রেমে পড়েন সিংহ জাতক-জাতিকারা। প্রেমে বার বার প্রতারিতও হন। তবে তার পরও থেমে যান না। সতর্ক হয়ে নতুন সম্পর্কের দিকে পা বাড়ান।

১০ ১৬

কন্যা: এই রাশির জাতক-জাতিকারা অন্যদের থেকে বেশি ভালবাসেন নিজেকে। সম্মান বিসর্জন দিয়ে ভালবাসতে পারেন না এঁরা। নিজেদের প্রেম ঠিকমতো বোঝাতে পারেন না। ভালবাসাকে কখনওই উচ্চাকাঙ্ক্ষার পথে বাধা হতে দিতেও চান না এঁরা। মনে করা হয়, কন্যা রাশির জীবনে সত্যিকারের ভালবাসা আসে কেবল এক বার।

১১ ১৬

তুলা: তুলার জাতক-জাতিকাদের জন্য প্রেম-ভালবাসা একটি শিক্ষা। এঁদের মধ্যে প্রেমে পড়ার মতো সব গুণ বিদ্যমান। এঁরা খুব নরম মনের হন, তাই সহজেই প্রেমে পড়েন। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ১০০ শতাংশ চেষ্টাও করে যান। তবে প্রেমকে গুরুত্ব দিলেও তুলার জাতক-জাতিকাদের কাছে আত্মসম্মানও গুরুত্বপূর্ণ। জ্যোতিষমতে, জীবনে তিন বার প্রেমে পড়ার সম্ভাবনা থাকে তুলার জাতক-জাতিকাদের। প্রতিটি সম্পর্ক থেকেই নতুন কিছু শেখেন এঁরা।

১২ ১৬

বৃশ্চিক: এই রাশির জাতক-জাতিকারা প্রেমিক-প্রেমিকা হিসাবে ভাল। এঁরা প্রেমের প্রস্তাব দিতে কুণ্ঠিত বোধ করেন। কিন্তু যদি সাহস করে কখনও বলে ফেলেন, তা হলে প্রেম ভাল চলে। সম্পর্কে থাকার সময় ভুল বোঝাবুঝির কারণে অনেক অভিযোগের মুখোমুখিও হতে হয় বৃশ্চিক রাশির জাতিক-জাতিকাদের। স্বার্থপর তকমাও জোটে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বৃশ্চিকের জীবনেও প্রেম আসে তিন বার। প্রথম দু’টি প্রেমের সম্পর্ক খুব খারাপ ভাবে শেষ হতে পারে। তৃতীয় বার জীবনসঙ্গী বাছতে আর ভুল করেন না।

১৩ ১৬

ধনু: ধনু রাশির জাতক-জাতিকাদের খুব দ্রুত প্রেমে পড়ার সম্ভাবনা থাকে। জীবনে কমপক্ষে ৪ বার প্রেমে পড়েন এঁরা। সম্পর্কের শুরুতে সব কিছু ঠিকঠাক থাকলেও সঙ্গী যখন সম্পর্ক নিয়ে যত্নশীল হতে শুরু করেন, তখনই পিছু হটেন ধনুর জাতক-জাতিকারা। সর্বদা সঠিক সঙ্গীর খোঁজে থাকেন এঁরা। এর জন্য মাঝেমধ্যে সত্যিকারের ভালবাসা হারাতেও হয়।

১৪ ১৬

মকর: মকর রাশি খুবই উচ্চাকাঙ্ক্ষী। তবে এই রাশির জাতক-জাতিকারা প্রেমের ব্যাপারে নিজেদের আবেগ কখনওই দেখাতে পারেন না। ফলে এঁদের ভুল বোঝাবুঝির শিকারও হতে হয়। মকর জাতক-জাতিকারা যদি এমন কাউকে খুঁজে পান, যাঁর সঙ্গে তাঁরা সারাজীবন কাটাতে পারবেন, তা হলেই তাঁরা সম্পর্ক গড়ার পথে পা বাড়ান। ফলে তাঁদের জীবনে এক বারই প্রেম আসার সম্ভাবনা থাকে।

১৫ ১৬

কুম্ভ: এই রাশির জাতক-জাতিকারা প্রেমের থেকেও বেশি গুরুত্ব দেন ব্যক্তি স্বাধীনতাকে। তবে প্রেমে পড়তে পছন্দ করেন না, তেমনটা নয়। ফলে প্রেমের ক্ষেত্রে অনেক সময়ই সিদ্ধান্ত নিতে ভুল করে ফেলেন এঁরা। জীবনে কমপক্ষে দু’বার প্রেমে পড়ার সম্ভাবনা থাকে কুম্ভের জাতক-জাতিকাদের।

১৬ ১৬

মীন রাশি: এই রাশির জাতক-জাতিকারা প্রেম চান রূপকথার গল্পের মতো। ভালবাসার মানুষের জন্য এঁরা সব কিছু করতে পারেন। এঁদের প্রেমে ভুল বোঝাবুঝি খুব বেশি হয়। জীবনে এক বারই সত্যিকারের প্রেমে পড়েন মীন রাশির জাতক-জাতিকারা। সম্পর্ক হারাতে ভয়ও পান।

সব ছবি: প্রতীকী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement