Parineeti Chopra

২২ কোটির বাড়ি, বিলাসবহুল গাড়ি! কী কী সম্পত্তি রয়েছে পরিণীতি-রাঘবের?

পরিণীতি চোপড়া এবং রাঘব চড্ডার মোট সম্পত্তির পরিমাণ কত জানেন?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২০ মে ২০২৩ ১৬:৪৭
Share:
০১ ১৩

শনিবার, ১৩ মে আংটিবদলের অনুষ্ঠান সম্পন্ন হয় বলি অভিনেত্রী পরিণীতি চোপড়ার। বলিউডের কোনও নায়কের সঙ্গে নয়, বরং রাজনীতিবিদের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন তিনি। আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডার সঙ্গে বাগ্‌দান পর্ব সারলেন পরিণীতি।

০২ ১৩

বাগ্‌দান পর্বের অনুষ্ঠান উপলক্ষে সেজে উঠেছিল মুম্বইয়ের বান্দ্রায় পরিণীতির বাড়ি। ফুল এবং আলোকসজ্জায় ভরে উঠেছিল দিল্লিতে রাঘবের কপূরথলা হাউসও।

Advertisement
০৩ ১৩

বাগ্‌দানের ছবি প্রকাশ্যে আসার পর অনুরাগীদের একাংশের মন্তব্য, পরিণীতির চেয়ে রাঘবের উপার্জন কম। তবে তাঁদের সম্পত্তির পরিমাণ নজরে পড়ার মতো।

০৪ ১৩

সংবাদমাধ্যম সূত্রে খবর, রাঘবের মোট সম্পত্তির পরিমাণ ৫০ লক্ষ টাকা। তিনি যে বাড়িতে থাকেন তার মূল্য ৩৭ লক্ষ টাকা।

০৫ ১৩

রাঘবের কাছে একটি মারুতি সুইফ্‌ট ডিজ়ায়ার মডেলের গাড়ি রয়েছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, এই গাড়িটির মূল্য ১০ লক্ষ টাকার কাছাকাছি।

০৬ ১৩

৯০ গ্রাম সোনা রয়েছে রাঘবের কাছে। এর বাজারমূল্য পাঁচ লক্ষ টাকা।

০৭ ১৩

সংবাদমাধ্যম সূত্রে খবর, শেয়ার বাজারে এবং বন্ড কিনতে ছয় লক্ষ টাকা বিনিয়োগ করেছেন রাঘব।

০৮ ১৩

বলি অভিনেত্রী পরিণীতির মোট সম্পত্তির পরিমাণ ৬০ কোটি টাকা। হিন্দি ছবি এবং বিজ্ঞাপনে অভিনয় করেই উপার্জন নায়িকার।

০৯ ১৩

মুম্বইয়ের বান্দ্রায় সমুদ্রসৈকতমুখী একটি ফ্ল্যাট রয়েছে পরিণীতির। সংবাদমাধ্যম সূত্রে খবর, এই বাড়িটির মূল্য ২২ কোটি টাকা।

১০ ১৩

পরিণীতির সংগ্রহে রয়েছে বহু বিলাসবহুল গাড়ি। বান্দ্রার ফ্ল্যাটের গ্যারাজে সারি দিয়ে রাখা রয়েছে নামী ব্র্যান্ডের একাধিক গাড়ি।

১১ ১৩

অডি ব্র্যান্ডের এ৬ মডেলের গাড়ি রয়েছে পরিণীতির কাছে। এই গাড়িটির বাজারমূল্য কমপক্ষে ৬১ লক্ষ টাকা।

১২ ১৩

অডি ব্র্যান্ডের কিউ৫ মডেলের গাড়িও রয়েছে পরিণীতির। এই গাড়িটির সর্বোচ্চমূল্য ৬৭ লক্ষ ২৫ হাজার টাকা।

১৩ ১৩

জাগুয়ার ব্র্যান্ডের এক্সজেএল মডেলের গাড়ি নিজের সংগ্রহে রেখেছেন পরিণীতি। সংবাদমাধ্যম সূত্রে খবর, এই গাড়িটির মূল্য আনুমানিক এক কোটি টাকা।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement