Kimi Katkar

২ মিনিট ‘নগ্ন দৃশ্যে’ অভিনয় করে রাতারাতি জনপ্রিয়, একাধিক নায়কের সঙ্গে পরকীয়া! বলিউড থেকে হঠাৎ উধাও হন নায়িকা

রাজ বব্বর, জীতেন্দ্র, রজনীকান্ত, অমিতাভ বচ্চন, জ্যাকি শ্রফ, গোবিন্দ এবং অনিল কপূরের সঙ্গে অভিনয় করেছিলেন নায়িকা। তবে অভিনেত্রী রাতারাতি জনপ্রিয়তা পেয়ে গিয়েছিলেন একটি ‘নগ্ন দৃশ্যে’ অভিনয় করে। নায়কের সামনে প্রায় বিবস্ত্র হয়ে দাঁড়িয়ে দু’মিনিট টানা অভিনয় করে যেতে হয়েছিল তাঁকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১৫:১৪
Share:
০১ ২২

আশি থেকে নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে বলিপাড়ার সাহসী অভিনেত্রী হিসাবে রাতারাতি পরিচিতি পেয়েছিলেন। জনপ্রিয় হয়ে গিয়েছিলেন ‘টারজ়ান গার্ল’ নামেও। নাম জড়িয়ে পড়েছিল একাধিক সহ-অভিনেতার সঙ্গে। শুটিংয়ের সময় শারীরিক হেনস্থারও শিকার হয়েছিলেন তিনি। কেরিয়ারের মধ্যগগনে থাকাকালীন হঠাৎ বলিউড থেকে উধাও হয়ে গিয়েছিলেন নায়িকা। এখন কী করছেন বলি অভিনেত্রী কিমি কাটকর?

০২ ২২

১৯৬৫ সালের ১১ ডিসেম্বর মুম্বইয়ে জন্ম কিমির। তবে তাঁর আসল নাম নয়নতারা কাটকর। অভিনয়জগতে নামার পর কিমি নামেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। কিমির বাবা-মা দু’জনেই পেশায় ছিলেন জুনিয়র আর্টিস্ট।

Advertisement
০৩ ২২

কিমির বাবা হিন্দি সিনেমার জন্য জুনিয়র আর্টিস্টদের সন্ধান করতেন। হিন্দি ছবিতে পোশাকশিল্পী হিসাবে কাজ করতেন কিমির মা। একাধিক হিন্দি ছবিতে জুনিয়র আর্টিস্ট হিসাবে অভিনয়ও করেছিলেন কিমির মা। বাবা-মা দু’জনেই বলিপাড়ার সঙ্গে যুক্ত হওয়ায় শৈশব থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ জন্মে গিয়েছিল কিমির।

০৪ ২২

১৭ বছর বয়স থেকে মডেলিং শুরু করেছিলেন কিমি। কম সময়ের মধ্যে মডেলিংয়ের ক্ষেত্রে পরিচিতি গড়ে তুলেছিলেন তিনি। বিভিন্ন নামী সংস্থার বিজ্ঞাপনে অভিনয়ের জন্যও প্রস্তাব আসতে শুরু করেছিল কিমির কাছে। সেখান থেকেই বলিউডের এক ছবিনির্মাতার নজর পড়ে গিয়েছিল তাঁর প্রতি।

০৫ ২২

বলিপাড়া সূত্রে খবর, মণীশ বহলের বিপরীতে ‘কিস কা খেল’ নামে একটি ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন কিম। কিন্তু কাজের সুযোগ পেলেও এই ছবির কাজ কখনও শুরুই হয়নি। ১৯৮৫ সালে ‘পত্থর দিল’ নামে একটি ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যায় কিমিকে। এই ছবির হাত ধরেই বলিপাড়ায় আগমন হয়েছিল কিমির।

০৬ ২২

আশির দশকে বলি পরিচালক বব্বর সুভাষ ‘অ্যাডভেঞ্চার্স অফ টারজ়ান’ ছবির জন্য নতুন মুখের সন্ধান করছিলেন। সেই ছবির নায়িকার চরিত্রের জন্য কিমিকে পছন্দ করে ফেলেছিলেন তিনি। এই ছবিতে সাহসী দৃশ্যে অভিনয় করে বড় পর্দায় নজর কেড়েছিলেন কিমি।

০৭ ২২

‘অ্যাডভেঞ্চার্স অফ টারজ়ান’ মুক্তির সময় অমিতাভ বচ্চন অভিনীত ‘মর্দ’ এবং ঋষি কপূর অভিনীত ‘রাম তেরি গঙ্গা মইলি’ ছবি দু’টি মুক্তি পেয়েছিল। কিন্তু অমিতাভ এবং ঋষির ছবিগুলিকে টক্কর দিয়েছিল কিমির ছবিটি। কিমিকে দেখার জন্যই প্রেক্ষাগৃহে ভিড় জমাতে শুরু করেছিলেন দর্শক।

০৮ ২২

ধীরে ধীরে রাজ বব্বর, জীতেন্দ্র, রজনীকান্ত, অমিতাভ বচ্চন, জ্যাকি শ্রফ, গোবিন্দ এবং অনিল কপূরের সঙ্গে অভিনয় করার সুযোগ পেতে শুরু করেছিলেন কিমি। তবে অভিনেত্রী রাতারাতি জনপ্রিয়তা পেয়ে গিয়েছিলেন একটি ‘নগ্ন দৃশ্যে’ অভিনয় করে। নায়কের সামনে প্রায় বিবস্ত্র হয়ে দাঁড়িয়ে দু’মিনিট টানা অভিনয় করে যেতে হয়েছিল কিমিকে। সেই ছবি মুক্তি পেলে কিমিকে নিয়ে বলিপাড়ায় ঝড় উঠে গিয়েছিল।

০৯ ২২

১৯৮৯ সালে রাকেশ রোশনের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘কালা বাজ়ার’। এই ছবিতে অনিল কপূর এবং জ্যাকি শ্রফের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন কিমি। ছবির একটি ‘নগ্ন দৃশ্যে’ অভিনয় করেছিলেন তিনি। ঊর্ধাঙ্গে কোনও পোশাক ছিল না তাঁর। কোনও রকমে লজ্জা নিবারণ করে অনিলের সঙ্গে সেই দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি। সারা সিনেমা জুড়ে সেই দৃশ্য ছিল ২ মিনিটের। মাত্র দু’মিনিটের দৃশ্যে সাড়া ফেলে দিয়েছিলেন কিমি।

১০ ২২

বলিপাড়ার সাহসী অভিনেত্রীর তকমা পেয়ে গিয়েছিলেন কিমি। স্বল্প পোশাক পরে অভিনয় করতে স্বচ্ছন্দ বোধ করতেন বলে অধিকাংশ সময় তাঁর কাছে একই ধরনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব আসতে শুরু করেছিল। বলিপাড়ার এই আচরণে বিরক্ত হতে শুরু করেছিলেন নায়িকা।

১১ ২২

কিমির দাবি, একটি ছবির শুটিং চলাকালীন অসাবধানতার কারণে তাঁর পোশাক খুলে গিয়েছিল। ওই অবস্থাতেই শুটিং করা হয়। এমনকি, সিনেমাতেও সেই দৃশ্যটি রাখাও হয়েছিল বলে নায়িকার অভিযোগ।

১২ ২২

কিমি এবং তাঁর মা নাকি বার বার ছবি থেকে সেই দৃশ্য বাদ দেওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু তাঁদের অনুরোধে রাজি হননি ছবিনির্মাতারা। উপায় না দেখে শেষমেশ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কিমি এবং তাঁর মা। কিন্তু তাতেও লাভ হয়নি। কোনও দৃশ্য বাদ না দিয়েই মুক্তি পেয়েছিল কিমির ছবি।

১৩ ২২

১৯৯১ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় মুকুল এস আনন্দ পরিচালিত ‘হম’ ছবিটি। এই ছবিতে অমিতাভ বচ্চনের বিপরীতে একটি গানের দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছিল কিমিকে। মুক্তির পর ছবিটি হিট হওয়ার পাশাপাশি গানটিও হিট হয়। কিন্তু এই ছবিতে অভিনয় করার সময় হেনস্থার শিকার হতে হয়েছিল অভিনেত্রীকে।

১৪ ২২

কিমির অভিযোগ, ‘হম’ ছবির গানের দৃশ্যের জন্য জুনিয়র আর্টিস্টদের পরিবর্তে অভিনয় না জানা ব্যক্তিদের নেওয়া হয়েছিল। দ্বিতীয় পর্যায়ের শুটিং চলাকালীন নাকি ভিড়ে থাকা কয়েক জন ব্যক্তি অশালীন ভাবে স্পর্শ করেছিলেন কিমিকে। সেই কথা ছবিনির্মাতাদের জানানোর পরেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ করেছিলেন কিমি।

১৫ ২২

যদিও ‘হম’ ছবির পর কেরিয়ারের শীর্ষে পৌঁছে গিয়েছিলেন কিমি। বহু ছবিতে কাজের সুযোগ পেলেও তাঁকে অধিকাংশ সময় সাহসী দৃশ্যে অভিনয় করতে দেখা যেত। স্বল্প পোশাক পরে অভিনয় করতে আপত্তি জানাতেন তিনি। কিন্তু চরিত্রের প্রয়োজনে তা পরতে বাধ্য হতেন বলে দাবি করেছিলেন।

১৬ ২২

বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যায় যে, সহ-অভিনেতাদের সঙ্গে নাকি হামেশাই পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়তেন কিমি। জ্যাকি শ্রফ, ড্যানি ডেনজংপা থেকে শুরু করে গোবিন্দ এবং সঞ্জয় দত্তের মতো নায়কদের নাম ছিল কিমির ‘প্রেমিক’দের তালিকায়।

১৭ ২২

বলিউডের জনশ্রুতি, অনিল কপূরের সঙ্গে পেশাগত সূত্রে আলাপ হলেও কিমির সঙ্গে অভিনেতার সম্পর্কের জল নাকি গড়িয়েছিল বহু দূর। বলিপাড়ার একাংশের দাবি, অনিল যখন বিবাহিত ছিলেন, তখন কিমির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন নায়ক।

১৮ ২২

কিমির সঙ্গে অনিলের সম্পর্ক এমন বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে, তা জানতে পেরে গিয়েছিলেন অনিলের স্ত্রী সুনীতা কপূর। কিমিকে নিয়ে তাঁদের সংসারে ‘গৃহযুদ্ধ’ও নাকি শুরু হয়ে গিয়েছিল। একসময় নাকি সুনীতা এই পরকীয়া সম্পর্কের জেরে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। পরে অনিলই তাঁর সংসার বাঁচাতে কিমির সঙ্গে সম্পর্কে ইতি টেনেছিলেন বলে শোনা গিয়েছিল।

১৯ ২২

বলিউডের গুঞ্জন, কিমির ‘প্রেমিক’-এর তালিকায় নাম লিখিয়েছিলেন বলি অভিনেতা মণীশ বহলও। নায়কের সঙ্গে নাকি গোপনে বাগ্‌দান পর্বও সেরে ফেলেছিলেন কিমি। তবে এত অভিনেতার সঙ্গে নাম জড়ালেও কিমি কোনও সম্পর্ক নিয়েই প্রকাশ্যে আলোচনা করেননি।

২০ ২২

ধীরে ধীরে দর্শকও ‘বি গ্রেড’ ছবির অভিনেত্রী হিসাবে চাইতে শুরু করেছিলেন কিমিকে। তা বুঝতে পেরে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন কিমি। এমনকি যশরাজ ফিল্মসের দু’টি ছবির প্রস্তাবও খারিজ করে দিয়েছিলেন তিনি। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ‘জুল্‌ম কি হুকুমত’ ছবিতে শেষ অভিনয় করতে দেখা গিয়েছিল কিমিকে।

২১ ২২

১৯৯২ সালে আলোকচিত্রী এবং বিজ্ঞাপন প্রযোজক শান্তনু শোরেকে বিয়ে করেছিলেন কিমি। বিয়ের পর এক পুত্রসন্তানের জন্ম দেন কিমি। সন্তান জন্মের পর কিমি জানতে পেরেছিলেন যে, তাঁর পুত্র এমন এক রোগে ভুগছে যে রোগের চিকিৎসা ভারতে করানো সম্ভব নয়। তাই ২০০১ সালে সপরিবার অস্ট্রেলিয়া চলে গিয়েছিলেন নায়িকা।

২২ ২২

বিদেশে থেকে ছ’বছর পুত্রের চিকিৎসা করিয়েছিলেন কিমি। তার পর পুণেতে ফিরে কয়েক বছর সেখানে থেকেছিলেন তিনি। পুণে থেকে আবার সপরিবার গোয়ায় চলে যান নায়িকা। বর্তমানে সেখানেই স্বামী এবং পুত্রের সঙ্গে থাকেন ‘টারজ়ান গার্ল’।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement