Serial Killer Chandrakant Jha

হকার থেকে খুনি! খুন করে দেহ টুকরো করত, মৃতদেহের সঙ্গে বসেই খেত দিল্লির সিরিয়াল কিলার

নব্বইয়ের দশকের শেষে দিল্লিতে পুলিশের রাতের ঘুম কেড়ে নিয়েছিল এক হকার। রাতারাতি সে হয়ে যায় সিরিয়াল কিলার।

Advertisement
সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৩ ১৫:২০
Share:
০১ ২০

যাদের সঙ্গে বন্ধুত্ব পাতাত, তাদেরই খুন করত। খুনের পর দেহ টুকরো টুকরো করে তা ফেলে দিত বিভিন্ন এলাকায়। নব্বইয়ের দশকের শেষে দিল্লিতে পুলিশের রাতের ঘুম কেড়ে নিয়েছিল এক হকার। তার নাম চন্দ্রকান্ত ঝা। এ দেশের কুখ্যাত সিরিয়াল কিলার সে।

ছবি সংগৃহীত।

০২ ২০

১৯৬৭ সালে জন্ম চন্দ্রকান্তের। দিল্লিতে হকার হিসাবে কাজ করত সে। ১৯৯৮ সালে প্রথম বার তার বিরুদ্ধে খুনের অভিযোগ প্রকাশ্যে আসে। এই অপরাধের জেরে ২০০২ সাল পর্যন্ত জেলবন্দি ছিল সে।

প্রতীকী ছবি।

Advertisement
০৩ ২০

কিন্তু যথেষ্ট তথ্যপ্রমাণের অভাবে ছাড়া পেয়ে যায় চন্দ্রকান্ত। তবে সংশোধনাগার থেকে ফিরেও নিজেকে সংশোধন করেনি। আবার একের পর এক খুন করে।

ছবি সংগৃহীত।

০৪ ২০

বেছে বেছে বিহার, উত্তরপ্রদেশের তরুণ পরিযায়ী শ্রমিকদের সঙ্গে ভাব জমাত চন্দ্রকান্ত। তাঁদের সঙ্গে শুধু বন্ধুত্বই নয়, একেবারে আপন করে নিত সে।

প্রতীকী ছবি।

০৫ ২০

ওই পরিযায়ী শ্রমিকদের কাজ পাইয়ে দিত চন্দ্রকান্ত। তাঁদের জন্য খাবারেরও ব্যবস্থা করত।

প্রতীকী ছবি।

০৬ ২০

দিল্লির হায়দারপুরে জেজে কলোনিতে বাড়ি ছিল চন্দ্রকান্তের। পরিযায়ী শ্রমিকদের নিজের বাড়িতেই থাকতে দিত সে।

ছবি সংগৃহীত।

০৭ ২০

যে এতটা সাহায্য করেছে, সে-ই কিনা খুন করবে! এমনটা ঘুণাক্ষরেও ভাবেননি ওই পরিযায়ী শ্রমিকরা।

প্রতীকী ছবি।

০৮ ২০

এর পর, চুরি, ধূমপান, মদ্যপান, নিরামিষাশী না হওয়া নিয়ে ওই পরিযায়ী শ্রমিকদের সঙ্গে বিতণ্ডা হত চন্দ্রকান্তের। আর তার জেরেই তাঁদের খুন করত। তদন্তে নেমে এমনটাই জানতে পেরেছিল পুলিশ।

প্রতীকী ছবি।

০৯ ২০

শ্বাসরোধ করে খুন করত চন্দ্রকান্ত। খুনের পর যে ঘরে দেহগুলি রাখত, সেখানে বসেই রাতের খাবার খেত সে। পরে দেহগুলি টুকরো টুকরো করে কেটে দিল্লির বিভিন্ন এলাকায় ফেলে দিত চন্দ্রকান্ত।

প্রতীকী ছবি।

১০ ২০

খুনের পর দেহ টুকরো করে ফেলার আরও একটি উদ্দেশ্য ছিল চন্দ্রকান্তের। পুলিশের সঙ্গে রীতিমতো লুকোচুরি খেলত সে। এমনকি, তাঁকে ধরার জন্য পুলিশকে চ্যালেঞ্জ জানাত।

প্রতীকী ছবি।

১১ ২০

পুলিশকে চ্যালেঞ্জ করতে অনেক সময় দেহাংশগুলি তিহাড় জেলের বাইরে ফেলত চন্দ্রকান্ত। দেহাংশগুলির সঙ্গে থাকত চিরকুট। সেই চিরকুটেই পুলিশের উদ্দেশে তার বার্তা লেখা থাকত।

ছবি সংগৃহীত।

১২ ২০

১৯৯৮ সাল থেকে ২০০৭ সালের মধ্যে মোট ১৮ জনকে খুন করে চন্দ্রকান্ত। তবে অধিকাংশ ঘটনাতেই প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যায় সে।

প্রতীকী ছবি।

১৩ ২০

২০০২ সালে জেল থেকে ছাড়া পাওয়ার পর আরও ৬টি খুন করে চন্দ্রকান্ত।

প্রতীকী ছবি।

১৪ ২০

২০০৩ সালে শেখর এবং উমেশ নামে ২ যুবককে খুন করে চন্দ্রকান্ত। ২০০৫ সালে খুন করে গুড্ডু নামে আরও এক জনকে। ২০০৬ সালে তার শিকার হন অমিত নামে এক যুবক।

প্রতীকী ছবি।

১৫ ২০

২০০৭ সালে উপেন্দ্র এবং দলীপ নামে দুই যুবককে খুন করে চন্দ্রকান্ত। ওই বছরের ২৫ মে দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হয় সে।

প্রতীকী ছবি।

১৬ ২০

চন্দ্রকান্তকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় আদালত। পাশাপাশি আমৃত্যু কারাবাসের সাজাও শোনানো হয়েছিল। সেটা ২০১৩ সাল।

প্রতীকী ছবি।

১৭ ২০

পরে ২০১৬ সালে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। ২০২২ সালের জানুয়ারি মাসে প্যারোলের আবেদন জানায় চন্দ্রকান্ত। কিন্তু তা খারিজ হয়ে যায়।

প্রতীকী ছবি।

১৮ ২০

চন্দ্রকান্তের ব্যক্তিজীবন জুড়েও রয়েছে অনেক ঝড়। বিয়ের ১ বছরের মধ্যেই প্রথম স্ত্রীকে পরিত্যাগ করে সে।

ছবি সংগৃহীত।

১৯ ২০

পরে আরও এক বার বিয়ে করে চন্দ্রকান্ত। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার ৫ কন্যা রয়েছে। তবে অধিকাংশ সময়ই পরিবারের সঙ্গে থাকত না সে।

ছবি সংগৃহীত।

২০ ২০

চন্দ্রকান্তের জীবন এবং অপরাধের ঘটনা নিয়ে তথ্যচিত্র তৈরি হয়েছে। যার নাম ‘ইন্ডিয়ান প্রিডেটর: দ্য বুচার অফ দিল্লি’। ২০২২ সালের ২০ জুলাই এই তথ্যচিত্র মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে।

ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement