Cricket

Srilankan Cricketer: সহবাগকে সেঞ্চুরি করতে দেননি, খেলেছেন বিশ্বকাপ, আইপিএলও, শ্রীলঙ্কার সেই স্পিনার এখন বাসচালক

২০১০ সালের ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচে ইচ্ছাকৃত ভাবে ওয়াইড বল করে শেহবাগকে শতরান থেকে বঞ্চিত করছিলেন শ্রীলঙ্কার এক ক্রিকেটার।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৭ জুলাই ২০২২ ১৫:৪৬
Share:
০১ ১২

২০১০ সাল। ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ চলছে। মাঠে শ্রীলঙ্কার বিপরীতে ব্যাট করছেন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ। সেঞ্চুরি হতে আর এক রান বাকি। ঠিক সেই মুহূর্তে ইচ্ছাকৃত ভাবে ওয়াইড বল করে সহবাগকে শতরান থেকে বঞ্চিত করলেন শ্রীলঙ্কার এক ক্রিকেটার।

০২ ১২

২০০৪ সাল থেকে শ্রীলঙ্কার একটি জনপ্রিয় স্পোর্টস ক্লাবের মাধ্যমে ক্রিকেটে হাতেখড়ি সুরজ রন্দিভ। আইপিএলে চেন্নাই সুপার কিংস দলের সদস্য হয়েও খেলতে দেখা গিয়েছে তাঁকে।

Advertisement
০৩ ১২

অবশ্য সুরজ রন্দিভ তাঁর আসল নাম নয়। প্রথমে তাঁর নাম ছিল মহম্মদ সুরজ। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও ২০১০ সালে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং নাম পরিবর্তন করে এক নতুন পরিচয় নিয়ে সামনে আসেন— সুরজ রন্দিভ।

০৪ ১২

২০০৯ সাল থেকে শ্রীলঙ্কা দলের সদস্য হিসাবে খেলা শুরু করেছিলেন তিনি। অফ-স্পিনারের ভূমিকায় থাকা সুরজ মোট ১২টি টেস্ট ম্যাচ, ৩১টি ওডিআই ম্যাচ এবং ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এই ম্যাচগুলিতে অংশগ্রহণ করে যথাক্রমে ৪৩, ৩৬ এবং সাতটি উইকেটও নিয়েছেন সুরজ।

০৫ ১২

আন্তর্জাতিক স্তরে খেলা ছাড়াও আইপিএলে অংশগ্রহণ তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তবে, আর একটি ঘটনাও তাঁকে কেরিয়ারের সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছিল।

০৬ ১২

২০১১ সালে বিশ্বকাপ চলাকালীন শ্রীলঙ্কার তরফে তাঁকে প্রথম দিকে দলে না নেওয়া হলেও অ্যাঞ্জেলো ম্যাথিউজ আহত হলে খেলার মাঠে অ্যাঞ্জেলোর বিকল্প হিসাবে সুরজকে বেছে নিয়েছিল শ্রীলঙ্কা।

০৭ ১২

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কা না জিতলেও স্টেডিয়ামে বিপুল জনতার ভিড়, খেলার মাঠে টানটান উত্তেজনা সুরজের জীবনে বিশ্বকাপ ফাইনালের সেই ম্যাচ একটি মাইলফলক তৈরি করার মতোই।

০৮ ১২

তবে, সহবাগের সঙ্গে খেলার মাঠে এই সংঘর্ষের কারণে ভারতীয় ক্রিকেট দলের বহু সমর্থক সুরজের প্রতি ক্ষুব্ধ হয়ে পড়েন। ৩৭ বছর বয়সেই খেলার মাঠ থেকে অবসর নেন সুরজ।

০৯ ১২

বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নের বাসিন্দা। অস্ট্রেলিয়ায় গিয়ে তাঁর পেশাগত জীবনেও আমূল পরিবর্তন এসেছে। বাস চালিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি।

১০ ১২

শ্রীলঙ্কার দলের সঙ্গে আন্তর্জাতিক স্তরে খেলা এই ক্রিকেটারের এমন ভাগ্য পরিবর্তন হল যে শেষ পর্যন্ত খেলার মাঠ ছেড়ে তাকে বাসচালকের আসনে বসতে হল। কিন্তু হাতে স্টিয়ারিং ধরলেও খেলার মাঠ থেকে বেশি দূরে থাকতে পারেননি সুরজ।

১১ ১২

তিনি ড্যানডেনং ক্রিকেট ক্লাবের সদস্য হয়ে জেলা পর্যায়ে এখনও খেলা চালিয়ে যাচ্ছেন। এই ক্লাবের সঙ্গে প্যাট কামিন্স, পিটার সিডল এবং সারা এলিয়টের মতো জনপ্রিয় নামগুলি জড়িয়ে রয়েছে।

১২ ১২

অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের সহায়তা করার জন্য নেট বোলার হিসাবেও সুরজ রন্দিভ এখনও ডাক পান। আন্তর্জাতিক স্তরে না খেললেও ক্রিকেট মাঠের সঙ্গে তাঁর সম্পর্কের সুতো এখনও আলগা হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement