Annabelle Doll

আবার খবরে ‘অ্যানাবেল’, ভূত-পুতুলের সঙ্গে তিন দিনের সফরে গিয়ে মৃত্যু ‘ভূতসন্ধানী’র, কী হয়েছিল?

ড্যান ‘প্যারানরমাল ইনভেস্টিগেটর’ হিসাবে পরিচিত ছিলেন। ভূত খোঁজার জন্য ডাকা হত তাঁকে। নেটফ্লিক্সের ‘২৮ ডেজ় হন্টেড’-সহ আরও বেশ কয়েকটি অনুষ্ঠানের প্রযোজক হিসাবেও কাজ করেছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৫ ১৫:৩৬
Share:
০১ ১৫

উপহার হিসাবে পুতুল পেলে বাচ্চারা আর কী চায়! তার উপর যদি আকারে-আয়তনে সেই পুতুল প্রায় মানুষের সমান হয়, তা হলে তো তারা আনন্দে আত্মহারা হবেই। বড় পর্দায় এই পুতুলদের নিয়ে ভয়াবহ কাহিনিও কম হয়নি। বলিউডের ‘তাতিয়া ভিঞ্চু’ থেকে হলিউডের ‘অ্যানাবেল’, ‘চাকি’, ‘রবার্ট’ প্রভৃতি পুতুলের কাহিনি দর্শককে রীতিমতো ভয় ধরায়। এই ধরনের গল্প শুধু সিনেমার গল্পেই সীমাবদ্ধ থাকেনি।

০২ ১৫

এর মধ্যে অনেক ছবিই বাস্তবের কোনও পুতুলের উপর ভিত্তি করে বানানো। তার প্রকৃষ্ট উদাহরণ ‘অ্যানাবেল’। মনে করা হয়, সেই পুতুল ভৌতিক। একসময় গৃহস্বামীর ঘুম উড়িয়েছিল পুতুলটি।

Advertisement
০৩ ১৫

অ্যানাবেলকে নিয়ে অনেক জল্পনা এবং রহস্য রয়েছে। তার সাম্প্রতিক উদাহরণ ‘প্যারানরমাল ইনভেস্টিগেটর’ ড্যান রিভেরার মৃত্যু। ৫৪ বছর বয়সি ড্যান ‘ভূতুড়ে’ সেই পুতুলের সঙ্গে ভ্রমণ করছিলেন। সেই ভ্রমণের মাঝেই মৃত্যু হয়েছে তাঁর। একই সঙ্গে উস্কে দিয়েছে নানা জল্পনা।

০৪ ১৫

সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন বাহিনীর প্রাক্তন সেনা ড্যান পেনসিলভ্যানিয়ায় ‘ডেভিল্‌স অন দ্য রান’ নামে একটি ভ্রমণে যোগ দিয়েছিলেন। সেই ভ্রমণে ‘অ্যানাবেল’ পুতুলটিকে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘোরার কথা ছিল তাঁর। ভ্রমণের তিন দিনের মাথায় গেটিসবার্গ পৌঁছে রবিবার মৃত্যু হয় তাঁর।

০৫ ১৫

প্রতিবেদন অনুযায়ী, সফর শেষ করার পরেই অপ্রত্যাশিত ভাবে মারা যান ড্যান। রবিবার সন্ধ্যায় তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকদের হোটেলে তাঁর কামরায় নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা পৌঁছোনোর আগেই মারা যান ড্যান। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

০৬ ১৫

যদিও সংবাদমাধ্যম ইভিনিং সান অনুযায়ী, ড্যানের অফিসের কর্মীরা জানিয়েছেন যে মৃত্যুটি অস্বাভাবিক বলে মনে হচ্ছে না। তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। অনেকে আবার ঘটনাটিকে ‘ভূতুড়ে পুতুলের কাণ্ড’ বলেও দাবি করছেন।

০৭ ১৫

ড্যান ‘প্যারানরমাল ইনভেস্টিগেটর’ হিসাবে পরিচিত ছিলেন। ভূত খোঁজার জন্য ডাকা হত তাঁকে। নেটফ্লিক্সের ‘২৮ ডেজ় হন্টেড’-সহ আরও বেশ কয়েকটি অনুষ্ঠানের প্রযোজক হিসাবেও কাজ করেছিলেন। সাম্প্রতিক সফরে অ্যানাবেল পুতুল নিয়ে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেই সফরের মধ্যেই মৃত্যু।

০৮ ১৫

কিন্তু কেন ভূতুড়ে মনে করা হয় অ্যানাবেলকে? ১৯৭০-এ মার্কিন যুক্তরাষ্ট্রের কানেটিকাটে অ্যানাবেলের জন্ম। সেটি একটি ‘রাগেডি অ্যান’ পুতুল। শুরু থেকেই নানা ‘ভৌতিক কাণ্ড’ জড়িয়ে রয়েছে এই পুতুলকে ঘিরে। সেটি একটি পৈশাচিক পুতুল বলেও অনেকের দাবি।

০৯ ১৫

কানেটিকাটের নার্সিং পড়ুয়া ডোনাকে জন্মদিনে একটি পুতুল উপহার দিয়েছিলেন তাঁর মা। ডোনার হস্টেলের রুমমেট ছিলেন এনজি। প্রথম দেখায় পুতুলটিকে অস্বাভাবিক মনে হয়নি কারও। কিন্তু কয়েক দিন পর থেকেই নাকি অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে পুতুলটিকে কেন্দ্র করে।

১০ ১৫

ডোনা কলেজে যাওয়ার আগে বিছানায় রেখে যেতেন পুতুলটি। বাড়ি ফিরে দেখতেন সেটি সোফায় বসে। জিজ্ঞাসা করায় অবাক হয়ে এনজি জানাতেন, অ্যানাবেলকে তিনি সরিয়ে রাখেননি।

১১ ১৫

পর পর এ ধরনের ঘটনা ঘটতে থাকে। অ্যানাবেলকে রেখে যাওয়া হত এক জায়গায়, ফিরে এসে দেখা যেত সে অন্য জায়গায় রয়েছে। এক দিন পরামর্শ করে ডোনা এবং এনজি, দু’জনেই পুতুলটিকে সোফার উপরে বসিয়ে রেখে বাড়ি থেকে বার হন। কিন্তু সে দিনও বাড়ি ফিরে পুতুলটিকে অন্য জায়গায় পড়ে থাকতে দেখেন ডোনারা।

১২ ১৫

তালাবন্ধ ঘরেও কী ভাবে ঘটল এমন ঘটনা? এর পরই আতঙ্ক হয়ে ওঠে পুতুলটি। সেই সময় বিখ্যাত ‘প্যারানরমাল ইনভেস্টিগেটর’ দম্পতি এড এবং লরেন ওয়ারেনের হাতে পুতুলটিকে তুলে দেন ডোনা।

১৩ ১৫

ওয়ারেন দম্পতির কাছে ডোনা দাবি করেছিলেন, পুতুলটির মধ্যে অ্যানাবেল নামে একটি ৬ বছর বয়সি মেয়ের আত্মা বাস করছে। নিজে নিজেই নাকি ঘরের মধ্যে ঘুরে বেড়ায় প্রেতসিদ্ধ পুতুলটি। আশপাশের মানুষদের পিছুও নেয়। সেই থেকে পুতুলটি ওয়ারেন দম্পতির হাতে ছিল।

১৪ ১৫

ওয়ারেন দম্পতি পরে দাবি করেছিলেন যে, পুতুলটি এক পুলিশ অফিসারকে ছুরিকাঘাত করেছিল এবং এক জন পাদ্রির গাড়ি দুর্ঘটনার কারণ ছিল। পুতুলটিকে শেষমেশ কানেকটিকাটে তাঁদের জাদুঘরে স্থানান্তরিত করেছিলেন ‘ভূতসন্ধানী’ দম্পতি।

১৫ ১৫

হলিউডের বিখ্যাত ছবি ‘দ্য কনজ়ুরিং’ সিরিজ়ের একাধিক সিনেমা তৈরি হয়েছে অ্যানাবেলের গল্প থেকে অনুপ্রাণিত হয়েই। চলতি বছরের শুরুতে লুইসিয়ানার জেলে ভাঙচুর এবং ভয়াবহ অগ্নিকাণ্ডের নেপথ্যে পুতুলটিরই হাত ছিল বলে মনে করেন অনেকে। তার মধ্যেই ড্যানের মৃত্যুর জেরে আবার খবরের শিরোনামে উঠে এসেছে পুতুলটি।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement