Celebrity Controversy

বহু বছর সম্পর্কে থেকেও বিয়ে করেননি বলি নায়ক, পাকিস্তানি ক্রিকেটারকে বিয়ের পর সংসার ভেঙেছিল নায়িকার

দীর্ঘ দিন মোহসিনের সঙ্গে সম্পর্কে থাকার পর ১৯৮৩ সালে তাঁকে বিয়ে করেছিলেন রীনা। বিয়ের পর অভিনয় ছেড়ে লন্ডনে চলে গিয়েছিলেন তাঁরা। ছ’বছর লন্ডনে সংসার করার পর আবার মুম্বই ফিরে গিয়েছিলেন মোহসিন এবং রীনা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ মে ২০২৫ ১০:৪০
Share:
০১ ১৪

বলিপাড়ার জনপ্রিয় অভিনেতার সঙ্গে বহু বছর সম্পর্কে ছিলেন। কিন্তু প্রেম করলেও নায়িকার সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চাননি তিনি। কানাঘুষো শোনা যায়, বিয়ের পর নাকি সেই নায়িকার সঙ্গেই পরকীয়া সম্পর্ক বজায় রেখেছিলেন অভিনেতা। অভিনেতার সঙ্গে বিচ্ছেদের পর পাকিস্তানি ক্রিকেটারকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু সেই সংসারও দীর্ঘস্থায়ী ছিল না। বলি অভিনেত্রী রীনা রয়ের বিবাহবিচ্ছেদের জল গড়িয়েছিল আদালত পর্যন্ত।

০২ ১৪

১৯৫৭ সালে জন্ম রীনার। জন্মের সময় তাঁর নাম ছিল সাইরা আলি। তাঁর বাবা বড় পর্দায় ছোটখাটো চরিত্রে অভিনয় করতেন। ‘গুণেহগার কৌন’ নামের একটি হিন্দি ছবি প্রযোজনাও করেছিলেন তাঁর বাবা। তিন ভাইবোন এবং বাবা-মায়ের সঙ্গে থাকতেন সাইরা। সাইরার ছোটবেলায় বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।

Advertisement
০৩ ১৪

বিবাহবিচ্ছেদের পর সন্তানের নাম বদলে দিয়েছিলেন সাইরার মা। সাইরার নাম পরিবর্তন করে রাখা হয়েছিল রূপা রাই। ফিল্মজগতে পা রাখার পর আবার নাম বদলে যায় সাইরার। তাঁর কেরিয়ারের প্রথম ছবি ‘জ়রুরত’-এর প্রযোজক সাইরার নাম রাখেন রীনা রায়। তার পর থেকে এই নামেই পাকাপাকি ভাবে পরিচিতি পেতে থাকেন তিনি।

০৪ ১৪

সত্তর থেকে আশির দশকে হিন্দি চলচ্চিত্রজগতে সর্বাধিক উপার্জনকারী অভিনেত্রীদের দলে নাম লিখিয়ে ফেলেছিলেন রীনা। বলি অভিনেতা শত্রুঘ্ন সিন্‌হার সঙ্গে নাম জড়িয়ে পড়েছিল রীনার।

০৫ ১৪

১৯৭৬ সালে ‘কালীচরণ’ নামের একটি হিন্দি ছবিতে প্রথম বার একসঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন শত্রুঘ্ন এবং রীনা। পেশাগত সূত্রে আলাপ হলেও তাঁদের সম্পর্ক গভীর হতে শুরু করেছিল। ‘মিলাপ’, ‘সংগ্রাম’, ‘সৎ শ্রী অকাল’, ‘চোর হো তো অ্যায়সা’র মতো একাধিক হিন্দি ছবি শত্রুঘ্নের সঙ্গে অভিনয় করেছেন রীনা।

০৬ ১৪

বলিপাড়ার গুঞ্জন, রীনার সঙ্গে ছ’-সাত বছর ধরে সম্পর্কে ছিলেন শত্রুঘ্ন। তবে রীনার সঙ্গে সম্পর্কে থাকাকালীন নাকি বলি অভিনেত্রী পুনম চন্দিরামানির প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি। একসঙ্গে দুই অভিনেত্রীর সঙ্গেই সম্পর্কে ছিলেন অভিনেতা। কিন্তু বিয়ের কথা এগোনোর সময় রীনাকে ফিরিয়ে দিয়েছিলেন শত্রুঘ্ন।

০৭ ১৪

বলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা যায়, ট্রেনে সফর করার সময় পুনমের সঙ্গে দেখা হয়েছিল শত্রুঘ্নের। কোনও কারণে ট্রেনে কাঁদছিলেন পুনম। প্রথম দেখাতেই পুনমের প্রেমে পড়ে গিয়েছিলেন শত্রুঘ্ন। একটি পত্রিকা হাতে নিয়ে তার পাতায় লিখে দিয়েছিলেন, ‘‘এমন সুন্দরীর চোখে জল মানায় না।’’ তার পর সেই পত্রিকাটি পুনমের হাতে ধরিয়ে দিয়েছিলেন শত্রুঘ্ন। লেখা পড়ে পত্রিকাটি নাকি ছুড়ে ফেলে দিয়েছিলেন পুনম।

০৮ ১৪

১৯৮০ সালে পুনমকে বিয়ে করেছিলেন শত্রুঘ্ন। বলিউডের জনশ্রুতি, বিয়ের পর রীনার সঙ্গেও নাকি পরকীয়া সম্পর্কে ছিলেন অভিনেতা। এক সাক্ষাৎকারে শত্রুঘ্ন বলেছিলেন, ‘‘ত্রিকোণ সম্পর্কে থাকলে মন এবং শরীর— দুইয়ের উপরেই চাপ পড়ে। প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে মনে হয় স্ত্রীকে ঠকাচ্ছি। আবার স্ত্রীর সঙ্গে থাকলে প্রেমিকার মুখ মনে পড়ে। মনে হয়, তাকে হাতের পুতুল করে রেখে দিয়েছি।’’

০৯ ১৪

বলিউডের জনশ্রুতি, লন্ডনে বলি অভিনেতা অমিতাভ বচ্চনের একটি অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন রীনা। সেই অনুষ্ঠানে রীনার সঙ্গে আলাপ হয়েছিল পাকিস্তানের ক্রিকেটার মোহসিন খানের। প্রথম আলাপের পরেই তাঁদের বন্ধুত্ব গাঢ় হতে থাকে। লন্ডনের রাস্তায় একাধিক বার নাকি তাঁদের ডেট করতে দেখা গিয়েছিল।

১০ ১৪

দীর্ঘ দিন মোহসিনের সঙ্গে সম্পর্কে থাকার পর ১৯৮৩ সালে তাঁকে বিয়ে করেছিলেন রীনা। বিয়ের পর অভিনয় ছেড়ে লন্ডনে চলে গিয়েছিলেন তাঁরা। ছ’বছর লন্ডনে সংসার করার পর আবার মুম্বই ফিরে গিয়েছিলেন মোহসিন এবং রীনা।

১১ ১৪

বিয়ের পর কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন রীনা। ছ’বছর গৃহবধূ থাকার পর আবার অভিনয়ে ফিরতে চেয়েছিলেন রীনা। এমনকি, মোহসিনকেও তিন-চারটি হিন্দি ছবিতে অভিনয়ের সুযোগ করে দিয়েছিলেন তিনি। কিন্তু এই আলোর দুনিয়া থেকে মুক্তি চেয়েছিলেন মোহসিন।

১২ ১৪

কানাঘুষো শোনা যেতে থাকে যে, লন্ডনে গিয়ে পাকাপাকি ভাবে বসবাস করতে চেয়েছিলেন মোহসিন। কিন্তু রীনার তাতে মত ছিল না। বলিপাড়ার একাংশের দাবি, মোহসিনের বিলাসবহুল জীবনের সঙ্গে খাপ খাইয়ে উঠতে পারছিলেন না রীনা। তাই ১৯৯০ সালে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা।

১৩ ১৪

কন্যা জন্নতের দায়িত্ব কে নেবেন তা নিয়ে মামলা-মোকদ্দমা চলতে থাকে মোহসিন এবং রীনার। আইনি মতে প্রথমে কন্যার দায়িত্ব পেয়েছিলেন মোহসিন। বিবাহবিচ্ছেদের পর পাকিস্তানের এক মহিলাকে বিয়ে করেছিলেন তিনি। তার পর আইনি মতে কন্যার দায়িত্ব পেয়েছিলেন রীনা।

১৪ ১৪

২০০০ সালে মুক্তি পাওয়া অভিষেক বচ্চন এবং করিনা কপূর খান অভিনীত ‘রিফিউজি’ ছবিতে শেষ অভিনয় করতে দেখা গিয়েছিল রীনাকে। বর্তমানে কন্যাকে নিয়ে মুম্বইয়ে থাকেন বর্ষীয়ান অভিনেত্রী।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement