দুনিয়ার সবচেয়ে দামি কন্ডোম! তা-ও আবার এখনকার তৈরি নয়। তৈরি হয়েছিল ২০০ বছর আগে। সেই কন্ডোমের দাম শুনে চোখ কপালে উঠেছে অনেকের।
কোনও কোনও দেশে সরকারের তরফে বিনামূল্যে কন্ডোম বিতরণ করা হয়। আবার এমনও দেশ আছে, যেখানে এক প্যাকেট কন্ডোম চড়া দামে বিক্রি হয়।
কিন্তু ২০০ বছর বয়সি একটি কন্ডোম বিশ্বের সবচেয়ে দামি কন্ডোমের স্বীকৃতি পেয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুই শতাব্দী পুরনো কন্ডোমটি কয়েক বছর আগে নিলামে ওঠে। সেই সময় বিক্রি হয়ে ৪৬০ পাউন্ডে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪৪ হাজার টাকা।
বিশ্বের সবচেয়ে দামি সেই কন্ডোম আধুনিক ল্যাটেক্স কন্ডোমের মতো একেবারেই নয়। ১৮ শতকের গর্ভনিরোধকটি তৈরি হয়েছে ভেড়ার অন্ত্র দিয়ে।
সে যুগে গর্ভনিরোধক মূলত তৈরি হত ভেড়া, শূকর, বাছুর এবং ছাগলের মতো প্রাণীদের অন্ত্র দিয়েই।
তবে সেই যুগে প্রাণীদের অন্ত্র দিয়ে তৈরি নিরোধ নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের ধরাছোঁয়ার মধ্যে ছিল না। মূলত উচ্চবিত্তেরাই সেগুলি ব্যবহার করতেন।
১৯ শতকের আগে পর্যন্ত মূলত প্রাণীর অন্ত্র দিয়ে তৈরি কন্ডোম ব্যবহারের প্রচলন ছিল। ১৯ শতকের পরে রাবারের তৈরি সস্তার নিরোধ বাজারে ছেয়ে যায়।
এর পরে গর্ভনিরোধক হিসাবে পশুর অন্ত্রের ব্যবহার কমতে কমতে বিলুপ্ত হয়ে যায়।
বিশ্বের সবচেয়ে দামি কন্ডোমের তকমা পাওয়া নিরোধটি আবিষ্কৃত হয়েছিল ফ্রান্সে। পশুর অন্ত্র দিয়ে তৈরি ১৯ সেন্টিমিটারের কন্ডোমটি নিলামে তোলা হয় ২০১৭ সালে। ৪৪ হাজার টাকা দিয়ে সেটি কিনে নেন আমস্টারডামের এক ব্যক্তি।
যে সংস্থার তরফে কন্ডোমটি নিলামে তোলা হয়, তার নাম ক্যাটাউইকি। সেই সংস্থার তরফে একটি বিবৃতিতে বলা হয়েছিল, ‘‘ভেড়ার অন্ত্র দিয়ে তৈরি প্রাচীন কন্ডোমটি একটি অসাধারণ নিদর্শন। এটি নিরোধের বিবর্তন এবং ইতিহাসের উপর আলোকপাত করে।’’
সংস্থাটি আরও জানিয়েছিল, কন্ডোমটি নিলামের সময় বহু মানুষ অংশ নেন। বিভিন্ন জাদুঘরও সেটি কিনতে আগ্রহ প্রকাশ করেছিল। তবে শেষ পর্যন্ত কিনে নেন আমস্টারডামের এক ব্যক্তি।
সম্প্রতি ভেনেজুয়েলায় কন্ডোমের দাম সারা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল। ২০২২ সালে সে দেশে এক প্যাকেট কন্ডোমের দাম ছিল প্রায় ৬০ হাজার টাকা।
উল্লেখ্য, ভারতের মতো দেশে তিনটি প্যাকের কন্ডোম বিক্রি হয় ৪০ থেকে ৫০ টাকার মধ্যে।