India's all time test XI

দলে সাত ব্যাটার, নেই কোনও বাঁহাতি! সর্বকালের সেরা ভারতীয় টেস্ট দল বেছে নিলেন চেতেশ্বর পুজারা

পুজারার বেছে নেওয়া দলে জায়গা পাননি কোনও বাঁহাতি। জায়গা পাননি পুরনো দিনের বহু তারকা। কারা ঠাঁই পেলেন সর্বকালের সেরাদের সেই দলে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ১০:০৬
Share:
০১ ১২

দেশের হয়ে শতাধিক টেস্ট খেলেছেন। রাহুল দ্রাবিড় পরবর্তী সময়ে ভারতের নির্ভরযোগ্য তিন নম্বর ছিলেন তিনি। সেই চেতেশ্বর পুজারা বেছে নিলেন ভারতের সর্বকালের সেরা টেস্ট একাদশ। কারা ঠাঁই পেলেন সেই দলে?

০২ ১২

সুনীল গাওস্কর: ভারতের সর্বকালের সেরা টেস্ট দল হবে আর তাতে গাওস্করের নাম থাকবে না, এ কথা ভাবাই যায় না। টেস্টে প্রথম ১০ হাজার রানের গণ্ডি পেরিয়েছিলেন তিনিই। দেশের হয়ে ১২৫টি টেস্ট খেলেছিলেন ডানহাতি মুম্বইকর। ২১৪ ইনিংসে ৫১.১২ গড়ে করেছেন ১০১২২ রান। কেরিয়ারে করেছেন ৩৪টি শতরান। সেরা স্কোর অপরাজিত ২৩৬। পুজারার সেরা একাদশে ওপেন করবেন গাওস্কর।

Advertisement
০৩ ১২

বীরেন্দ্র সহবাগ: গাওস্করের সঙ্গী হিসাবে ‘নজফগড়ের নবাব’কে বেছে নিয়েছেন পুজারা। গাওস্করের সম্পূর্ণ বিপরীত মানসিকতার ব্যাটার বীরেন্দ্র সহবাগ। ইনিংসের শুরুতেই ঝড়ের গতিতে রান তুলতে সিদ্ধহস্ত ছিলেন তিনি। কেরিয়ারে ১০৪টি টেস্ট খেলেছেন সহবাগ। করেছেন ৮৫৮৬ রান। গড় প্রায় ৫০। সবচেয়ে অবাক করা হল তাঁর স্ট্রাইক রেট। টেস্টেও ডানহাতি ওপেনারের স্ট্রাইক রেট ছিল ৮২-এর উপরে। ১২৩৩টি বাউন্ডারি এবং ৯১টি ওভার বাউন্ডারি মেরেছেন সহবাগ। বল হাতে নিয়েছেন ৪০টি উইকেট।

০৪ ১২

রাহুল দ্রাবিড়: তিন নম্বরে ‘দ্য ওয়াল’কে রেখেছেন পুজারা। ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে রাহুলের চেয়ে ভরসাযোগ্য তিন নম্বর আর কখনও আসেননি। তাঁকে ছাড়া সর্বকালের সেরা ভারতীয় টেস্ট দল ভাবাই যায় না। কেরিয়ারে ১৬৪টি টেস্ট খেলেছেন দ্রাবিড়। ৫২-এর বেশি গড়ে ১৩২৮৮ রান করেছেন তিনি। তাঁর নামের পাশে রয়েছে ৩৬টি শতরান এবং ৬৩টি অর্ধশতরান।

০৫ ১২

সচিন তেন্ডুলকর: অবধারিত ভাবেই চার নম্বরে সচিন তেন্ডুলকরকে রেখেছেন পুজারা। শুধু ভারতের নয়, সচিনকে বিশ্বের সর্বকালের সেরা ব্যাটার বললেও অত্যুক্তি হয় না। দেশের হয়ে রেকর্ড ২০০টি টেস্ট খেলেছেন ‘মাস্টার ব্লাস্টার’। ৫৩.৭৮ গড়ে করেছেন ১৫৯২১ রান। ৫১টি শতরানের পাশাপাশি করেছেন ৬৮টি অর্ধশতরান। সর্বোচ্চ ঢাকায় বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ২৪৮।

০৬ ১২

বিরাট কোহলি: বর্তমানে যুগে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। সর্বকালের সেরাদের দলে পাঁচ নম্বরে বিরাটকে রেখেছেন পুজারা। সদ্য টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট। কেরিয়ারে ১২৩টি টেস্টে ৯২৩০ রান করেছেন এই ডানহাতি ব্যাটার। গড় ৪৬.৮৫। ৩০টি শতরানের পাশাপাশি ৩১টি অর্ধশতরানও করেছেন ‘কিং কোহলি’।

০৭ ১২

ভিভিএস লক্ষ্মণ: পুজারার দলের ছ’নম্বরে আসবেন ‘ভেরি ভেরি স্পেশ্যাল’ লক্ষ্মণ। দেশের হয়ে ১৩৪টি টেস্টে ৮৭৮১ রান করেছেন হায়দরাবাদি ব্যাটার। গড় ৪৫.৯৭। কেরিয়ারে ১৭টি শতরান রয়েছে লক্ষ্মণের নামের পাশে।

০৮ ১২

মহেন্দ্র সিংহ ধোনি: সর্বকালের সেরাদের দলের উইকেটরক্ষকের দায়িত্ব সামলাবেন মহেন্দ্র সিংহ ধোনি। এই জায়গায় ঋষভ পন্থের নামও ভেবেছিলেন বলে জানিয়েছেন পুজারা। তবে শেষ পর্যন্ত ‘ক্যাপ্টেন কুল’কেই বেছে নিয়েছেন তিনি। দেশের হয়ে ৯০টি টেস্ট খেলেছেন মাহি। ৩৮.০৯ গড়ে করেছেন ৪৮৭৬ রান। নামের পাশে ছ’টি শতরানও রয়েছে দেশের সফলতম অধিনায়কের।

০৯ ১২

কপিল দেব: সেরাদের দলের পেস ব্যাটারির দায়িত্বে থাকবেন দেশের সর্বকালের সেরা অলরাউন্ডার। দেশের হয়ে ১৩১টি টেস্ট খেলেছেন ‘হরিয়ানা হ্যারিকেন’। নিয়েছেন ৪৩৪ উইকেট। একসময়ে টেস্টে বিশ্বের সবচেয়ে বেশি উইকেট সংগ্রাহক ছিলেন এই ডানহাতি পেসার। ব্যাট হাতেও লোয়ার-মিডল অর্ডারে ভরসা দিতেন তিনি। ৩১ গড়ে করেছেন ৫২৪৮ রান। আটটি শতরানও করেছেন কপিল।

১০ ১২

অনিল কুম্বলে: সেরাদের দলের স্পিন ব্যাটারির দায়িত্বে থাকবেন অনিল কুম্বলে। লোয়ার অর্ডারে ব্যাট হাতেও দলকে ভরসা দিতেন তিনি। টেস্টে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কৃতিত্বও তাঁরই। ১৩২টি টেস্টে ৬১৯ উইকেট নিয়েছেন কুম্বলে। ব্যাট হাতে শতরানও আছে ‘জাম্বো’র।

১১ ১২

রবিচন্দ্রন অশ্বিন: দ্বিতীয় স্পিনার হিসাবে পুজারা দলে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিনকে। ১০৬টি টেস্টে ৫৩৭টি উইকেট নিয়েছেন ডানহাতি অফস্পিনার। করেছেন ৩৫০৩ রান, ছ’টি শতরানও।

১২ ১২

জসপ্রীত বুমরাহ: সেরাদের দলের একমাত্র ক্রিকেটার যিনি এখনও জাতীয় দলের হয়ে খেলছেন তিনি জসপ্রীত বুমরাহ। এখনও পর্যন্ত ৪৬টি টেস্ট খেলেছেন বুমরাহ। নিয়েছেন ২১০ উইকেট।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement