Bollywood Movie

মুক্তির পর আদালতে ৩৪টি মামলা, হেনস্থা অভিনেত্রীকে! তবুও বক্স অফিসে ভাল ব্যবসা করে বিতর্কিত ছবি

১৯৮২ সালে বিআর চোপড়ার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘নিকাহ’ ছবিটি। এই ছবির প্রযোজনার দায়িত্বেও ছিলেন তিনি। ছবিতে অভিনয় করেন রাজ বব্বর, দীপক পরাশর, সালমা আঘার মতো তারকারা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০২ মার্চ ২০২৪ ১৬:০৭
Share:
০১ ১৫

চার দশক আগে প্রেক্ষাগৃহে মুক্তি পায় একটি হিন্দি ছবি। কিন্তু মুক্তির পর দর্শকের একাংশ ছবির পরিচালকের উপর ক্ষুব্ধ হয়ে পড়েন। ছবি বন্ধ করে দেওয়ার দাবিও জানান অনেকে।

০২ ১৫

আদালতে বিআর চোপড়ার বিরুদ্ধে ৩৪টি মামলা দায়ের হয়। তবুও প্রেক্ষাগৃহে উপচে পড়েছিল দর্শকের ভিড়। বক্স অফিসে ভাল ব্যবসা করেছিল ছবিটি।

Advertisement
০৩ ১৫

পঞ্চাশের দশক থেকেই হিন্দি ফিল্মজগতে পরিচালক হিসাবে জনপ্রিয় হয়ে ওঠেন বলদেব রাজ চোপড়া। বলিপাড়ায় অবশ্য বিআর চোপড়া নামেই অধিক পরিচিত তিনি। আশির দশকে পরিচালকের কেরিয়ারে ছিল বহু হিট ছবি। সেই সময় নিজের পরিচালিত একটি ছবির জন্যই বিতর্কে জড়ান বিআর চোপড়া।

০৪ ১৫

১৯৮২ সালে বিআর চোপড়ার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘নিকাহ’ ছবিটি। এই ছবির প্রযোজনার দায়িত্বেও ছিলেন তিনি। ছবিতে অভিনয় করেন রাজ বব্বর, দীপক পরাশর, সালমা আঘার মতো তারকারা। ছবি মুক্তির কয়েক দিনের মধ্যেই বিতর্কে জড়িয়ে পড়েন পরিচালক।

০৫ ১৫

‘নিকাহ’ ছবির চিত্রনাট্যে মুসলিম সমাজের বিবাহবিচ্ছেদ ব্যবস্থা ফুটিয়ে তোলা হয়। বলিপাড়া সূত্রে খবর, ছবির নাম প্রথমে রাখা হয়েছিল ‘তালাক তালাক তালাক’। পরে সেই নাম পরিবর্তন করে রাখা হয় ‘নিকাহ’।

০৬ ১৫

‘নিকাহ’ ছবি মুক্তির পর দর্শকের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে দেখানো হয়েছে বলে রক্ষণশীল মুসলিম সমাজের একাংশ আদালতের দ্বারস্থ হন।

০৭ ১৫

বিআর চোপড়ার বিরুদ্ধে আদালতে ৩৪টি মামলা দায়ের হয়। প্রেক্ষাগৃহের বাইরেও রক্ষণশীল মুসলিম সমাজের একাংশ পোস্টার লাগিয়েছিল। ‘নিকাহ’ ছবির প্রদর্শন বন্ধ করার দাবি জানিয়েছিলেন তাঁরা।

০৮ ১৫

শত বিরোধিতা সত্ত্বেও ‘নিকাহ’ ছবি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছিলেন দর্শক। বলিপাড়া সূত্রে খবর, সেই সময় এই ছবি তৈরি করতে খরচ হয়েছিল চার কোটি টাকা।

০৯ ১৫

‘নিকাহ’ ছবি মুক্তির পর বক্স অফিসে ভাল ব্যবসা করে। বাজেটের চেয়ে দ্বিগুণেরও বেশি আয় করে ছবিটি।

১০ ১৫

দেশের বক্স অফিসে ন’কোটি টাকার ব্যবসা করে ‘নিকাহ’ ছবিটি। আশির দশকে সফল ছবিগুলির তালিকায় নাম রয়েছে ‘নিকাহ’-এর।

১১ ১৫

‘নিকাহ’ ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী সালমা আঘা। ছবি মুক্তির পর রাতারাতি জনপ্রিয়তা পান তিনি। কিন্তু এই ছবি মুক্তির পর হেনস্থার শিকার হন অভিনেত্রী।

১২ ১৫

বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যায়, সালমার বাড়িতে মাঝেমধ্যেই চিঠি এবং ফোন আসত। মুম্বই ছেড়ে নায়িকাকে লন্ডন চলে যাওয়ার হুমকি দেওয়া হত। অভিনয় না ছাড়লে সালমার ক্ষতি করার হুমকিও দেওয়া হত।

১৩ ১৫

সালমা হুমকি অগ্রাহ্য করে অভিনয় চালিয়ে যেতে থাকেন। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, বলি অভিনেত্রী অমৃতা সিংহের মা রুকসানা সুলতান নাকি হুমকি দিতেন সালমাকে।

১৪ ১৫

বলিপাড়ার একাংশের দাবি, ‘নিকাহ’ ছবিতে অমৃতা অভিনয় করুক চেয়েছিলেন রুকসানা। বিআর চোপড়াকে সেই প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু রুকসানার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন পরিচালক।

১৫ ১৫

বিআর চোপড়া তাঁর ছবির জন্য নতুন মুখ খুঁজছিলেন। সেই কারণে সালমাকে অভিনয়ের প্রস্তাব দেন তিনি। সেই রাগেই নাকি সালমাকে অভিনয় ছেড়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছিল বলে বলিপাড়ার একাংশের দাবি।

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement